Ajker Patrika

আর্জেন্টিনার পরাজয়ে সৌদির রাস্তায় প্রবাসী বাংলাদেশিদের উল্লাস

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ১৩: ৫৪
Thumbnail image

কাতার বিশ্বকাপে আজ মঙ্গলবার নিজেদের প্রথম ম্যাচে ফেভারিট আর্জেন্টিনাকে ২–১ গোলে হারিয়েছে সৌদি আরব। সেই আনন্দে আত্মহারা প্রবাসী শ্রমিকেরাও। সৌদি আরবের রাস্তায় নেমে উল্লাস করছেন বাংলাদেশি শ্রমিকেরা। তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন অন্যান্য দেশের প্রবাসী শ্রমিকেরাও। 

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার তেজখালী ইউনিয়নের বাহেরচর গ্রামের মো. মোতালেব মিয়ার ছেলে মো. আল আমিন মিয়া দীর্ঘদিন সৌদি আরবে রয়েছেন। তিনি আজকের পত্রিকাকে জানিয়েছেন তাঁদের উদ্‌যাপনের খবর। 

আজ বিকেলে আর্জেন্টিনা বনাম সৌদি আরব কাতার বিশ্বকাপ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। আল আমিন জানান, আর্জেন্টিনার পরাজয় নিশ্চিত হওয়ার পরপরই বহু প্রবাসী শ্রমিক রাস্তায় নেমে আনন্দ মিছিল করেন। প্রবাসী শ্রমিকেরা বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠেন। 

সৌদি আরবের রাস্তায় উল্লাস করছেন শ্রমিকেরা

সৌদি আরব প্রবাসী আলামিন আজকের পত্রিকা বলেন, ‘সৌদি আরব যখন আর্জেন্টিনাকে পরাজিত করে তখন আমরা হাজার হাজার শ্রমিকেরা রাস্তায় নেমে পড়ি। এটা একটা গর্বের বিষয়।’ 

আর্জেন্টিনা ফুটবল সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন

মো. সজীব নামে এক প্রবাসী কর্মী বলেন, ‘আমরা দীর্ঘদিন যাবত সৌদি আরব আছি। সৌদি আরবকে মনে প্রাণে ভালোবাসি। আর্জেন্টিনারকে সৌদি আরব হারিয়ে দেবে এটা কখনো ভাবিনি। সত্যি আনন্দের বিষয়! ফুটবল খেলা দেখার জন্য আমাদের তিন ঘণ্টা ছুটি দিয়েছে। যখন খেলায় সৌদি জিতে যায় যায়, তখন ক্যাম্প থেকে সবাই বাইরে বেরিয়ে আনন্দে মিছিল করে।’

বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত