চাঁদপুর প্রতিনিধি
কেটলির গরম পানি ছুড়ে এক চা দোকানিকে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মাহবুব আলমের বিরুদ্ধে। গত শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। তবে অভিযোগ অস্বীকার করেছেন ভাইস চেয়ারম্যান।
আহত ব্যক্তি হলেন কচুয়া বিশ্বরোড এলাকায় চায়ের দোকানি মোহাম্মদ মুকবুল খান (৫০)। তাঁর বাড়ি কচুয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কোয়া গ্রামে।
চা দোকানির শরীর ঝলসে যাওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কামরুন নাহার। তিনি বলেন, ‘মুকবুলের শরীরের পিঠ ও দুই হাতের খানিকটা ঝলসে গেছে।’
স্থানীয় লোকজন জানান, ঘটনার পর স্থানীয় কয়েকজন মুকবুলকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু ভাইস চেয়ারম্যানের ভাই কচুয়া পৌরসভার ৩ নম্বর কোয়া গ্রামের সাবেক কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন বিভিন্ন হুমকি দিয়ে হাসপাতাল থেকে তাঁকে বের করে দেন। পরে অবস্থার অবনতি দেখে পরিবারের লোকজন মুকবুলকে পার্শ্ববর্তী হাজীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হাসপাতালে চিকিৎসাধীন চা দোকানি মকবুল খান জানান, শুক্রবার রাতে দুই ব্যক্তির কাছে সিগারেট বিক্রি করার পর ভাইস চেয়ারম্যান মো. মাহবুব আলম গিয়ে ক্ষিপ্ত হয়ে দোকানের কেটলির গরম পানি ছুড়ে মারেন।
ঘটনার বিবরণ তুলে ধরে মুকবুল খান বলেন, ‘শুক্রবার রাতে ভাইস চেয়ারম্যানের কথা বলে ৩৩০ টাকায় এক ব্যক্তি একটি প্যাকেট সিগারেট কিনে নেন। পরে আরেকজন আরেকটি প্যাকেট কিনতে এসে ৩৫০ টাকা দেন। ২০ টাকা বেশি রাখায় ক্ষিপ্ত হয়ে ছুটে আসেন ভাইস চেয়ারম্যান। পরে তিনি চায়ের কেটলিতে থাকা গরম পানি ছুড়ে মারেন।’
অভিযোগ মিথ্যা দাবি করে কচুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মাহবুব আলম বলেন, ‘ঘটনার সঙ্গে আমি জড়িত নই। কয়েকজন যুবকের সঙ্গে দোকানির হট্টগোল হয়। ওইসময় কেটলির পানি ছিটকে গিয়ে তিনি আহত হন। আমি পাশের দোকানে ছিলাম।’
এদিকে হাসপাতালে চিকিৎসা শেষে কচুয়া থানায় গিয়ে আইনি সহায়তা নেবেন বলে জানান মুকবুল খান ও তাঁর পরিবারের সদস্যরা।
কেটলির গরম পানি ছুড়ে এক চা দোকানিকে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মাহবুব আলমের বিরুদ্ধে। গত শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। তবে অভিযোগ অস্বীকার করেছেন ভাইস চেয়ারম্যান।
আহত ব্যক্তি হলেন কচুয়া বিশ্বরোড এলাকায় চায়ের দোকানি মোহাম্মদ মুকবুল খান (৫০)। তাঁর বাড়ি কচুয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কোয়া গ্রামে।
চা দোকানির শরীর ঝলসে যাওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কামরুন নাহার। তিনি বলেন, ‘মুকবুলের শরীরের পিঠ ও দুই হাতের খানিকটা ঝলসে গেছে।’
স্থানীয় লোকজন জানান, ঘটনার পর স্থানীয় কয়েকজন মুকবুলকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু ভাইস চেয়ারম্যানের ভাই কচুয়া পৌরসভার ৩ নম্বর কোয়া গ্রামের সাবেক কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন বিভিন্ন হুমকি দিয়ে হাসপাতাল থেকে তাঁকে বের করে দেন। পরে অবস্থার অবনতি দেখে পরিবারের লোকজন মুকবুলকে পার্শ্ববর্তী হাজীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হাসপাতালে চিকিৎসাধীন চা দোকানি মকবুল খান জানান, শুক্রবার রাতে দুই ব্যক্তির কাছে সিগারেট বিক্রি করার পর ভাইস চেয়ারম্যান মো. মাহবুব আলম গিয়ে ক্ষিপ্ত হয়ে দোকানের কেটলির গরম পানি ছুড়ে মারেন।
ঘটনার বিবরণ তুলে ধরে মুকবুল খান বলেন, ‘শুক্রবার রাতে ভাইস চেয়ারম্যানের কথা বলে ৩৩০ টাকায় এক ব্যক্তি একটি প্যাকেট সিগারেট কিনে নেন। পরে আরেকজন আরেকটি প্যাকেট কিনতে এসে ৩৫০ টাকা দেন। ২০ টাকা বেশি রাখায় ক্ষিপ্ত হয়ে ছুটে আসেন ভাইস চেয়ারম্যান। পরে তিনি চায়ের কেটলিতে থাকা গরম পানি ছুড়ে মারেন।’
অভিযোগ মিথ্যা দাবি করে কচুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মাহবুব আলম বলেন, ‘ঘটনার সঙ্গে আমি জড়িত নই। কয়েকজন যুবকের সঙ্গে দোকানির হট্টগোল হয়। ওইসময় কেটলির পানি ছিটকে গিয়ে তিনি আহত হন। আমি পাশের দোকানে ছিলাম।’
এদিকে হাসপাতালে চিকিৎসা শেষে কচুয়া থানায় গিয়ে আইনি সহায়তা নেবেন বলে জানান মুকবুল খান ও তাঁর পরিবারের সদস্যরা।
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার সদ্য ঘোষিত চারটি ইউনিয়ন বিএনপির কমিটি বাতিলের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতা-কর্মীরা। এ সময় সদ্য ঘোষিত উপজেলার বাউশিয়া, গজারিয়া, টেংগারচর ও বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপির কমিটির নেতাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আনা হয়েছে। এ সময় গঠিত কম
১১ মিনিট আগেসিলেটের বিশ্বনাথে সুরমা নদী থেকে আরিয়ান আহমদ (৬) নামে শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলার লামাকাজী ইউনিয়নের মাহতাবপুর গ্রামে সুরমা নদীতে ভাসমান অবস্থায় লাশটি পাওয়া যায়
১৩ মিনিট আগেঠাকুরগাঁও বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল গোলাম রব্বানী বলেছেন, ‘মাহরীন চৌধুরী শুধু একজন শিক্ষকই নন, তিনি মানবতার এক মূর্তপ্রতীক। তিনি তাঁর মহান আত্মত্যাগের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে শিখিয়ে গেছেন সাহসিকতা, মানবিকতা ও দায়িত্ববোধ।
২৫ মিনিট আগেবরিশালের হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলা-সংলগ্ন মেঘনা নদীতে ছয়টি বাল্কহেড ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া ঝড়ের সময় নিয়ন্ত্রণ হারিয়ে আরও একটি বাল্কহেড চরে আটকে যাওয়ার খবর পাওয়া গেছে। এগুলো উদ্ধারে কাজ চলছে বলে জানিয়েছেন নৌ পুলিশের কর্মকর্তা।
২৮ মিনিট আগে