Ajker Patrika

দেশে ফিরে বিয়ে করার কথা ছিল সুমনের, ফিরল মরদেহ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ১১: ৪৩
দেশে ফিরে বিয়ে করার কথা ছিল সুমনের, ফিরল মরদেহ

জীবিকার তাগিদে ২০১৬ সালে কাতারে পাড়ি জমান ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মো. সুমন মিয়া (৩৫)। পরিবারের স্বপ্ন পূরণ করে বাড়ি নির্মাণের কাজ শুরু করেছিলেন দেশে। কিন্তু আজ সোমবার বেলা ১১টার দিকে সুমনের মরদেহ দেশে ফিরেছে। বাবা কান্নাজড়িত কণ্ঠে বলছেন, ‘আমার ধন এসে বিয়ে করার কথা ছিল, এইডা আল্লাহ কী করল।’ 

গত ৭ সেপ্টেম্বর কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি। পরে সরকারি নিয়ম অনুযায়ী সুমনের মরদেহ দেশে আনে পরিবার। সুমন মিয়া উপজেলার উত্তর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চানপুর দক্ষিণপাড়া মো. মান্নান মিয়ার বড় ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ি নির্মাণের কাজ শেষ করে পরিবারের বড় ছেলের বিয়ে ধুমধামে দেবেন বলে আশা ছিল মা-বাবার। ছেলের পাত্রী দেখাও শুরু করেছিলেন তাঁরা। কিন্তু ফিরল সুমনের মরদেহ! 

নিহত সুমনের বাবা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ধন এসে বিয়ে করার কথা ছিল, এইডা আল্লাহ কী করল! আমার সুমন এসেছে, কিন্তু সুমন কেন কথা বলে না!’ এদিকে সুমনের অকালমৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

স্থানীয় পল্লি চিকিৎসক মো. রতন ভূঁইয়া বলেন, ‘কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। অল্পতেই ঝড়ে গেল আমাদের এলাকার এই রেমিট্যান্স যোদ্ধা। কাতারে সে ভালো অবস্থানেই ছিল। পরিবারের সবাইকে আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান করুক।’ 

স্থানীয় ইউপি সদস্য অহিদ ভূঁইয়া বলেন, ‘ছেলেটা অনেক ভদ্র ছিল। পরিবারের বড় ছেলে হিসেবে যেটুকু কষ্ট করা দরকার, তা যথাযথই দায়িত্ব পালন করতে দেখেছি। সুমনের অকালমৃত্যু মেনে নিতে কষ্ট হচ্ছে। মহান আল্লাহ তাঁকে জান্নাত নসিব করুক।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত