Ajker Patrika

চিরকুটে-ভিডিওতে স্বামী, দেবর ও শাশুড়ির নির্যাতনের বিচার চেয়ে গৃহবধূর ‘আত্মহত্যা’

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
চিরকুটে-ভিডিওতে স্বামী, দেবর ও শাশুড়ির নির্যাতনের বিচার চেয়ে গৃহবধূর ‘আত্মহত্যা’

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিউটি আক্তার (২১) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। চিরকুটে-ভিডিওতে স্বামী, দেবর ও শাশুড়ির নির্যাতনের বিচার চেয়ে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

আজ শনিবার সকালে ওই গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

এর আগে শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণপাড়ায় ওই কিশোরীর বাবার বাড়িতে এই ঘটনা ঘটে। এরপর রাতে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বিউটি আক্তার কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন গ্রামের মামুন মিয়ার মেয়ে এবং বুড়িচং উপজেলার ভারেল্লা গ্রামের নাজমুল হাসানের স্ত্রী।

গৃহবধূর পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন বছর আগে বুড়িচং উপজেলার ভারেল্লা গ্রামের মৃত ছফিউল্লাহের ছেলে নাজমুল হাসানের সঙ্গে বিয়ে হয় বিউটির। বিয়ের পর থেকেই স্বামী সৌদি আরবে চলে যান। স্বামীর বাড়িতেই থাকতেন বিউটি আক্তার। মাঝে মধ্যে বাবার বাড়িতে বেড়াতে আসতেন।

বিয়ের পর থেকেই তার ওপর বিভিন্ন মানসিক নির্যাতন চালাতেন দেবর সাইফুল ইসলাম, শাশুড়ি হিরোনা বেগম ও ফোনকলে স্বামী নাজমুল হাসান। তাকে প্রায়ই চোর উপাধি এবং তার বিরুদ্ধে নানা অভিযোগ দিতেন তাঁরা। বিষয়টি নিয়ে স্বামী মোবাইলে প্রায়ই তাকে মানসিক নির্যাতন করতেন। কিছুদিন আগে বিউটি আক্তার তাঁর বাবার বাড়িতে বেড়াতে আসেন। গতকাল শুক্রবার বিউটি আক্তারের বাবার বাড়ির লোকজন বাইরে বেড়াতে গিয়েছিল। তাঁর বাবা বাড়িতে থাকলেও তিনি বিকেলে তিনি ফসলের মাঠে গিয়েছিলেন।

গৃহবধূর লেখা চিরকুট ও তার ব্যবহৃত মোবাইল উদ্ধার করেছে পুলিশতাঁর বাবা বাড়িতে ফিরে এসে ঘরের ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পান। এরপর পেছনের জানালা দিয়ে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মেয়ের ঝুলন্ত লাশ দেখেন। পরে বাড়ির অন্য লোকজন দৌড়ে এসে ঘরের দরজা ভেঙে লাশ উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় তাঁর লাশের পাশে একটি চিরকুট ও একটি মোবাইল পায় পুলিশ।

চিরকুটে লেখে হয়, ‘দেবরের কারনে আমার সংসারটা শেষ হয়ে গেল। আমার শাশুড়ির জন্য আজ আমার এই দশা, আল্লাহ যেন এমন শাশুড়ী আর কোন মেয়েকে না দেয়। আর এমন জামাইও না দেয়। আল্লাহ যেন ওদের হেদায়েত করে। ওরা আমার মা-বাবাকে অনেক কস্ট দিছে, অপমানও করেছে। নাজমুল (তাঁর স্বামী) আমার জীবনটা নষ্ট করে দিছে। মা আমাকে মাফ করে দিয়, আপনারা আমার মাকে সান্তনা দিবেন। আমার শাশুড়ীর এত সেবার পরও উনি আমাকে সবার সামনে চোর বানাইছে, আল্লাহ যেন ওদের বিচার করে।’

গৃহবধূর বাবা মামুন মিয়া বলেন, ‘বিয়ের পর থেকে আমার মেয়ে বিউটি ওপর শ্বশুর বাড়ির লোকজন মানসিক নির্যাতন করত। সেই নির্যাতনের জ্বালা সইতে না পেরে বিউটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মারা যাওয়ার কারণ একটি চিরকুটে লিখে ও মোবাইল ফোনে ভিডিও রেকর্ডিং করে গেছেন। আমার মেয়ের নির্যাতনকারীদের বিচার চাই।’

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, ‘বিউটি আক্তার নামের এক গৃহবধূ তাঁর বাবার বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। লাশের পাশেই একটি চিরকুট লেখা ও একটি মোবাইল পাওয়া গেছে। মোবাইলেও একটি ভিডিও রেকর্ডিং পাওয়া গেছে। এগুলো বিচার বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত