প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম)
হাজিরা খাতায় স্বাক্ষর ও টিকা নিয়ে জালিয়াতির অভিযোগে সম্প্রতি সাময়িক বরখাস্ত করা হয়েছে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট রবিউল হোসেনকে। এবার তাঁর স্ত্রী কুলসুমা আকতারের বিরুদ্ধেও উঠেছে অভিযোগ। এ নিয়ে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য বিভাগ।
গতকাল বুধবার পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সব্যসাচী নাথ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
তদন্ত কমিটির প্রধান করা পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট ডা. প্রবাল চক্রবর্তী। এ ছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাদিয়া আকতারকে সদস্যসচিব এবং আশিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সহকারী সার্জন ডা. রাজীব দে'কে কমিটির সদস্য করা হয়েছে।
পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার সব্যসাচী নাথ জানান, স্বাস্থ্য বিভাগের আদেশে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এর আগে গত ৮ আগস্ট সিভিল সার্জন ডাক্তার শেখ ফজলে রাব্বি স্বাক্ষরিত এক চিঠিতে তদন্ত কমিটি করার নির্দেশনা দেওয়া হয়।
তদন্ত কমিটির সদস্যসচিব ও পটিয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সাদিয়া আকতার বলেন, `আমরা আজ থেকে তদন্তকাজ শুরু করেছি। তবে আমাদেরকে কমিটির এক সদস্য করোনা পজিটিভ হওয়ায় তিনি বাসা আইসোলেশনে থেকে আমাদের সাথে ভার্সুয়ালি তদন্তকাজে সহযোগিতা করবেন। আশা করছি নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত রির্পোট জমা দিতে পারব।'
উল্লেখ্য, চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. রবিউল হোসেন প্রশাসনের অনুমতি না নিয়ে উপজেলার শোভনদন্ডী ইউনিয়নে দুই দিন ব্যাপী টিকা কার্যক্রম পরিচালনা করার অভিযোগ রয়েছে। এ ছাড়া তার স্ত্রী স্বাস্থ্য সহকারী কুলসুমা আকতার অনুপস্থিত থাকলেও রবিউল নিজেই হাজিরা দিয়ে দেন বলে অভিযোগ পাওয়া যায়। মাসখানেক আগে ঊর্ধ্বতনের কাছে লিখিতভাবে এসব অভিযোগ করেছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা (ইউএইচএফপি) ডাক্তার সব্যসাচী নাথ।
হাজিরা খাতায় স্বাক্ষর ও টিকা নিয়ে জালিয়াতির অভিযোগে সম্প্রতি সাময়িক বরখাস্ত করা হয়েছে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট রবিউল হোসেনকে। এবার তাঁর স্ত্রী কুলসুমা আকতারের বিরুদ্ধেও উঠেছে অভিযোগ। এ নিয়ে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য বিভাগ।
গতকাল বুধবার পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সব্যসাচী নাথ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
তদন্ত কমিটির প্রধান করা পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট ডা. প্রবাল চক্রবর্তী। এ ছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাদিয়া আকতারকে সদস্যসচিব এবং আশিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সহকারী সার্জন ডা. রাজীব দে'কে কমিটির সদস্য করা হয়েছে।
পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার সব্যসাচী নাথ জানান, স্বাস্থ্য বিভাগের আদেশে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এর আগে গত ৮ আগস্ট সিভিল সার্জন ডাক্তার শেখ ফজলে রাব্বি স্বাক্ষরিত এক চিঠিতে তদন্ত কমিটি করার নির্দেশনা দেওয়া হয়।
তদন্ত কমিটির সদস্যসচিব ও পটিয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সাদিয়া আকতার বলেন, `আমরা আজ থেকে তদন্তকাজ শুরু করেছি। তবে আমাদেরকে কমিটির এক সদস্য করোনা পজিটিভ হওয়ায় তিনি বাসা আইসোলেশনে থেকে আমাদের সাথে ভার্সুয়ালি তদন্তকাজে সহযোগিতা করবেন। আশা করছি নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত রির্পোট জমা দিতে পারব।'
উল্লেখ্য, চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. রবিউল হোসেন প্রশাসনের অনুমতি না নিয়ে উপজেলার শোভনদন্ডী ইউনিয়নে দুই দিন ব্যাপী টিকা কার্যক্রম পরিচালনা করার অভিযোগ রয়েছে। এ ছাড়া তার স্ত্রী স্বাস্থ্য সহকারী কুলসুমা আকতার অনুপস্থিত থাকলেও রবিউল নিজেই হাজিরা দিয়ে দেন বলে অভিযোগ পাওয়া যায়। মাসখানেক আগে ঊর্ধ্বতনের কাছে লিখিতভাবে এসব অভিযোগ করেছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা (ইউএইচএফপি) ডাক্তার সব্যসাচী নাথ।
রংপুর বিভাগের আট জেলার ২ কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতাল রয়েছে ৬৫টি। এসব হাসপাতালে চিকিৎসকের মোট পদ ১ হাজার ২১৪টি। কিন্তু বর্তমানে কর্মরত ৫৩১ জন, পদ শূন্য ৬৮৩টি। চাহিদার অর্ধেকেরও কম জনবল থাকায় হাসপাতালগুলোয় চিকিৎসা কার্যক্রম চরমভাবে বিঘ্নিত হচ্ছে। সেবাপ্রার্থীদের বাধ্য...
১ ঘণ্টা আগেঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জলাতঙ্ক প্রতিরোধী টিকার সংকট দেখা দিয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন রোগীরা। নিরুপায় হয়ে কেউ কেউ চড়া দামে বাইরে থেকে কিনছেন, কেউ আবার টিকা না পাওয়ার ভুগছেন দুশ্চিন্তায়।
১ ঘণ্টা আগেঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস আজ শুক্রবার। পদ্মার উজানে ভারতের ফারাক্কা ব্যারাজ তৈরি করে পানি প্রত্যাহারের প্রতিবাদে ১৯৭৬ সালের এই দিনে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে বাংলাদেশের লক্ষাধিক মানুষ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জমায়েত হয়েছিলেন। এখান থেকেই সেদিন মরণ বাঁধ ফারাক্কা অভিমুখে...
১ ঘণ্টা আগে