ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গত বৃহস্পতিবার কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে ২২টি খুঁটি ভেঙে ১০ হাজার পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে ফের কালবৈশাখী আঘাত হানে গতকাল রোববার সকালে। এতে উপজেলা সদরসহ বেশ কিছু অঞ্চলে গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়। ওই ঝড়ের ৩০ ঘণ্টা পেরিয়ে গেলেও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ।
গতকাল রোববার ভোরে ঝড় ও বৃষ্টিতে উপজেলা পরিষদসংলগ্ন বটগাছ ভেঙে পড়ে। এতে বৈদ্যুতিক তারের ক্ষতি হয় এবং উপজেলা পরিষদের সামনের রাস্তায় যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, সোমবার ভোরে বয়ে যাওয়া কালবৈশাখীর তাণ্ডবে উপজেলার বিভিন্ন এলাকায় পল্লী বিদ্যুতের ৩টি খুঁটি ভেঙে গেছে। এ ছাড়া গতকাল রোববার সন্ধ্যায় আবারও কালবৈশাখী বয়ে যায় উপজেলার বিভিন্ন এলাকায়। রোববারের কালবৈশাখীতে আবারও বেশ কিছু এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। এর আগে উপজেলার মালাপাড়া, অলুয়া, চন্ডিপুর, রামনগর, মনোহরপুর, পূর্ব চন্ডিপুর, ছাতিয়ানী, গোপালনগর, দুলালপুর, বালিনা, মহালক্ষীপাড়া ও শিদলাইসহ আরও বেশ কয়েকটি এলাকার প্রায় দশ হাজার গ্রাহক বিদ্যুৎবিহীন ছিল।
ওইসব এলাকার বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করতে না করতেই আবার গতকাল রোববার সকাল ও সন্ধ্যায় দুবার কালবৈশাখী আঘাত হানে। উপজেলায় বর্তমানে ১০-১২ হাজার পরিবার বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ব্রাহ্মণপাড়া জোনাল অফিসের এজিএম আজহারুল ইসলাম আবীর বলেন, ‘একটি বড় ঝড়ের তিন দিনের মধ্যে আবারও গতকাল (রোববার) আরেকটি বড় ঝড়ের কবলে পড়ে উপজেলার মানুষ। এতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে হিমশিম খেতে হচ্ছে। তারপরেও আমাদের কর্মীরা নিরলস পরিশ্রম করে যাচ্ছে। আশা করছি নতুন কোনো দুর্যোগে না পড়লে অনতিবিলম্বে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।’
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গত বৃহস্পতিবার কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে ২২টি খুঁটি ভেঙে ১০ হাজার পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে ফের কালবৈশাখী আঘাত হানে গতকাল রোববার সকালে। এতে উপজেলা সদরসহ বেশ কিছু অঞ্চলে গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়। ওই ঝড়ের ৩০ ঘণ্টা পেরিয়ে গেলেও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ।
গতকাল রোববার ভোরে ঝড় ও বৃষ্টিতে উপজেলা পরিষদসংলগ্ন বটগাছ ভেঙে পড়ে। এতে বৈদ্যুতিক তারের ক্ষতি হয় এবং উপজেলা পরিষদের সামনের রাস্তায় যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, সোমবার ভোরে বয়ে যাওয়া কালবৈশাখীর তাণ্ডবে উপজেলার বিভিন্ন এলাকায় পল্লী বিদ্যুতের ৩টি খুঁটি ভেঙে গেছে। এ ছাড়া গতকাল রোববার সন্ধ্যায় আবারও কালবৈশাখী বয়ে যায় উপজেলার বিভিন্ন এলাকায়। রোববারের কালবৈশাখীতে আবারও বেশ কিছু এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। এর আগে উপজেলার মালাপাড়া, অলুয়া, চন্ডিপুর, রামনগর, মনোহরপুর, পূর্ব চন্ডিপুর, ছাতিয়ানী, গোপালনগর, দুলালপুর, বালিনা, মহালক্ষীপাড়া ও শিদলাইসহ আরও বেশ কয়েকটি এলাকার প্রায় দশ হাজার গ্রাহক বিদ্যুৎবিহীন ছিল।
ওইসব এলাকার বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করতে না করতেই আবার গতকাল রোববার সকাল ও সন্ধ্যায় দুবার কালবৈশাখী আঘাত হানে। উপজেলায় বর্তমানে ১০-১২ হাজার পরিবার বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ব্রাহ্মণপাড়া জোনাল অফিসের এজিএম আজহারুল ইসলাম আবীর বলেন, ‘একটি বড় ঝড়ের তিন দিনের মধ্যে আবারও গতকাল (রোববার) আরেকটি বড় ঝড়ের কবলে পড়ে উপজেলার মানুষ। এতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে হিমশিম খেতে হচ্ছে। তারপরেও আমাদের কর্মীরা নিরলস পরিশ্রম করে যাচ্ছে। আশা করছি নতুন কোনো দুর্যোগে না পড়লে অনতিবিলম্বে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।’
মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন
২৩ মিনিট আগেরাজশাহীর একটি সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষে অধ্যয়নরত এক ছাত্রীর করা মামলায় মুন্নাকে গ্রেপ্তার করা হয়েছে। গত বছরের ১১ জুলাই অভিযুক্ত মুন্না ইমেইলে ওই ছাত্রীর কাছে তাঁর একটি সম্পাদিত (এডিট) নগ্ন ছবি পাঠিয়ে হুমকি দিয়েছিলেন।
১ ঘণ্টা আগেঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদকে গ্রেপ্তার করেছে ডিবি।
২ ঘণ্টা আগেকাজ শেষ না করেই ঠিকাদারি প্রতিষ্ঠানকে আড়াই হাজার কোটি টাকার বেশি বিল পরিশোধ করা এবং এক হাজার ১০১ কোটি টাকা ব্যয়ে গরমিল পায় তদন্ত কমিটি। সর্বশেষ দুদক বিষয়টি তদন্ত করে এর সত্যতা পেয়ে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা করে। পিরোজপুর এলজিইডি কার্যালয় ও জেলা হিসাব রক্ষণ কার্যালয়ের কর্মকর্তাদের...
২ ঘণ্টা আগে