Ajker Patrika

বিএনপি নেতাদের জামিনের ব্যাপারে আদালতই কথা বলতে পারবেন: আইনমন্ত্রী 

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ১৫: ৩৫
বিএনপি নেতাদের জামিনের ব্যাপারে আদালতই কথা বলতে পারবেন: আইনমন্ত্রী 

বিএনপি নির্বাচনে এলে জেল থেকে ছেড়ে দেওয়া হবে—কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাকের এমন বক্তব্যে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘কৃষিমন্ত্রী যে মন্তব্য করেছেন, এটা তাঁর ব্যক্তিগত অভিমত। এটা দলের কোনো অভিমত নয়। বিএনপি নেতা যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের নির্দিষ্ট মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বিচার ও তাদের জামিনের ব্যাপারে শুধু আদালতই কথা বলতে পারবেন, আর কেউ নয়।’

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে নির্বাচনী প্রচারণায় বিএনপি নেতাদের জেল থেকে মুক্তি এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে কৃষিমন্ত্রীর বক্তব্য নিয়ে করা প্রশ্নের জবাবে এ মন্তব্য করেছেন মন্ত্রী।

কৃষিমন্ত্রীর বক্তব্যের সূত্র ধরে ‘গোপন তথ্য ফাঁস হয়েছে’ বলে মন্তব্য করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। এ বিষয়ে প্রশ্ন করা হলে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘উনি তো কোথায় বসে বসে বাণী ছাড়েন, ওনার বাণীগুলো হচ্ছে সম্পূর্ণ অসত্য। তথ্যভিত্তিক নয়।’

আনিসুল হক বলেন, ‘বিএনপি ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারকে হত্যা করেই এ দেশে স্বৈরশাসন চালাচ্ছিল। তখন বিচার বিভাগকে যে রকম করাপ্ট করা হয়েছিল সে অবস্থা এখন আর নাই। বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন।’

পরে মন্ত্রী আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে শুরু করে পৌর শহরের সড়কবাজারের বিভিন্ন দোকানপাটের সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। পরে তিনি আখাউড়ার খরমপুর কেল্লা বাবার মাজারসহ বিভিন্ন মাজার জিয়ারত করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত