কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার শহরের একটি কারখানা থেকে ৫৩০ বস্তা পলিথিন জব্দ করেছে র্যাব। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই কারখানার মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে শহরের টেকপাড়ার মাঝিরঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।
কক্সবাজার শহরের বড়বাজারের এইচ. জে. এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. কামরুল হাসান (৩০) এই কারখানার মালিক।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী আজ বুধবার দুপুরে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গোয়েন্দা সূত্রে র্যাবের কাছে তথ্য ছিল কক্সবাজার শহরের বিভিন্ন জায়গায় নামে-বেনামে পরিবেশ আইন পরিপন্থী কয়েকটি অবৈধ পলিথিনের কারখানা গড়ে উঠেছে।
এই তথ্যের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র্যাবের একটি দল অভিযান চালিয়ে পলিথিনের একটি অবৈধ কারখানার সন্ধান পায়। এ সময় কারখানাটি তল্লাশি চালিয়ে ৫৩০ বস্তা পলিথিন জব্দ করা হয়। পলিথিন উৎপাদনের স্বপক্ষে কারখানাটির মালিক পরিবেশ অধিদপ্তরের অনুমোদনসহ বৈধ কোনো কাগজ উপস্থাপন করতে পারেননি জানিয়ে র্যাবের এই কর্মকর্তা বলেন, ‘ভ্রাম্যমাণ আদালত পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ধারা ৬-ক মোতাবেক পরিবেশের জন্য ক্ষতিকর সামগ্রী উৎপাদন ও বিক্রয়ের অপরাধে এইচ. জে. এন্টারপ্রাইজের স্বত্বাধিকারীকে দুই লাখ টাকা জরিমানা করেছে।’
কারখানার মালিককে ভবিষ্যতে এ ধরনের পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সতর্ক করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
কক্সবাজার শহরের একটি কারখানা থেকে ৫৩০ বস্তা পলিথিন জব্দ করেছে র্যাব। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই কারখানার মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে শহরের টেকপাড়ার মাঝিরঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।
কক্সবাজার শহরের বড়বাজারের এইচ. জে. এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. কামরুল হাসান (৩০) এই কারখানার মালিক।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী আজ বুধবার দুপুরে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গোয়েন্দা সূত্রে র্যাবের কাছে তথ্য ছিল কক্সবাজার শহরের বিভিন্ন জায়গায় নামে-বেনামে পরিবেশ আইন পরিপন্থী কয়েকটি অবৈধ পলিথিনের কারখানা গড়ে উঠেছে।
এই তথ্যের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র্যাবের একটি দল অভিযান চালিয়ে পলিথিনের একটি অবৈধ কারখানার সন্ধান পায়। এ সময় কারখানাটি তল্লাশি চালিয়ে ৫৩০ বস্তা পলিথিন জব্দ করা হয়। পলিথিন উৎপাদনের স্বপক্ষে কারখানাটির মালিক পরিবেশ অধিদপ্তরের অনুমোদনসহ বৈধ কোনো কাগজ উপস্থাপন করতে পারেননি জানিয়ে র্যাবের এই কর্মকর্তা বলেন, ‘ভ্রাম্যমাণ আদালত পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ধারা ৬-ক মোতাবেক পরিবেশের জন্য ক্ষতিকর সামগ্রী উৎপাদন ও বিক্রয়ের অপরাধে এইচ. জে. এন্টারপ্রাইজের স্বত্বাধিকারীকে দুই লাখ টাকা জরিমানা করেছে।’
কারখানার মালিককে ভবিষ্যতে এ ধরনের পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সতর্ক করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
রাজধানীর তেজগাঁও থানাধীন কারওয়ান বাজারের কাঁচামাল ব্যবসায়ী আলাল উদ্দিন হত্যার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত মূল দুই আসামিকে গ্রেপ্তার করেছে ডিএমপির তেজগাঁও থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শামীম হোসেন (২৮) ও মো. ইয়াসিন আরাফাত ওরফে মুরগি ইয়াসিন (২১)।
২ মিনিট আগেশেখ হাসিনার পতনের আগের দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়ার নেতৃত্বে ভার্চুয়াল বৈঠক হয়। ওই বৈঠকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমর্থন করে তাঁকে রক্ষার নানা কৌশল গ্রহণ করেন শিক্ষক-কর্মকর্তারা। বিশেষ করে ৫ আগস্ট সকালে শেখ হাসিনার পক্ষে মানববন্ধনের সিদ্ধান্তও হয়।
৯ মিনিট আগেকুষ্টিয়ার ভেড়ামারায় একটি মাজারে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন। এ সময় তাঁর সঙ্গে থাকা থানা-পুলিশকে নীরব থাকতে দেখা গেছে।
৩০ মিনিট আগেসুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন নিয়োগ পাওয়া দুই বিচারপতিকে সংবর্ধনা দিয়েছে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। আজ রোববার সকালে প্রধান বিচারপতির এজলাসে এ সংবর্ধনা দেওয়া হয়। প্রথা অনুসারে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি
৩২ মিনিট আগে