Ajker Patrika

সেনবাগে বিদ্যুতায়িত হয়ে ২ জনের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ১৮ আগস্ট ২০২২, ১৪: ৩৭
সেনবাগে বিদ্যুতায়িত হয়ে ২ জনের মৃত্যু

নোয়াখালীর সেনবাগ উপজেলায় কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে সবুজ (৪২) ও নজরুল ইসলাম (৪৫) নামে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাচ্চু নামের আরও একজন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাবিলপুর ইউনিয়নের ছমিরমুন্সির হাটে হাজী তবারক আলী সুপার মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সবুজ ও নজরুল ইসলামের বাড়ি নেত্রকোনা জেলার পূর্ব দৌলা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছমিরমুন্সির হাট এলাকার হাজী তবারক আলী সুপার মার্কেটের পাশে আয়েশা সিদ্দিকি বালিকা মাদ্রাসার পাঁচতলা ভবনে কাজ শুরু হওয়ার কথা ছিল। ভবন নির্মাণের আগে মাটি পরীক্ষার জন্য সকাল থেকে নির্ধারিত স্থানে কাজ করছিলেন নির্মাণাধীন প্রতিষ্ঠানের কয়েকজন টেকনিশিয়ান ও শ্রমিক। কাজ করার সময় অসাবধানতাবশত একটি স্টিলের পাইপ ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। এ সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান সবুজ ও নজরুল। ঘটনায় আহত বাচ্চুকে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

এ বিষয়ে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত