মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিলে গাড়ি ভাঙচুর ও মহাসড়কে যানবাহন চলাচলে বাধাগ্রস্ত করার ঘটনায় মামলা হয়েছে। ইতিমধ্যে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
আজ বুধবার ৯ নম্বর মিরসরাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুল আজিজ বাদী হয়ে মামলা করেছেন। ৬০ জন অজ্ঞাত ৪৪ জন এজাহার নামীয়সহ মোট ১০৪ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন—থানা জামায়াতের প্রশিক্ষণ সম্পাদক কাজী আবু বকর, জামায়াত মিরসরাই পৌরসভার সাবেক সভাপতি পিরজাদা কফিল উদ্দিন লতিফী ও মায়ানি ইউনিয়ন জামায়াত সভাপতি মো. সাহাবুদ্দিন। বুধবার সকালে তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার সকালে মিরসরাই থানার সুফিয়ারোড এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন ও নেতৃবৃন্দের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, জামায়াতের চট্টগ্রাম উত্তর জেলা আমির অধ্যাপক নুরুল আমিন চৌধুরী ও চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. আলাউদ্দিন সিকদারের নেতৃত্বে অধিকাংশ মাথায় টুপি, মুখে মাস্ক পড়ে কেয়ার টেকার সরকার প্রতিষ্ঠা, আমিরে জামায়াতসহ রাজনৈতিক নেতা-কর্মী, আলেম-উলামাদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিলকরে। ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবর’ গানসহ সরকার বিরোধী বিভিন্ন উসকানিমূলক গান দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। এ সময় মহাসড়কে যানবাহন চলাচলে বাধাগ্রস্ত ও গাড়ি ভাঙচুর করে অরাজকতা পরিবেশ সৃষ্টি করে।
মামলার তদন্ত কর্মকর্তা আবদুল বাতেন জানান, জামায়াতের মিছিল পুলিশ যাওয়ার আগে শেষ হয়ে যায়। আমরা গিয়ে কাউকে ঘটনাস্থলে পাইনি। সড়কে কোনো গাড়িও ছিল না, যানজটও ছিল না।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, এ ঘটনায় মিরসরাই থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। পুলিশ বাদীর অভিযোগ তদন্ত করছে। তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
চট্টগ্রামের মিরসরাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিলে গাড়ি ভাঙচুর ও মহাসড়কে যানবাহন চলাচলে বাধাগ্রস্ত করার ঘটনায় মামলা হয়েছে। ইতিমধ্যে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
আজ বুধবার ৯ নম্বর মিরসরাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুল আজিজ বাদী হয়ে মামলা করেছেন। ৬০ জন অজ্ঞাত ৪৪ জন এজাহার নামীয়সহ মোট ১০৪ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন—থানা জামায়াতের প্রশিক্ষণ সম্পাদক কাজী আবু বকর, জামায়াত মিরসরাই পৌরসভার সাবেক সভাপতি পিরজাদা কফিল উদ্দিন লতিফী ও মায়ানি ইউনিয়ন জামায়াত সভাপতি মো. সাহাবুদ্দিন। বুধবার সকালে তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার সকালে মিরসরাই থানার সুফিয়ারোড এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন ও নেতৃবৃন্দের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, জামায়াতের চট্টগ্রাম উত্তর জেলা আমির অধ্যাপক নুরুল আমিন চৌধুরী ও চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. আলাউদ্দিন সিকদারের নেতৃত্বে অধিকাংশ মাথায় টুপি, মুখে মাস্ক পড়ে কেয়ার টেকার সরকার প্রতিষ্ঠা, আমিরে জামায়াতসহ রাজনৈতিক নেতা-কর্মী, আলেম-উলামাদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিলকরে। ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবর’ গানসহ সরকার বিরোধী বিভিন্ন উসকানিমূলক গান দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। এ সময় মহাসড়কে যানবাহন চলাচলে বাধাগ্রস্ত ও গাড়ি ভাঙচুর করে অরাজকতা পরিবেশ সৃষ্টি করে।
মামলার তদন্ত কর্মকর্তা আবদুল বাতেন জানান, জামায়াতের মিছিল পুলিশ যাওয়ার আগে শেষ হয়ে যায়। আমরা গিয়ে কাউকে ঘটনাস্থলে পাইনি। সড়কে কোনো গাড়িও ছিল না, যানজটও ছিল না।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, এ ঘটনায় মিরসরাই থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। পুলিশ বাদীর অভিযোগ তদন্ত করছে। তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
রিমান্ড আবেদনে মোখলেসুর রহমান বলেন, জানে আলম অপুর নেতৃত্বেই শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি হয়। ঘটনার সময় পাঁচজন গ্রেপ্তার হলেও অপু সেখান থেকে পালিয়ে যান। তাঁর নেতৃত্বে একটি সংঘবদ্ধ দল দেশের বিরাজমান পরিস্থিতিতে গুলশানের বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চাঁদা আদায় করে আসছিলেন। অপু ও তাঁর সহযোগীরা এতটাই
১৭ মিনিট আগেমাদারীপুরে কুমার নদে বালু উত্তোলনকারীদের ধাওয়া দিয়ে তাড়িয়ে ড্রেজার মেশিনে আগুন ধরিয়ে দিয়েছে উত্তেজিত জনতা। গতকাল শুক্রবার গভীর রাতে সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের শ্রীনদী ইউনিয়নের রায়েরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
৩০ মিনিট আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জ এবং ত্রিশালে পৃথক দুটি ধর্ষণ মামলার দুজন আসামিকে গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। শনিবার (২ আগস্ট) দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব।
৩৪ মিনিট আগেকক্সবাজারের রামু উপজেলার রশিদ নগরে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে একই পরিবারের ৪ জনসহ অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুটি শিশু, দুই নারী রয়েছেন।
৩৭ মিনিট আগে