Ajker Patrika

নেই বিএসটিআইয়ের সনদ, দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ০২ জুলাই ২০২৫, ২২: ৩৬
হাজীগঞ্জে একটি জ্বালানি স্টেশন ও বেকারি কারখানায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। ছবি: আজকের পত্রিকা
হাজীগঞ্জে একটি জ্বালানি স্টেশন ও বেকারি কারখানায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুরের হাজীগঞ্জে বিএসটিআইয়ের সনদ ছাড়া জ্বালানি তেল বিক্রি ও বেকারি পণ্য তৈরির অপরাধে দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (২ জুলাই) দুপুরে হাজীগঞ্জে পৃথক স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুমিল্লা অফিসের ফিল্ড অফিসার (সিএম) মো. আমিনুল ইসলাম শাকিল ও পরিদর্শক (মেট) মো. হাফিজুর রহমান। আজ সন্ধ্যায় বিএসটিআই কুমিল্লা অফিস থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, দিগচাইল হাজীগঞ্জ ফিলিং স্টেশনে ব্যবহৃত ডিসপেনসিং ইউনিটগুলোর অনুকূলে বিএসটিআই থেকে হালনাগাদ ভেরিফিকেশন সনদ পাওয়া যায়নি। এ কারণে ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া বিএসটিআইয়ের মান সনদ ও মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়া অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরি ও বিক্রির অপরাধে উত্তর রাঁয়চো বাজারে রহমান বেকারির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় কারখানাটিতে বিপুল নোংরা ও বাসি বিস্কুট ও ব্রেড ধ্বংস করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত