নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে ইউনিয়নের চুলডগি গ্রামের জামালের বাড়ির সেপটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত রবিন হোসেন (১৬) কালাদরাপ ইউনিয়নের রামহরিতালুক গ্রামের বাসিন্দা ইউনুসের ছেলে। সে বাবার অটোরিকশা চালাত।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত নভেম্বর মাসে কাজের সন্ধানে ঢাকা যায় ইউনুস। যাওয়ার সময় তার ছেলেকে নিজের অটোরিকশাটি চালানোর জন্য দিয়ে যান। তার মা মারা যাওয়ায় সৎ মা রুনা আক্তারের সঙ্গে বাড়িতে থাকত রবিন।
গত ৩ ডিসেম্বর সন্ধ্যায় কালাদরাপের ডিবি রোড এলাকা থেকে রবিন অটোরিকশাসহ নিখোঁজ হয়। ওই দিন স্থানীয়রা জানায়, রবিনকে একই গ্রামের জুয়েল (২৬) ও আরও কয়েকজনের সঙ্গে ধস্তাধস্তি করতে দেখা যায়।
রবিন নিখোঁজ হওয়ার পর স্থানীয় লোকজন এ বিষয়ে জুয়েলকে জিজ্ঞাসাবাদ করলে তিনি এলোমেলো কথাবার্তা বলে। পরদিন জুয়েলকে পুলিশে সোপর্দ করে লোকজন।
আজ ট্যাংকের পাশে কুকুরের অস্বাভাবিক ডাকাডাকির কারণে বাড়ির লোকজন সেখানে গিয়ে মরদেহটি দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
এদিকে রবিন নিখোঁজ হওয়ার পর তার মা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। পরে সেটি অপহরণ মামলা হিসেবে রুজু করা হয়। বর্তমানে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের প্রক্রিয়া চলছে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, রবিনকে গলায় কাপড় পেঁচিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে।
নোয়াখালীর সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে ইউনিয়নের চুলডগি গ্রামের জামালের বাড়ির সেপটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত রবিন হোসেন (১৬) কালাদরাপ ইউনিয়নের রামহরিতালুক গ্রামের বাসিন্দা ইউনুসের ছেলে। সে বাবার অটোরিকশা চালাত।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত নভেম্বর মাসে কাজের সন্ধানে ঢাকা যায় ইউনুস। যাওয়ার সময় তার ছেলেকে নিজের অটোরিকশাটি চালানোর জন্য দিয়ে যান। তার মা মারা যাওয়ায় সৎ মা রুনা আক্তারের সঙ্গে বাড়িতে থাকত রবিন।
গত ৩ ডিসেম্বর সন্ধ্যায় কালাদরাপের ডিবি রোড এলাকা থেকে রবিন অটোরিকশাসহ নিখোঁজ হয়। ওই দিন স্থানীয়রা জানায়, রবিনকে একই গ্রামের জুয়েল (২৬) ও আরও কয়েকজনের সঙ্গে ধস্তাধস্তি করতে দেখা যায়।
রবিন নিখোঁজ হওয়ার পর স্থানীয় লোকজন এ বিষয়ে জুয়েলকে জিজ্ঞাসাবাদ করলে তিনি এলোমেলো কথাবার্তা বলে। পরদিন জুয়েলকে পুলিশে সোপর্দ করে লোকজন।
আজ ট্যাংকের পাশে কুকুরের অস্বাভাবিক ডাকাডাকির কারণে বাড়ির লোকজন সেখানে গিয়ে মরদেহটি দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
এদিকে রবিন নিখোঁজ হওয়ার পর তার মা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। পরে সেটি অপহরণ মামলা হিসেবে রুজু করা হয়। বর্তমানে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের প্রক্রিয়া চলছে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, রবিনকে গলায় কাপড় পেঁচিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে।
বিস্ফোরক মামলায় ফরিদপুরে আওয়ামী লীগের ২১ জন নেতা–কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার ফরিদপুর জেলা দায়রা ও জজ আদালতের বিচারক এই আদেশ দেন। এ সময় অসুস্থ বিবেচনায় একজনের জামিন মঞ্জুর করেন আদালত।
৬ মিনিট আগেফেনীর ছাগলনাইয়া উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতির ‘ভুতুড়ে বিল’ ও অন্যান্য অনিয়মের বিরুদ্ধে স্থানীয় পল্লী বিদ্যুৎ গ্রাহকেরা মানববন্ধন ও সমাবেশ করেছেন। সোমবার (১২ মে) বিকেলে ছাগলনাইয়া পৌর শহরের জিরো পয়েন্টে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।
১৪ মিনিট আগেময়মনসিংহে টনসিল অপারেশনে গিয়ে তাইয়্যিবা তাবাসসুম তন্দ্রা (১২) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে ময়মনসিংহ শহরের চরপাড়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে এ ঘটনা ঘটে। চিকিৎসক টনসিল অপারেশন করতে গিয়ে তন্দ্রার শ্বাসনালি কেটে ফেলেছেন বলে অভিযোগ স্কুলছাত্রীর স্বজনদের।
১৯ মিনিট আগেরাজধানীর মতিঝিলে নটর ডেম কলেজের ভবন থেকে পড়ে ধ্রুবব্রত দাস (১৮) নামের এক শিক্ষার্থী মারা গেছেন। আজ সোমবার (১২ মে) বেলা সোয়া ৩টার দিকে নটর ডেম কলেজের ‘ফাদার টিম’ ভবন থেকে নিচে পড়ে যান ওই শিক্ষার্থী।
২৫ মিনিট আগে