Ajker Patrika

চৌদ্দগ্রামে ঘুষ নেওয়ার অভিযোগে ভূমি কর্মকর্তাসহ দুজন বরখাস্ত

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি 
মো. মনিরুজ্জামান, কাজী মো. ইউসুফ । ছবি: সংগৃহীত
মো. মনিরুজ্জামান, কাজী মো. ইউসুফ । ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে ঘুষ নেওয়ার অভিযোগে এক ভূমি কর্মকর্তাসহ দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলা সহকারী (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা এই তথ্য নিশ্চিত করেন।

বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ভূমি অফিসের সহকারী কর্মকর্তা কাজী মো. ইউসুফ ও অফিস সহায়ক মো. মনিরুজ্জামান।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ভূমি অফিসের এই দুই কর্মকর্তা সেবাগ্রহীতাদের দীর্ঘদিন ধরে হয়রানি করে আসছেন। সাম্প্রতিক সময়ে তাঁদের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে।

ঘুষ নেওয়ার অভিযোগটি সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমার দৃষ্টিগোচর হলে তিনি ৭ মে এই দুই কর্মকর্তাকে সাময়িক দরখাস্ত করেন।

জাকিয়া সরওয়ার লিমা বলেন, ঘুষ নেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে ৭ মে কাজী মো. ইউসুফ ও মো. মনিরুজ্জামানকে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা, ২০১৮ অনুযায়ী কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়। দুজনকে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় মামলা করার ব্যবস্থা নেওয়া হয়। তিনি আরও বলেন, বর্তমানে সব ধরনের ভূমিসেবা সম্পূর্ণ ক্যাশলেস। নামজারি বা ভূমি উন্নয়ন কর অনলাইনে জমির মালিক নিজেই ঘরে বসে পরিশোধ করতে পারেন। কোনো সেবা দেওয়ার ক্ষেত্রে ভূমি অফিসের কোথাও নগদ লেনদেনের সুযোগ নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্কর

একটি দলের ওপর ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব: মাহফুজ আলম

গতকাল রাতে ৪৮টি ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

অহনার দাবি, নিজের দোষ ঢাকতে ডাবল টাইমিংয়ের কথা বলেছেন শামীম

পাকিস্তানে হামলায় ভারত এক দিনেই হারিয়েছে সাড়ে ৮ হাজার কোটি রুপির সামরিক সরঞ্জাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত