Ajker Patrika

লক্ষ্মীপুরে অসহায় রোগীরা পেলেন ৪৮ লাখ টাকার অনুদান

লক্ষ্মীপুর রায়পুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে অসহায় রোগীরা পেলেন ৪৮ লাখ টাকার অনুদান

লক্ষ্মীপুরে অসহায় ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তরা ৪৮ লাখ ১৫ হাজার টাকার সরকারি অনুদানের চেক পেয়েছেন। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে চেকগুলো তুলে দেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ। 

লক্ষ্মীপুর জেলার সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. নুরুল ইসলাম পাটওয়ারী বলেন, ‘ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে পক্ষাঘাতগ্রস্ত, জন্মগত হৃদ্‌রোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৯০ জনের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ৪৫ লাখ টাকা অনুদিন প্রদান করেন। এ ছাড়াও অসহায়, গরিব ও দুস্থ আরও ৩৯ জনের মাঝে জাতীয় সমাজকল্যাণ পরিষদের আর্থিক অনুদানের ৩ লাখ ১৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।’ 

মো. নুরুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুরে আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ মাহবুবুর রহমান প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত