Ajker Patrika

নাসিরনগরে সামাজিক সম্প্রীতি সমাবেশ করেছে উপজেলা প্রশাসন 

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ১০: ০৯
নাসিরনগরে সামাজিক সম্প্রীতি সমাবেশ করেছে উপজেলা প্রশাসন 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ধর্মীয় সম্প্রীতি বন্ধনকে সুসংহত করার লক্ষ্যে সামাজিক সম্প্রীতি সমাবেশ আয়োজন করেছে উপজেলা প্রশাসন। গতকাল বুধবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সামাজিক সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম। 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, উপজেলা চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো. ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অসীম কুমার পাল, মুক্তিযোদ্ধা কার্তিক দাস, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহাগ রানা, উপজেলা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র চৌধুরী প্রমুখ। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ে তুলতে সব ধর্ম ও বর্ণের লোকদের আগের মতো একসঙ্গে মিলেমিশে ধর্মীয় সম্প্রীতির বন্ধন সুসংহত করে নাসিরনগর উপজেলাকে সামাজিক সম্প্রীতির মডেল তৈরি করতে হবে। 

এ সময় তাঁরা আরও বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজাকে অবাধ, সুষ্ঠু ও নিরাপত্তার জন্য আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। এ সময় সামাজিক সম্প্রীতি বিনষ্টকারী যে কোনো কার্যকলাপ থেকে সবাইকে বিরত থাকতে হবে। 

এই সমাবেশে উপজেলার ১৩টি ইউনিয়নের জনপ্রতিনিধি, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নেতারাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত