কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ পার হওয়ার সময় বিজিবির গাড়ির ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ৩টায় উপজেলার বাহারছড়া ইউনিয়নের হাজমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটেছে। নিহত মোহাম্মদ সামিম (৮) একই এলাকার মোহাম্মদ রফিকের ছেলে।
বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদ উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
ফরিদ উল্লাহ বলেন, বিকেলে বাহারছড়া ইউনিয়নের হাজমপাড়ায় মেরিন ড্রাইভের পাশে স্থানীয় কয়েকজন শিশু খেলাধুলা করছিল। একপর্যায়ে তাদের মধ্যে একজন শিশু দৌড়ে মেরিন ড্রাইভ পার হওয়ার চেষ্টা করছিল। তখন শিশুটি আকস্মিক বিজিবির একটি পাজেরো গাড়ির সামনে পড়ে। এতে শিশুটি বিজিবির গাড়িটির সঙ্গে ধাক্কায় গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় বিজিবির সদস্যরা শিশুটিকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশিকুর রহমান বলেন, বিজিবির একটি গাড়ি টেকনাফ ব্যাটালিয়ন দপ্তরে যাচ্ছিল। গাড়িটি টেকনাফের হাজমপাড়ায় পৌঁছালে এক শিশু দৌড়ে মেরিন ড্রাইভ পার হওয়ার সময় ধাক্কায় আহত হয়।
এ ব্যাপারে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কেউ কোনো ধরনের অভিযোগ জানাননি।
কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ পার হওয়ার সময় বিজিবির গাড়ির ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ৩টায় উপজেলার বাহারছড়া ইউনিয়নের হাজমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটেছে। নিহত মোহাম্মদ সামিম (৮) একই এলাকার মোহাম্মদ রফিকের ছেলে।
বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদ উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
ফরিদ উল্লাহ বলেন, বিকেলে বাহারছড়া ইউনিয়নের হাজমপাড়ায় মেরিন ড্রাইভের পাশে স্থানীয় কয়েকজন শিশু খেলাধুলা করছিল। একপর্যায়ে তাদের মধ্যে একজন শিশু দৌড়ে মেরিন ড্রাইভ পার হওয়ার চেষ্টা করছিল। তখন শিশুটি আকস্মিক বিজিবির একটি পাজেরো গাড়ির সামনে পড়ে। এতে শিশুটি বিজিবির গাড়িটির সঙ্গে ধাক্কায় গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় বিজিবির সদস্যরা শিশুটিকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশিকুর রহমান বলেন, বিজিবির একটি গাড়ি টেকনাফ ব্যাটালিয়ন দপ্তরে যাচ্ছিল। গাড়িটি টেকনাফের হাজমপাড়ায় পৌঁছালে এক শিশু দৌড়ে মেরিন ড্রাইভ পার হওয়ার সময় ধাক্কায় আহত হয়।
এ ব্যাপারে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কেউ কোনো ধরনের অভিযোগ জানাননি।
দুদক বলছে, ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়বহির্ভূত স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচার করেন সজীব ওয়াজেদ জয়। তাঁর মোট সম্পদের পরিমাণ ৬১ কোটি ১৮ লাখ ৫ হাজার ৮৬৯ টাকা। এর মধ্যে স্থাবর সম্পদ ৫৪ কোটি ৩৯ লাখ ২০ হাজার ৯৭৮ টাকা এবং অস্থাবর সম্পদ ৬ কোটি ৭৮ লাখ ৮৪ হাজার ৮৯১ টাকা।
১৪ মিনিট আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অবকাঠামোগত উন্নয়ন, ক্যাম্পাসের আয়তন বাড়ানো ও নিরাপদ পরিবহনব্যবস্থা নিশ্চিতের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণে আজ বৃহস্পতিবার দুপুরে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় শিক্ষার্থীরা তাঁদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি
১৮ মিনিট আগেমিঠাপুকুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ভুট্টার বীজবোঝাই ট্রাকের চাকা খুলে সার্ভিস লেনে ঢুকে পড়েছে। এ ঘটনায় বাসের সহকারী সুজন (৪০) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ঢাকা-রংপুর মহাসড়কের জায়গীরহাটের বাতাসন ফতেপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৪ মিনিট আগেএকই সঙ্গে প্রত্যেককে পাঁচ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা দিতে ব্যর্থ হলে তাঁদের আরও ছয় মাস করে কারাভোগ করতে হবে।
৪৩ মিনিট আগে