Ajker Patrika

মহেশখালীতে বিদ্যুতায়িত হয়ে দুই জেলের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ১৬ মে ২০২৪, ১০: ১৩
মহেশখালীতে বিদ্যুতায়িত হয়ে দুই জেলের মৃত্যু

কক্সবাজারের মহেশখালীতে নদীতে মাছ ধরে ফেরার পথে ব্যাটারিচালিত গাড়ির গ্যারেজে বিদ্যুতায়িত হয়ে দুই জেলের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে উপজেলার শাপলাপুর ইউনিয়নের দিনেশপুর এলাকায় এ ঘটনা ঘটে। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন। 

মৃত জেলেরা হলেন শাপলাপুর ইউনিয়নের দিনেশপুর এলাকার নুরুল আলমের ছেলে মোহাম্মদ আবছার (৩২) এবং একই এলাকার মৃত আবুল খাইরের ছেলে মোহাম্মদ ইমন (২৯)। 

স্থানীয়দের বরাতে ওসি সুকান্ত চক্রবর্তী বলেন, সকালে আবছার ও ইমন স্থানীয় অন্যদের সঙ্গে বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেলে মাছ ধরতে যান। দুপুরে প্রচণ্ড গরমের কারণে মাছ ধরে ফেরার পথে দিনেশপুর এলাকায় জনৈক নুরুল আমিনে টমটমের (ব্যাটারিচালিত ইজিবাইক) গ্যারেজে তারা বিশ্রাম নিতে অবস্থান করেন। একপর্যায়ে জেলে আবছার ও ইমন টমটম গাড়ির ব্যাটারিতে চার্জ দেওয়ার বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। 
 
সুকান্ত চক্রবর্তী আরও বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃতদের লাশ মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে এবং স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত