Ajker Patrika

দাগনভূঞায় সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে নতুন ড্রেন 

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৬: ১৮
দাগনভূঞায় সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে নতুন ড্রেন 

ফেনীর দাগনভূঞা পৌর এলাকায় সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে সাড়ে ৬ কিলোমিটার নতুন ড্রেনের নির্মাণকাজ শুরু করা হয়েছে। চলতি বছরের ১০ জুলাই কাজের টেন্ডার হয় এবং এরই মধ্যে ৪০০ মিটার কাজের অর্ধেক সমাপ্ত হয়েছে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৩২ পৌরসভা প্রকল্পের আওতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনে কাজটি করছেন ঠিকাদারি প্রতিষ্ঠান রহমান ইঞ্জিনিয়ারিং। চলতি বছরের ১০ জুলাই কাজের টেন্ডার হয়। এরই মধ্যে দাগনভূঞা উপজেলা কমপ্লেক্স থেকে শুরু হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সসহ ফাজিলের ঘাট রোড পর্যন্ত ৪০০ মিটার কাজের অর্ধেক সমাপ্ত হয়েছে। ৬ কিলোমিটার এই ড্রেনেজ ব্যবস্থার মধ্যে আতাতুর্ক স্কুল মার্কেট হয়ে গজারিয়া রোড টু গ্রামীণ টাওয়ার হয়ে পেন্টাগন হাসপাতাল পর্যন্ত ২ কিলোমিটার, ফাজিলের ঘাট রোডে ৪০০ মিটার, নামার বাজার টু নিশাত মঞ্জিল পর্যন্ত ৪০০ মিটার, আলাইয়ারপুর সড়কে ৫০০ মিটার, পৌরসভা অফিস সংলগ্ন নার্সারি রোডে ৪০০ মিটার, রামানন্দ পুর ও জগতপুর রোডে ৪০০  মিটার ড্রেনের কাজ করা হবে। 

ঠিকাদারি প্রতিষ্ঠান রহমান ইঞ্জিনিয়ারিংয়ের স্বত্বাধিকারী মোহাম্মদ ফয়সাল বলেন, এই কাজটি করতে গিয়ে আমাদের লোকসান গুনতে হবে। কাজটি যখন অনুমোদন হয় তখন রডের দাম নির্ধারণ করা হয় কেজি  ৫৮ টাকা দরে। বর্তমানে রডের দাম চলছে কেজি ৮২-৮৫ টাকা দরে। এই বিষয়ে আমরা কাজের দাম পুনর্মূল্যায়নের জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে আবেদন করেছি। পুরো কাজটি আগামী বছরের মধ্যে সমাপ্ত করতে পারব বলে আশা করছি। 

পৌর মেয়র ওমর ফারুক খান বলেন, ২০১১ সালে আমি যখন প্রথম মেয়র নির্বাচিত হই তখন এই ড্রেনেজ ব্যবস্থার প্ল্যান করে মন্ত্রণালয় পাঠাই। আগামী বছর থেকে নতুন ড্রেনেজ ব্যবস্থার সুফল ভোগ করবে দাগনভূঞা পৌরবাসী। 

উপজেলা পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার হারুনুর রশীদ বলেন, ৩২ পৌরসভা প্রকল্পের আওতায় সরকারিভাবে কাজটি করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। কাজের মান নিয়ে আমি সন্তুষ্ট রয়েছি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত