টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে শহীদ বেদিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। এ অভিযোগ খোদ বিএনপির নেতা-কর্মীদের প্রতি। গতকাল রোববার মধ্যরাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা বিএনপির দুই সিনিয়র নেতাসহ তিনজন আহত হয়েছেন।
আহতরা হলেন, উপজেলা বিএনপির সহসভাপতি নুরুল আমিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এইচএম ওসমান গণি ও হ্নীলা উত্তর যুবদলের সভাপতি মো. হারুন। এ ঘটনায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
জানা গেছে, দীর্ঘ দিন ধরে দলের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মাঝে গ্রুপিং চলে আসছিল। এরই প্রেক্ষিতে উপজেলা বিএনপির সহসভাপতি নুরুল আমিন চৌধুরী নেতৃত্বে বেশ কিছু নেতা-কর্মী উপজেলার শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন।
আহতরা বলেন, দলের ভেতর গ্রুপিং করে বিশৃঙ্খলাকারী সৃষ্টি করতে জেলা বিএনপির অর্থ সম্পাদক মো. আব্দুল্লাহর নেতৃত্বে তাঁর লালিত সন্ত্রাসীরা লেলিয়ে দিয়ে লাঠিসোঁটা নিয়ে ব্যাপক হামলা চালায়। তারা আরও বলেন, শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে সুশৃঙ্খলভাবে ফেরার পথে ফ্লিমি স্টাইলে মোটরসাইকেলযোগে এসে লাঠিসোঁটা, ইট দিয়ে তাঁদের ওপর হামলা চালিয়ে গুরুতর জখম করা হয়। এ সময় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
এদিকে নেতা-কর্মীরা এ হামলার তীব্র নিন্দা জানিয়ে সাংগঠনিকসহ আইনি ব্যবস্থা গ্রহণের দাবি তোলেন।
টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি মো. হাসান সিদ্দিকী জানান, বিএনপি নামধারী আব্দুল্লাহ আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে তাঁর পেট্রল পাম্পে অবস্থান করে সুশৃঙ্খল বিএনপি ও সহযোগী দলের নেতা-কর্মীদের ফেরার পথে হামলা চালান।
তবে এ ব্যাপারে জেলা বিএনপির অর্থ সম্পাদক আব্দুল্লাহ বলেন, ‘এসব বিষয় আমি অবগত নই। কেউ যদি মনগড়া অভিযোগ করে এতে কিছু বলার থাকে না।’
কক্সবাজারের টেকনাফে শহীদ বেদিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। এ অভিযোগ খোদ বিএনপির নেতা-কর্মীদের প্রতি। গতকাল রোববার মধ্যরাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা বিএনপির দুই সিনিয়র নেতাসহ তিনজন আহত হয়েছেন।
আহতরা হলেন, উপজেলা বিএনপির সহসভাপতি নুরুল আমিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এইচএম ওসমান গণি ও হ্নীলা উত্তর যুবদলের সভাপতি মো. হারুন। এ ঘটনায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
জানা গেছে, দীর্ঘ দিন ধরে দলের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মাঝে গ্রুপিং চলে আসছিল। এরই প্রেক্ষিতে উপজেলা বিএনপির সহসভাপতি নুরুল আমিন চৌধুরী নেতৃত্বে বেশ কিছু নেতা-কর্মী উপজেলার শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন।
আহতরা বলেন, দলের ভেতর গ্রুপিং করে বিশৃঙ্খলাকারী সৃষ্টি করতে জেলা বিএনপির অর্থ সম্পাদক মো. আব্দুল্লাহর নেতৃত্বে তাঁর লালিত সন্ত্রাসীরা লেলিয়ে দিয়ে লাঠিসোঁটা নিয়ে ব্যাপক হামলা চালায়। তারা আরও বলেন, শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে সুশৃঙ্খলভাবে ফেরার পথে ফ্লিমি স্টাইলে মোটরসাইকেলযোগে এসে লাঠিসোঁটা, ইট দিয়ে তাঁদের ওপর হামলা চালিয়ে গুরুতর জখম করা হয়। এ সময় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
এদিকে নেতা-কর্মীরা এ হামলার তীব্র নিন্দা জানিয়ে সাংগঠনিকসহ আইনি ব্যবস্থা গ্রহণের দাবি তোলেন।
টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি মো. হাসান সিদ্দিকী জানান, বিএনপি নামধারী আব্দুল্লাহ আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে তাঁর পেট্রল পাম্পে অবস্থান করে সুশৃঙ্খল বিএনপি ও সহযোগী দলের নেতা-কর্মীদের ফেরার পথে হামলা চালান।
তবে এ ব্যাপারে জেলা বিএনপির অর্থ সম্পাদক আব্দুল্লাহ বলেন, ‘এসব বিষয় আমি অবগত নই। কেউ যদি মনগড়া অভিযোগ করে এতে কিছু বলার থাকে না।’
বরিশাল সদর উপজেলার কাশিপুরে লিটন সিকদার (৩৮) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে বাড়িতে আটকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ সময় লিটনের ভাই, বোন ও মাকেও পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। তাদের বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৩ মিনিট আগেনিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের ব্যানারে সরকারবিরোধী গোপন বৈঠক, শেখ হাসিনার ‘প্রত্যাবর্তন পরিকল্পনা’ ও রাজধানীতে প্রশিক্ষণমূলক কর্মকাণ্ড—সব মিলিয়ে ফের সরব হয়ে উঠেছে রাজনৈতিক নিষেধাজ্ঞা উপেক্ষাকারী একটি শক্তি। এই অভিযোগে বসুন্ধরা আবাসিক এলাকার একটি কনভেনশন সেন্টার থেকে সংঘবদ্ধভাবে পরিকল্পনার অভি
৩১ মিনিট আগেকিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার ঐতিহাসিক কুতুব শাহী মসজিদের পাকা দানবাক্স ভেঙে টাকা নিয়ে গেছে চোরের দল। গতকাল বুধবার রাতের কোনো একসময়ে দুর্বৃত্তরা মসজিদের প্রধান ফটকের সামনে ওই দানবাক্স ভেঙে লক্ষাধিক টাকা নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
১ ঘণ্টা আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘অদম্য-২৪’ উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পুরোনো ফজিলাতুন নেছা হলের সামনে স্তম্ভটি উদ্বোধন করেন শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। এটি দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ বলে জানানো হয় অনুষ্ঠানে।
১ ঘণ্টা আগে