Ajker Patrika

পারিবারিক বিরোধে ভাইয়ের হাতে এক ব্যক্তি খুন 

কক্সবাজার প্রতিনিধি
পারিবারিক বিরোধে ভাইয়ের হাতে এক ব্যক্তি খুন 

কক্সবাজারে পারিবারিক বিরোধে বড় ভাইয়ের হাতে শওকত আলম (৩২) নামে (ছোট ভাই) এক ব্যক্তি খুন হয়েছেন। গতকাল গতকাল বৃহস্পতিবার রাতে শহরের দক্ষিণ রুমালিয়ার ছড়ার টেকনাইফ্যা পাহাড়ে এ ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তি ওই এলাকার মোহাম্মদ হামিদ ওরফে বাইল্ল্যা মেস্ত্রির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এক সপ্তাহ আগে শওকত আলম বড় ভাই আবদুল মালেকের ঘরের একটি টেলিভিশন ভেঙে ফেলে। এ ঘটনার জেরে বৃহস্পতিবার রাতে কথা-কাটাকাটির একপর্যায়ে বড় ভাই মালেক ও তাঁর স্ত্রী কিরিচ নিয়ে শওকতকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। 

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তদের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত