সদর দক্ষিণ (কুমিল্লা) প্রতিনিধি
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রতি বছর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। কিন্তু এ বছর মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি থেকে কক্সবাজারের টেকনাফ পর্যন্ত নেই কোনো যানজট। যার ফলে কোনো প্রকার ভোগান্তি ছাড়া পরিবার-পরিজন নিয়ে রাজধানী ছেড়ে যাওয়া ঘরমুখী মানুষ বাড়ি ফিরতে পারছেন যথাসময়ে।
ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-কক্সবাজার, কুমিল্লা-সিলেট, কুমিল্লা-নোয়াখালী, কুমিল্লা-চাঁদপুর, ফেনী-নোয়াখালীসহ বিভিন্ন জাতীয় মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কের ৭৮৯ কিলোমিটার সড়কে যানচলাচল স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছেন হাইওয়ে পুলিশের সদস্যরা।
আজ বৃহস্পতিবার মহাসড়কে কুমিল্লার অংশে সরেজমিনে ঘুরে দেখা যায়, রাস্তায় নেই যানজটের চাপ। যান চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কের ওপর বসা অবৈধ দোকান-পাট, ফুটপাত উচ্ছেদ করেছে হাইওয়ে পুলিশ। এ ছাড়া পেট্রল টিম ও গোয়েন্দা টিম প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। মহাসড়কে চলাচলকৃত কোনো যানবাহন থেকে পুলিশ, মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নামে কোনো প্রকার চাঁদা যাতে কেউ আদায় করতে না পারে সে জন্য কাজ করছেন তারা।
ঢাকা-কুমিল্লা রুটে চলাচলকারী চালকদের সঙ্গে কথা বরে জানা যায়, মহাসড়কে কোনো যানজট নেই। মহাসড়কের কোনো অংশে যানজট না থাকায় অনেকটা নির্বিঘ্নে গাড়ি চালাতে পারছেন তাঁরা। এতে করে যাত্রীরা স্বল্প সময়েই বাড়ি ফিরতে পারছেন।
এ বিষয়ে হাইওয়ে পুলিশ কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানান, মহাসড়কে চাঁদাবাজি বন্ধ ও সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে একটি স্পেশাল পেট্রল টিম ছাড়াও ৫৬টি সাধারণ পেট্রোলটিম, ৩০টি কুইক রেসপন্স টিম ও ২টি গোয়েন্দা টিম কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। এতে নেতৃত্ব দিচ্ছেন হাইওয়ে পুলিশ সুপার।
তিনি আরও জানান, কোনো গাড়ি সড়ক দখল করে পার্কিং করলে ও অকেজো হলে সে গাড়ি সরাতে ১১টি রেকার সার্বক্ষণিকভাবে মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে ৭টি কন্ট্রোল রুম সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। ঘরমুখো মানুষের ঈদ যাত্রা নিরাপদ ও নির্বিঘ্নে করতে হাইওয়ে পুলিশ কুমিল্লা অঞ্চলের অর্ন্তরভূক্ত ২১টি থানা/ফাঁড়ির ওসি এবং আইসিগণসহ সকল সদস্য কাজ করে যাচ্ছেন।
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রতি বছর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। কিন্তু এ বছর মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি থেকে কক্সবাজারের টেকনাফ পর্যন্ত নেই কোনো যানজট। যার ফলে কোনো প্রকার ভোগান্তি ছাড়া পরিবার-পরিজন নিয়ে রাজধানী ছেড়ে যাওয়া ঘরমুখী মানুষ বাড়ি ফিরতে পারছেন যথাসময়ে।
ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-কক্সবাজার, কুমিল্লা-সিলেট, কুমিল্লা-নোয়াখালী, কুমিল্লা-চাঁদপুর, ফেনী-নোয়াখালীসহ বিভিন্ন জাতীয় মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কের ৭৮৯ কিলোমিটার সড়কে যানচলাচল স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছেন হাইওয়ে পুলিশের সদস্যরা।
আজ বৃহস্পতিবার মহাসড়কে কুমিল্লার অংশে সরেজমিনে ঘুরে দেখা যায়, রাস্তায় নেই যানজটের চাপ। যান চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কের ওপর বসা অবৈধ দোকান-পাট, ফুটপাত উচ্ছেদ করেছে হাইওয়ে পুলিশ। এ ছাড়া পেট্রল টিম ও গোয়েন্দা টিম প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। মহাসড়কে চলাচলকৃত কোনো যানবাহন থেকে পুলিশ, মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নামে কোনো প্রকার চাঁদা যাতে কেউ আদায় করতে না পারে সে জন্য কাজ করছেন তারা।
ঢাকা-কুমিল্লা রুটে চলাচলকারী চালকদের সঙ্গে কথা বরে জানা যায়, মহাসড়কে কোনো যানজট নেই। মহাসড়কের কোনো অংশে যানজট না থাকায় অনেকটা নির্বিঘ্নে গাড়ি চালাতে পারছেন তাঁরা। এতে করে যাত্রীরা স্বল্প সময়েই বাড়ি ফিরতে পারছেন।
এ বিষয়ে হাইওয়ে পুলিশ কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানান, মহাসড়কে চাঁদাবাজি বন্ধ ও সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে একটি স্পেশাল পেট্রল টিম ছাড়াও ৫৬টি সাধারণ পেট্রোলটিম, ৩০টি কুইক রেসপন্স টিম ও ২টি গোয়েন্দা টিম কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। এতে নেতৃত্ব দিচ্ছেন হাইওয়ে পুলিশ সুপার।
তিনি আরও জানান, কোনো গাড়ি সড়ক দখল করে পার্কিং করলে ও অকেজো হলে সে গাড়ি সরাতে ১১টি রেকার সার্বক্ষণিকভাবে মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে ৭টি কন্ট্রোল রুম সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। ঘরমুখো মানুষের ঈদ যাত্রা নিরাপদ ও নির্বিঘ্নে করতে হাইওয়ে পুলিশ কুমিল্লা অঞ্চলের অর্ন্তরভূক্ত ২১টি থানা/ফাঁড়ির ওসি এবং আইসিগণসহ সকল সদস্য কাজ করে যাচ্ছেন।
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
১ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
১ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
১ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
১ ঘণ্টা আগে