নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীরা প্রতীক বরাদ্দ পাওয়ার পরই নেমেছেন প্রচারণায়। রাতারাতি গণসংযোগ, মাইকিংয়ের পাশাপাশি প্রার্থীদের পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে নগরী। নির্বাচনীর এমন ডামাডোলে নগরের প্রেস পাড়ায়ও বেড়েছে ব্যস্ততা। সংশ্লিষ্টরা বলছেন, এবার নির্বাচন উপলক্ষে ছাপাখানাগুলোতে প্রায় ২ কোটি টাকা লেনদেন হতে পারে।
গত সোমবার চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয় নির্বাচন কমিশন। সবগুলো আসন মিলে এবার ভোটের মাঠে ১২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রতীক বরাদ্দ পাওয়ার পরপরই ওই দিন বিকেল থেকেই বিশেষ করে সরকারি দল ও স্বতন্ত্র প্রার্থীরা প্রচারণা নেমেছেন। বিভিন্ন স্থানে মাইকিং, গণসংযোগ ও লিফলেট বিতরণের মাধ্যমে ভোট চাইছেন। রাতেই নগরের একাধিক এলাকায় প্রার্থীদের ব্যানার ও পোস্টারে ছেয়ে গেছে। প্রার্থীদের আরও হাজার হাজার পোস্টার ছাপানোর ব্যস্ততার সময় পাড় করছে নগরের প্রেস পাড়া খ্যাত আন্দরকিল্লা এলাকা।
প্রেসের কাজে নিয়োজিতরা বলছেন, সময়মতো গ্রাহকদের অর্ডার বুঝিয়ে দিতে অনেক ছাপাখানায় দুই শিফটে শ্রমিক নিয়োগ করেছে মালিকেরা। তবে আগের মতো আশানুরূপ অর্ডার পাওয়া যাচ্ছে না।
চট্টগ্রাম প্রেস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও অনি প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশনের স্বত্বাধিকারী আব্দুল্লাহ আল হারুণ বলেন, নির্বাচনকে সামনে রেখে এ সেক্টরে যে পরিমাণ কাজ হওয়ার কথা ছিল সেটা এখন নেই। তবে কিছু প্রেসে ব্যস্ততা আছে। কিন্তু অতীতের মতো নেই।
ঘোষিত তফসিল অনুযায়ী, ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। চট্টগ্রামে ১৬টি আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ইসলামিক ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ত্বরিকত ফেডারেশন, জাসদসহ কয়েকটি দল নির্বাচনে অংশ নিচ্ছে।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীরা প্রতীক বরাদ্দ পাওয়ার পরই নেমেছেন প্রচারণায়। রাতারাতি গণসংযোগ, মাইকিংয়ের পাশাপাশি প্রার্থীদের পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে নগরী। নির্বাচনীর এমন ডামাডোলে নগরের প্রেস পাড়ায়ও বেড়েছে ব্যস্ততা। সংশ্লিষ্টরা বলছেন, এবার নির্বাচন উপলক্ষে ছাপাখানাগুলোতে প্রায় ২ কোটি টাকা লেনদেন হতে পারে।
গত সোমবার চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয় নির্বাচন কমিশন। সবগুলো আসন মিলে এবার ভোটের মাঠে ১২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রতীক বরাদ্দ পাওয়ার পরপরই ওই দিন বিকেল থেকেই বিশেষ করে সরকারি দল ও স্বতন্ত্র প্রার্থীরা প্রচারণা নেমেছেন। বিভিন্ন স্থানে মাইকিং, গণসংযোগ ও লিফলেট বিতরণের মাধ্যমে ভোট চাইছেন। রাতেই নগরের একাধিক এলাকায় প্রার্থীদের ব্যানার ও পোস্টারে ছেয়ে গেছে। প্রার্থীদের আরও হাজার হাজার পোস্টার ছাপানোর ব্যস্ততার সময় পাড় করছে নগরের প্রেস পাড়া খ্যাত আন্দরকিল্লা এলাকা।
প্রেসের কাজে নিয়োজিতরা বলছেন, সময়মতো গ্রাহকদের অর্ডার বুঝিয়ে দিতে অনেক ছাপাখানায় দুই শিফটে শ্রমিক নিয়োগ করেছে মালিকেরা। তবে আগের মতো আশানুরূপ অর্ডার পাওয়া যাচ্ছে না।
চট্টগ্রাম প্রেস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও অনি প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশনের স্বত্বাধিকারী আব্দুল্লাহ আল হারুণ বলেন, নির্বাচনকে সামনে রেখে এ সেক্টরে যে পরিমাণ কাজ হওয়ার কথা ছিল সেটা এখন নেই। তবে কিছু প্রেসে ব্যস্ততা আছে। কিন্তু অতীতের মতো নেই।
ঘোষিত তফসিল অনুযায়ী, ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। চট্টগ্রামে ১৬টি আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ইসলামিক ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ত্বরিকত ফেডারেশন, জাসদসহ কয়েকটি দল নির্বাচনে অংশ নিচ্ছে।
কাইতাড়া গ্রামের বাসিন্দা মামুন হায়দার বলেন, এই সড়ক নির্মাণের পর আর সংস্কার হয়নি। তবুও চলাচলের যোগ্য ছিল। কিন্তু গত ৮ থেকে ১০ বছর স্থানীয় একাধিক বালু ব্যবসায়ীর ট্রাক চলাচল করতে গিয়ে সড়কে বড় বড় গর্ত তৈরি হয়েছে। যে কারণে সামান্য বৃষ্টি হলেই সড়কে পানি জমে বেহাল অবস্থায় পরিণত হয়।
২৯ মিনিট আগেকপাবিকের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, ‘গত ২২ জুলাই কাপ্তাই লেক প্রথমবারের মতো ১০০ ফুট MSL অতিক্রম করে। এরপর প্রতিদিনই পানি বাড়ছে। ২৬ জুলাই উচ্চতা ছিল ১০৩.৮১ ফুট। রোববার সকালে তা ১০৪.১৩ ফুট হয়েছে।’
৪০ মিনিট আগেউত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি বিমান বিধ্বস্তের ঘটনার কারণ, ক্ষয়ক্ষতি নিরূপণ, বিমানবন্দরের অতি নিকটবর্তী এলাকার স্থাপনা নির্মাণ এবং ফ্লাইং জোনের অবস্থানগত সঠিকতা ও নিরাপদ পরিচালন বিষয় পরীক্ষা করতে একটি তদন্ত কমিশন গঠন করেছে সরকার।
৪৩ মিনিট আগেস্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) ‘গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ’ প্রকল্পের আওতায় ৪০০ মিটার দীর্ঘ একটি আরসিসি সড়ক নির্মাণের জন্য গত বছরের ২৪ ডিসেম্বর ‘ফাতেমা ট্রেডার্স’ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেয়। ১০৫ দিনের মধ্যে কাজ শেষ করার শর্ত থাকলেও এখন পর্যন্ত কোনো কাজই শুরু হয়নি।
১ ঘণ্টা আগে