Ajker Patrika

সার্ভেয়ার আতিকের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা দুদকের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সার্ভেয়ার আতিকের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা দুদকের 

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘুষের ২৩ লাখ ৬৩ হাজার ৯০০ টাকাসহ আটক কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার আতিকুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন বাদী হয়ে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে মামলাটি করেন।

মামলাটি নথিভুক্ত করেন দুর্নীতি দমন কমিশন কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মুনিরুল ইসলাম। টাকাসহ আটক আতিকুর রহমান সিরাজগঞ্জ জেলার মীরপুর দক্ষিণ এলাকার মো. আবদুর রহমানের ছেলে।

গত শনিবার বিকেলে আতিকুর রহমানকে ৫৪ ধারায় আদালতে সোপর্দ করে কক্সবাজার সদর মডেল থানা-পুলিশ। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ জানিয়েছিলেন, ‘মামলার পাশাপাশি সার্ভেয়ার আতিকুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যে তা শুরু হয়েছে। তিনি কীভাবে, কোথা থেকে এত টাকা পেলেন এবং তা ঢাকায় কেন নিয়ে গেছেন-সব বিষয়ে তদন্ত শুরু হয়েছে।’

উল্লেখ্য, গত শক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ব্যাগ ভর্তি ২৩ লাখ ৬৩ হাজার ৯০০ টাকা নিয়ে ঢাকা শাহজালাল (র:) আন্তর্জাতিক বিমানবন্দরে সার্ভেয়ার আতিকুর রহমান আটক হন। বিমানবন্দর থেকেই তাঁকে কক্সবাজারে ফেরত পাঠানো হয়। শুক্রবার রাতে আতিকুরকে কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করে কক্সবাজার জেলা প্রশাসন। পরে শনিবার বিকেলে ৫৪ ধারায় তাঁকে থানা-পুলিশ আদালতে সোপর্দ করলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

৪ দাবি নিয়ে মার্কিন চাপ, বাংলাদেশের সায় ৩ শর্তে

রাজশাহী টেক্সটাইল মিলসে তৈরি হচ্ছে মানিব্যাগ, জুতা

রাবিতে শিক্ষক নিয়োগে জামায়াত নেতার সুপারিশ, উপ-উপাচার্যের ফেসবুক থেকে ভাইরাল

স্ত্রীকে ঘরে রেখে তালা দিয়ে পুড়িয়ে মারলেন স্বামী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত