Ajker Patrika

সৈকতে ফের ভেসে এল মৃত ইরাবতী ডলফিন ও কচ্ছপ

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১২: ১৯
সৈকতে ফের ভেসে এল মৃত ইরাবতী ডলফিন ও কচ্ছপ

কক্সবাজারের উখিয়ার সমুদ্রসৈকতে ফের ভেসে এল মরা ডলফিন ও কচ্ছপ। গতকাল বুধবার সন্ধ্যায় ইনানীর শফির বিল এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। ডলফিনটি ছয় দিন ধরে  সৈকতে পড়ে রয়েছে বলে জানান স্থানীয়রা।

বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বোরি) মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ও সমুদ্রবিজ্ঞানী সাঈদ মাহমুদ বেলাল হায়দর পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন। 

সাঈদ মাহমুদ বেলাল হায়দর পারভেজ আজকের পত্রিকাকে জানান, ইরাবতী প্রজাতির এই ডলফিনের লিঙ্গ শনাক্ত করা যায়নি। এ সময় ডলফিনটির কাছাকাছি একটি মরা জলপাই রঙের অলিব রিডলে প্রজাতির সামুদ্রিক কচ্ছপও দেখা গেছে। ডলফিনটি পাঁচ দিন আগে এবং কচ্ছপটি আরও কয়েক দিন আগে সৈকতে ভেসে আসে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। সামুদ্রিক প্রাণি দুটির শরীরে পচন ধরায় মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাগরে কোনো জলযান বা জেলেদের জালে আটকা পড়ে প্রাণি দুটির মৃত্যু হতে পারে। 

সপ্তাহ দেড়েক আগে কক্সবাজার সৈকতসংলগ্ন সাগরে ১০ থেকে ১৫টি ডলফিনের একটি দল বিচরণ করতে দেখা গেছে। এখন কচ্ছপের প্রজনন মৌসুম। ফলে উপকূলে ডিম পাড়তে এসে মারা পড়ছে মা কচ্ছপ। 

এ ব্যাপারে বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সরওয়ার আলম বলেন, বুধবার সন্ধ্যায় এ বিষয়ে অবহিত হওয়ার পর প্রাণি দুটির নমুনা সংগ্রহ করা হয়েছে। এরপর মাটিতে পুঁতে ফেলার ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে গত বছরের ২৩ আগস্ট ও ২০ মার্চ একই সৈকতে দুটি মরা ডলফিন ভেসে আসে। ২০২০ সালের এপ্রিল মাসের শুরুতেও টেকনাফ সৈকতে দুটি মরা ডলফিন ভেসে এসেছিল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত