Ajker Patrika

৭ কিলোমিটার দৌড়ে ৭ বীরশ্রেষ্ঠকে শ্রদ্ধা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ২১: ৪৫
৭ কিলোমিটার দৌড়ে ৭ বীরশ্রেষ্ঠকে শ্রদ্ধা

সাত বীরশ্রেষ্ঠর প্রতি ব্যতিক্রমভাবে শ্রদ্ধা জানানো হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়। আজ বৃহস্পতিবার বিজয় দিবসের প্রথম প্রহরে সাত কিলোমিটার দৌড়ে গিয়ে সাত বীরশ্রেষ্ঠের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে জমসেদ শাহ্ ও বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের সমাধি নিয়মিত পরিচ্ছন্ন রাখা ফুলবানু নামে এক নারীকে সম্মাননা জানানো হয়।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা পরিষদ চত্বর থেকে দৌড় শুরু করেন ৬৩ জন। এ কর্মসূচির উদ্বোধন করেন পৌর মেয়র ও উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. তাকজিল খলিফা কাজল। আখাউড়া রানার্স নামে একটি সংগঠন এ ব্যতিক্রম অনুষ্ঠানের আয়োজন করে।

অংশগ্রহণকারীরা উপজেলার প্রধান সড়ক হয়ে দরুইনে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামালের সমাধিতে যান। সেখানে প্রথমে জাতীয় সংগীত গাওয়া হয়। পরে সাত বীরশ্রেষ্ঠর প্রতিকৃতিতে তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পাশাপাশি শহীদ সিপাহি মোস্তফা কামালের সমাধিতে শ্রদ্ধা জানানো হয়।

দৌড়ে অংশ নেওয়া সামিয়া আক্তার বলেন, ‘আর কখনো জাতির বীর সন্তানদের প্রতি এভাবে শ্রদ্ধা জানাতে আসিনি। বিষয়টি আমার কাছে খুব ভালো লেগেছে।’ 

জাহিদ হাসান ফারদিন বলেন, ‘আমি আবেগাপ্লুত। এমন ব্যতিক্রম আয়োজন সত্যিই আমার কাছে খুব ভালো লাগছে। আমরা সবাই সুন্দরভাবে দৌড়ে আসতে পেরেছি।’ 

উদ্যোক্তাদের অন্যতম মারিয়াম তাবাসসুম বলেন, ‘তরুণ প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনাকে শাণিত করতে আমাদের এ আয়োজন। ৫০ জনকে নিয়ে আমাদের এ আয়োজন করার কথা থাকলেও বেশ কয়েকজন তরুণীসহ এ সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৬৩ তে। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতে আমরা আরও ব্যতিক্রম কিছু নিয়ে হাজির হব।’  

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, আখাউড়া থানার ওসি মো. মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জমসেদ শাহ্, আখাউড়া প্রেসক্লাবের সভাপতি মো. মানিক মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসরিন শফিক আলেয়া প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত