Ajker Patrika

শহীদ বেদিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে হামলার শিকার বিএনপির নেতা-কর্মী

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
শহীদ বেদিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে হামলার শিকার বিএনপির নেতা-কর্মী

কক্সবাজারের টেকনাফে শহীদ বেদিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। এ অভিযোগ খোদ বিএনপির নেতা-কর্মীদের প্রতি। গতকাল রোববার মধ্যরাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা বিএনপির দুই সিনিয়র নেতাসহ তিনজন আহত হয়েছেন। 

আহতরা হলেন, উপজেলা বিএনপির সহসভাপতি নুরুল আমিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এইচএম ওসমান গণি ও হ্নীলা উত্তর যুবদলের সভাপতি মো. হারুন। এ ঘটনায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

জানা গেছে, দীর্ঘ দিন ধরে দলের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মাঝে গ্রুপিং চলে আসছিল। এরই প্রেক্ষিতে উপজেলা বিএনপির সহসভাপতি নুরুল আমিন চৌধুরী নেতৃত্বে বেশ কিছু নেতা-কর্মী উপজেলার শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন।

আহতরা বলেন, দলের ভেতর গ্রুপিং করে বিশৃঙ্খলাকারী সৃষ্টি করতে জেলা বিএনপির অর্থ সম্পাদক মো. আব্দুল্লাহর নেতৃত্বে তাঁর লালিত সন্ত্রাসীরা লেলিয়ে দিয়ে লাঠিসোঁটা নিয়ে ব্যাপক হামলা চালায়। তারা আরও বলেন, শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে সুশৃঙ্খলভাবে ফেরার পথে ফ্লিমি স্টাইলে মোটরসাইকেলযোগে এসে লাঠিসোঁটা, ইট দিয়ে তাঁদের ওপর হামলা চালিয়ে গুরুতর জখম করা হয়। এ সময় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

এদিকে নেতা-কর্মীরা এ হামলার তীব্র নিন্দা জানিয়ে সাংগঠনিকসহ আইনি ব্যবস্থা গ্রহণের দাবি তোলেন। 

টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি মো. হাসান সিদ্দিকী জানান, বিএনপি নামধারী আব্দুল্লাহ আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে তাঁর পেট্রল পাম্পে অবস্থান করে সুশৃঙ্খল বিএনপি ও সহযোগী দলের নেতা-কর্মীদের ফেরার পথে  হামলা চালান।

তবে এ ব্যাপারে জেলা বিএনপির অর্থ সম্পাদক আব্দুল্লাহ বলেন, ‘এসব বিষয় আমি অবগত নই। কেউ যদি মনগড়া অভিযোগ করে এতে কিছু বলার থাকে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত