কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সম্প্রসারিত মন্ত্রিসভায় স্থান পেয়েছেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মেয়ে ওয়াসিকা আয়শা খান। গতকাল শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে অর্থ প্রতিমন্ত্রী হিসেবে তিনি শপথ নেন। ওয়াসিকা আয়শার প্রতিমন্ত্রী হওয়ার খবরে আনন্দে ভাসছেন আনোয়ারা উপজেলার আওয়ামী লীগের বিভিন্ন নেতা-কর্মী। এ উপলক্ষে উপজেলার বিভিন্ন হাটে-বাজারে মিষ্টি বিতরণ করা হয়েছে।
রাজনীতির মাঠে বেশ পরিচিত ওয়াসিকা আয়শা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য। এ ছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। গতকাল শুক্রবার শপথ নেওয়ার আগে গত বৃহস্পতিবার রাতে মোবাইল ফোনে তাঁকে শপথ নেওয়ার জন্য আমন্ত্রণ জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।
ওয়াসিকা আয়শা প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় আনোয়ারায় মিষ্টি বিতরণ করেছেন উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। গতকাল শুক্রবার রাতে উপজেলার সিইউএফএল বাজার এলাকায় আওয়ামী লীগ কর্মী ও জনসাধারণের মাঝে এই মিষ্টি বিতরণ করা হয়।
ওয়াসিকা আয়শাকে অভিনন্দন জানিয়ে আনোয়ারা উপজেলা যুবলীগের সাবেক নেতা নাজিম উদ্দিন ছোটন বলেন, ‘বিগত দিনে এমপি ওয়াসিকা গৃহহীন পরিবারকে ঘর নির্মাণ, গ্রামীণ সড়ক, কমিউনিটি ক্লিনিকের ওয়াশ ব্লক, মসজিদ-মন্দিরের গভীর নলকূপ, কালভার্ট ও কবরস্থানের গাইড ওয়ালসহ বিভিন্ন উন্নয়ন করেছেন। আমাদের প্রত্যাশা, এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।’
আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা স্বপন দত্ত বলেন, ‘দেশের ইতিহাসে প্রথম নারী হিসেবে অর্থ প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আমাদের উপজেলার কন্যা ওয়াসিকা। আমাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে। প্রতিমন্ত্রী পেয়েছি। এই আনন্দে খুশির বন্যা বইছে পুরো চট্টগ্রামে। আমি তাঁর বাবা আওয়ামী লীগের আমৃত্যু প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান খান কায়সার সাহেবের সঙ্গে দীর্ঘদিন রাজনীতি করেছি। তাঁরই কন্যা ওয়াসিকা আয়শা খান এমপি অত্যন্ত সৎ ব্যক্তি।’
স্থানীয় আওয়ামী লীগের লোকজন জানান, ওয়াসিকা আয়শা খান বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা সম্পাদক। তিনি সাবেক রাষ্ট্রদূত বাংলাদেশ আওয়ামী লীগের আমৃত্যু প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান কায়সারের মেয়ে। প্রতিমন্ত্রীর মা বেগম নিলুফার কায়সার ছিলেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী।
ওয়াসিকা আয়শা খান জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৩১ থেকে সদস্য হয়েছেন। তিনি সংরক্ষিত নারী আসনে ২০১৪ সালে প্রথমবার, ২০১৮ সালে দ্বিতীয়বার এবং সর্বশেষ ২০২৪ সালে তৃতীয়বারের মতো দ্বাদশ সংসদের সংরক্ষিত আসনের সদস্য হন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সম্প্রসারিত মন্ত্রিসভায় স্থান পেয়েছেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মেয়ে ওয়াসিকা আয়শা খান। গতকাল শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে অর্থ প্রতিমন্ত্রী হিসেবে তিনি শপথ নেন। ওয়াসিকা আয়শার প্রতিমন্ত্রী হওয়ার খবরে আনন্দে ভাসছেন আনোয়ারা উপজেলার আওয়ামী লীগের বিভিন্ন নেতা-কর্মী। এ উপলক্ষে উপজেলার বিভিন্ন হাটে-বাজারে মিষ্টি বিতরণ করা হয়েছে।
রাজনীতির মাঠে বেশ পরিচিত ওয়াসিকা আয়শা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য। এ ছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। গতকাল শুক্রবার শপথ নেওয়ার আগে গত বৃহস্পতিবার রাতে মোবাইল ফোনে তাঁকে শপথ নেওয়ার জন্য আমন্ত্রণ জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।
ওয়াসিকা আয়শা প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় আনোয়ারায় মিষ্টি বিতরণ করেছেন উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। গতকাল শুক্রবার রাতে উপজেলার সিইউএফএল বাজার এলাকায় আওয়ামী লীগ কর্মী ও জনসাধারণের মাঝে এই মিষ্টি বিতরণ করা হয়।
ওয়াসিকা আয়শাকে অভিনন্দন জানিয়ে আনোয়ারা উপজেলা যুবলীগের সাবেক নেতা নাজিম উদ্দিন ছোটন বলেন, ‘বিগত দিনে এমপি ওয়াসিকা গৃহহীন পরিবারকে ঘর নির্মাণ, গ্রামীণ সড়ক, কমিউনিটি ক্লিনিকের ওয়াশ ব্লক, মসজিদ-মন্দিরের গভীর নলকূপ, কালভার্ট ও কবরস্থানের গাইড ওয়ালসহ বিভিন্ন উন্নয়ন করেছেন। আমাদের প্রত্যাশা, এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।’
আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা স্বপন দত্ত বলেন, ‘দেশের ইতিহাসে প্রথম নারী হিসেবে অর্থ প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আমাদের উপজেলার কন্যা ওয়াসিকা। আমাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে। প্রতিমন্ত্রী পেয়েছি। এই আনন্দে খুশির বন্যা বইছে পুরো চট্টগ্রামে। আমি তাঁর বাবা আওয়ামী লীগের আমৃত্যু প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান খান কায়সার সাহেবের সঙ্গে দীর্ঘদিন রাজনীতি করেছি। তাঁরই কন্যা ওয়াসিকা আয়শা খান এমপি অত্যন্ত সৎ ব্যক্তি।’
স্থানীয় আওয়ামী লীগের লোকজন জানান, ওয়াসিকা আয়শা খান বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা সম্পাদক। তিনি সাবেক রাষ্ট্রদূত বাংলাদেশ আওয়ামী লীগের আমৃত্যু প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান কায়সারের মেয়ে। প্রতিমন্ত্রীর মা বেগম নিলুফার কায়সার ছিলেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী।
ওয়াসিকা আয়শা খান জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৩১ থেকে সদস্য হয়েছেন। তিনি সংরক্ষিত নারী আসনে ২০১৪ সালে প্রথমবার, ২০১৮ সালে দ্বিতীয়বার এবং সর্বশেষ ২০২৪ সালে তৃতীয়বারের মতো দ্বাদশ সংসদের সংরক্ষিত আসনের সদস্য হন।
ময়মনসিংহের ভালুকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক আরোহী নিহত হয়েছেন। তাঁর নাম জাহিদ হাসান (৪০)। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার তামাট-বাটাজোর সড়কের তামাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
৯ মিনিট আগেপিরোজপুরে আব্দুল্লাহ আল নোমান গাজী নামের এক কলেজশিক্ষার্থীকে কুপিয়ে জখম করা হয়েছে। তাঁর স্বজনদের অভিযোগ, স্থানীয় এক যুবককে মাদক কারাবারে বাধা দেওয়ার ক্ষোভে নোমানের ওপর এই হামলা চালানো হয়। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে পিরোজপুর পৌরসভার ঝাটকাঠি সাহেবপাড়া এলাকায় গাজী এন্টারপ্রাইজ নামের একটি...
২২ মিনিট আগেনরসিংদীতে পাওনার ৫০০ টাকার জন্য ইসমাইল হোসেন (৩৫) নামের এক দিনমজুরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত ৮টার দিকে পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের খিলপাড়া (পূবালী বাজার) এলাকায় এই ঘটনা ঘটে। ইসমাইল হোসেন জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর এলাকার মোতালিব মিয়ার ছেলে।
১ ঘণ্টা আগেচাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি দিঘির মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে। তিনি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম।
৮ ঘণ্টা আগে