Ajker Patrika

জানিপপ চেয়ারম্যান কলিমুল্লাহর বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ০১ জুন ২০২২, ১৯: ৩১
জানিপপ চেয়ারম্যান কলিমুল্লাহর বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিশ্চিত করতে ৬০ কোটি টাকা খরচ হয়েছে এমন মন্তব্যসহ আরও কিছু বিরূপ মন্তব্য করা হয়েছে যুক্তরাজ্যভিত্তিক ইউটিউব চ্যানেল টেবিল টক ইউকের আলোচনা সভায়। এর জেরে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা জানিপপের চেয়ারম্যান নাজমুল আহসান কলিমুল্লাহসহ তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাতকে জড়িয়ে মন্তব্য করায় মহানগর যুবলীগের আহ্বায়ক আবদুল্লা আল মাহমুদ সহিদ বাদী হয়ে এ মামলা করেন। আজ বুধবার চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে এ মামলা দায়ের করা হয়। 

ডিজিটাল নিরাপত্তা আইনে করা এ মামলায় কলিমুল্লাহ ও মনিরুল হক চৌধুরী ছাড়াও যুক্তরাজ্যভিত্তিক ইউটিউব চ্যানেল টেবিল টক ইউকের সঞ্চালক হাসিনা আক্তারকে আসামি করা হয়েছে। 

বাদীর আইনজীবী সাইমুম চৌধুরী জানান, চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবীর অভিযোগের বিষয়ে তদন্ত করে পুলিশের সাইবার ক্রাইম ইউনিটকে আগামী ১২ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন। 

বাদীর অভিযোগ, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত ‘প্রথমে ১৩ কোটি, তারপর ২০ কোটি, তারপর ৬০ কোটি টাকা দিয়ে মনোনয়ন কিনেছেন’ বলে ইউটিউবে প্রচারিত ওই টক শোতে মন্তব্য করেন কলিমুল্লাহ। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্ঠা মনিরুল হক চৌধুরী টক শোতে এ মন্তব্যর সমর্থন করেন। সঞ্চালক হাসিনা আক্তার ওই আলোচনায় ‘৬০ কোটি টাকা দিয়ে নমিনেশন ক্রয় করেছেন গডফাদার রিফাত’ শিরোনামে সংবাদ সামাজিক গণমাধ্যমে প্রচার করে। যেহেতু মনোনয়ন বোর্ডের প্রধান আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেহেতু এ ধরনের বক্তব্য তাঁর জন্য মানহানিকর। 

তা ছাড়া ওই আলোচনায় যুবলীগের নেতা সহিদের নামও ‘মনোনয়ন বাণিজ্যে জড়ানো হয়েছে’ বলে অভিযোগ করা হয়েছে মামলায়। 

ইউটিউবে ওই আলোচনা অনুষ্ঠান প্রচার করা হয় গত ২২ মে। সেখানে কলিমুল্লাহ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি মনিরুল হক চৌধুরীসহ আরও দুইজন অংশ নেন। 

মামলার বাদী আব্দুল্লা আল মাহমুদ সহিদ বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ অস্থিতিশীল করতে নীলনকশায় জড়িত হয়েছেন। এমন মন্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য মানহানিকর, স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার, কুসিক নির্বাচনের আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাতসহ আমার ব্যাক্তিগত, সামাজিক ও রাজনৈতিকভাবে সম্মানহানী হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

যুদ্ধবিরতি ঘোষণার কারণে এক্সে তোপের মুখে ভারতের পররাষ্ট্রসচিব ও তাঁর মেয়ে

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত