Ajker Patrika

পটিয়ায় বরখাস্ত রবিউলের স্ত্রীর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম)
পটিয়ায় বরখাস্ত রবিউলের স্ত্রীর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

হাজিরা খাতায় স্বাক্ষর ও টিকা নিয়ে জালিয়াতির অভিযোগে সম্প্রতি সাময়িক বরখাস্ত করা হয়েছে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট রবিউল হোসেনকে। এবার তাঁর স্ত্রী কুলসুমা আকতারের বিরুদ্ধেও উঠেছে অভিযোগ। এ নিয়ে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য বিভাগ। 

গতকাল বুধবার পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সব্যসাচী নাথ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। 

তদন্ত কমিটির প্রধান করা পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট ডা. প্রবাল চক্রবর্তী। এ ছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাদিয়া আকতারকে সদস্যসচিব এবং আশিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সহকারী সার্জন ডা. রাজীব দে'কে কমিটির সদস্য করা হয়েছে। 

পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার সব্যসাচী নাথ জানান, স্বাস্থ্য বিভাগের আদেশে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এর আগে গত ৮ আগস্ট সিভিল সার্জন ডাক্তার শেখ ফজলে রাব্বি স্বাক্ষরিত এক চিঠিতে তদন্ত কমিটি করার নির্দেশনা দেওয়া হয়। 

তদন্ত কমিটির সদস্যসচিব ও পটিয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সাদিয়া আকতার বলেন, `আমরা আজ থেকে তদন্তকাজ শুরু করেছি। তবে আমাদেরকে কমিটির এক সদস্য করোনা পজিটিভ হওয়ায় তিনি বাসা আইসোলেশনে থেকে আমাদের সাথে ভার্সুয়ালি তদন্তকাজে সহযোগিতা করবেন। আশা করছি নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত রির্পোট জমা দিতে পারব।' 

উল্লেখ্য, চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. রবিউল হোসেন প্রশাসনের অনুমতি না নিয়ে উপজেলার শোভনদন্ডী ইউনিয়নে দুই দিন ব্যাপী টিকা কার্যক্রম পরিচালনা করার অভিযোগ রয়েছে। এ ছাড়া তার স্ত্রী স্বাস্থ্য সহকারী কুলসুমা আকতার অনুপস্থিত থাকলেও রবিউল নিজেই হাজিরা দিয়ে দেন বলে অভিযোগ পাওয়া যায়। মাসখানেক আগে ঊর্ধ্বতনের কাছে লিখিতভাবে এসব অভিযোগ করেছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা (ইউএইচএফপি) ডাক্তার সব্যসাচী নাথ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত