নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিক্রি করে আমরা কোনো কিছু হতে দেব না। বাংলাদেশ প্রশ্নে আমরা আপসহীন। মাথা ঠান্ডা রেখে, সজাগ থেকে আমাদের সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে হবে।
আজ শনিবার (১০ মে) বিকেলে নগরের টাইগারপাস মোড়-সংলগ্ন পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।
বিএনপির মহাসচিব বলেন, ‘অস্বাভাবিক সময় পার করছে দেশ। হাসিনা পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা এখনো রয়ে গেছে। দেশকে তারা অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র করছে। তবে তরুণদের সামনে তারা সফল হবে না। তরুণেরা ফ্যাসিস্ট হাসিনাকে এ দেশ থেকে তাড়িয়েছে। এই তরুণেরা আবার জেগে উঠেছে। বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য তরুণদের বাকি কাজ সম্পন্ন করতে হবে। সহনশীলতা ও ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।
মির্জা ফখরুল বলেন, ‘আমাদের নেতা বলেছিলেন, ফয়সালা হবে কোথায়? রাজপথে। হয়েছে কি ফয়সালা? ওনি বলেছিলেন, টেকব্যাক-টেকব্যাক। এবার বলেছেন, সবার আগে বাংলাদেশ। আমরা একটা দেশ চাই, গণতান্ত্রিক দেশ। যেখানে আমি আমার কথা বলতে পারব। অন্য ভাইও তাঁর কথা বলতে পারবেন। সোজা হিসাব—বাংলাদেশের মানুষ গণতন্ত্র চায়। এই গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।’
তিনি বলেন, ‘আমরা তো বুড়ো হয়ে যাচ্ছি। কিন্তু আমরা দেখে যেতে চাই একটা সুন্দর, সত্যিকার অর্থে সমৃদ্ধ বাংলাদেশ। যেখানে মানুষ মানুষকে ভালোবাসবে। যেখানে প্রেম থাকবে, সম্প্রীতি থাকবে। আর বাংলাদেশের মাথাটা উঁচু থাকবে। পতাকাটা পতপত করে উড়বে। সেই বাংলাদেশ আমরা দেখতে চাই।’
বিএনপির মহাসচিব বলেন, ‘একাত্তর সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধ শুরু করেছিলেন একটি স্বাধীন, মুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য। আমাদের দেশনেত্রী খালেদা জিয়া আপসহীন মনোভাব নিয়ে দীর্ঘ ৯ বছর বাউলের সংগীত গেয়ে, গণতন্ত্রের সংগীত গেয়ে পথে পথে ঘুরে বেরিয়েছিলেন গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য। তারেক রহমান নতুন করে তারুণ্যকে শিক্ষা দিচ্ছেন, এগিয়ে নিচ্ছেন; যাতে আমরা নতুন আধুনিক বিশ্বের উপযোগী বাংলাদেশ গড়ে তুলি।’
তিনি বলেন, ওয়াসিম আকরাম ১৬ জুলাই শহীদ হয়েছিলেন। কিন্তু দুঃখের বিষয়, এই সরকার পাঠ্যপুস্তকে অন্যান্য শহীদের সঙ্গে ওয়াসিম আকরামের নাম তোলেনি। আমরা বিশ্বাস করি, সরকার অবিলম্বে এটা সংশোধন করে ওয়াসিমের নামে সেখানে সংযোজন করবে।
এর আগে তারুণ্যের সমাবেশ ঘিরে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে সমবেত হন।
বিএনপির নেতারা জানিয়েছেন, চট্টগ্রাম মহানগরীসহ বিভাগের ৯৯টি উপজেলার নেতা-কর্মীরা এই মহাসমাবেশে অংশ নিয়েছেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিক্রি করে আমরা কোনো কিছু হতে দেব না। বাংলাদেশ প্রশ্নে আমরা আপসহীন। মাথা ঠান্ডা রেখে, সজাগ থেকে আমাদের সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে হবে।
আজ শনিবার (১০ মে) বিকেলে নগরের টাইগারপাস মোড়-সংলগ্ন পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।
বিএনপির মহাসচিব বলেন, ‘অস্বাভাবিক সময় পার করছে দেশ। হাসিনা পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা এখনো রয়ে গেছে। দেশকে তারা অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র করছে। তবে তরুণদের সামনে তারা সফল হবে না। তরুণেরা ফ্যাসিস্ট হাসিনাকে এ দেশ থেকে তাড়িয়েছে। এই তরুণেরা আবার জেগে উঠেছে। বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য তরুণদের বাকি কাজ সম্পন্ন করতে হবে। সহনশীলতা ও ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।
মির্জা ফখরুল বলেন, ‘আমাদের নেতা বলেছিলেন, ফয়সালা হবে কোথায়? রাজপথে। হয়েছে কি ফয়সালা? ওনি বলেছিলেন, টেকব্যাক-টেকব্যাক। এবার বলেছেন, সবার আগে বাংলাদেশ। আমরা একটা দেশ চাই, গণতান্ত্রিক দেশ। যেখানে আমি আমার কথা বলতে পারব। অন্য ভাইও তাঁর কথা বলতে পারবেন। সোজা হিসাব—বাংলাদেশের মানুষ গণতন্ত্র চায়। এই গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।’
তিনি বলেন, ‘আমরা তো বুড়ো হয়ে যাচ্ছি। কিন্তু আমরা দেখে যেতে চাই একটা সুন্দর, সত্যিকার অর্থে সমৃদ্ধ বাংলাদেশ। যেখানে মানুষ মানুষকে ভালোবাসবে। যেখানে প্রেম থাকবে, সম্প্রীতি থাকবে। আর বাংলাদেশের মাথাটা উঁচু থাকবে। পতাকাটা পতপত করে উড়বে। সেই বাংলাদেশ আমরা দেখতে চাই।’
বিএনপির মহাসচিব বলেন, ‘একাত্তর সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধ শুরু করেছিলেন একটি স্বাধীন, মুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য। আমাদের দেশনেত্রী খালেদা জিয়া আপসহীন মনোভাব নিয়ে দীর্ঘ ৯ বছর বাউলের সংগীত গেয়ে, গণতন্ত্রের সংগীত গেয়ে পথে পথে ঘুরে বেরিয়েছিলেন গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য। তারেক রহমান নতুন করে তারুণ্যকে শিক্ষা দিচ্ছেন, এগিয়ে নিচ্ছেন; যাতে আমরা নতুন আধুনিক বিশ্বের উপযোগী বাংলাদেশ গড়ে তুলি।’
তিনি বলেন, ওয়াসিম আকরাম ১৬ জুলাই শহীদ হয়েছিলেন। কিন্তু দুঃখের বিষয়, এই সরকার পাঠ্যপুস্তকে অন্যান্য শহীদের সঙ্গে ওয়াসিম আকরামের নাম তোলেনি। আমরা বিশ্বাস করি, সরকার অবিলম্বে এটা সংশোধন করে ওয়াসিমের নামে সেখানে সংযোজন করবে।
এর আগে তারুণ্যের সমাবেশ ঘিরে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে সমবেত হন।
বিএনপির নেতারা জানিয়েছেন, চট্টগ্রাম মহানগরীসহ বিভাগের ৯৯টি উপজেলার নেতা-কর্মীরা এই মহাসমাবেশে অংশ নিয়েছেন।
কিশোরগঞ্জে চৌদ্দশত বাসস্ট্যান্ডে পিকআপের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার (১০ মে) সকাল ১০টার দিকে চৌদ্দশত নান্দলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৯ মিনিট আগেনৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘ভাঙ্গা থেকে পটুয়াখালী পর্যন্ত ছয় লেন মহাসড়কের অনুমোদন হয়েছে। আশা করি, দ্রুত কাজ শুরু হবে। ধাপে ধাপে কুয়াকাটা পর্যন্ত ছয় লেনের মহাসড়ক হবে।’
২১ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চরধরমপুর সীমান্তের ২০০ গজের মধ্যে শুক্রবার (৯ মে) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দুটি বাঙ্কার নির্মাণ করেছে। এতে সীমান্ত এলাকার বাংলাদেশি বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেনে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া।
৩৯ মিনিট আগেপ্রায় এক যুগ পর বাংলাদেশ নিটওয়্যার উৎপাদক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ৩৫টি পরিচালক পদের পূর্ণ প্যানেলে জয় পেয়েছে বর্তমান সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বাধীন প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্স।
১ ঘণ্টা আগে