কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের কর্ণফুলীতে গত কয়েক দিনের ভারী বর্ষণ ও জোয়ারের পানির অতিরিক্ত চাপে ৫ ইউনিয়নের প্রায় ২ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এর মধ্যে উপজেলার শিকলবাহা, চরপাথরঘাটা, জুলধা ও চরলক্ষ্যা ইউনিয়নের অধিকাংশ এলাকা সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে।
প্লাবিত এসব এলাকা ঘুরে দেখা গেছে, উপজেলার শিকলবাহা ইউনিয়ন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই ইউনিয়নের অধিকাংশ এলাকা নিচু হওয়ায় জোয়ারের পানিও বেশি ঢুকেছে। এর মধ্যে ভারী বর্ষণের ফলে পানি বেড়ে লোকালয় প্লাবিত করেছে।
শিকলবাহা ইউনিয়নের আমেনা রহমান প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, বিদ্যালয়ের মাঠে ৩ ফুটেরও ওপরে পানি। পানি মাড়িয়ে শিক্ষার্থীরা ক্লাসে অংশ নিচ্ছে।
শিকলবাহার তাতিয়াপুকুর এলাকায় গিয়ে দেখা যায়, ওই এলাকার কয়েক হাজার হাজার বাড়িতে পানি ঢুকেছে। কারও কারও ঘরের আসবাব, ইলেকট্রনিক পণ্যসহ বিভিন্ন জিনিস ক্ষতিগ্রস্ত হয়েছে।
শিকলবাহা ইউনিয়নের বাসিন্দারা জানান, এই ইউনিয়ন নদী তীরবর্তী হওয়ায় সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে। গতকাল রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন। সড়ক যোগাযোগ বন্ধ থাকায় ডিঙি নৌকায় যাতায়াত করতে হচ্ছে।
শিকলবাহা ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আজাদ বলেন, ‘শিকলবাহার খালগুলো দখল হয়ে যাওয়ায় বৃষ্টির পানি ও জোয়ারের পানি নামছে না। এখানে হাজার হাজার বাড়িঘরে পানি ঢুকেছে। আমার নিজের ঘরও পানিতে ভাসছে। এই মুহূর্তে আমরা অসহায় বোধ করছি।’
ওই এলাকার বাসিন্দা রাজিয়া আকতার বলেন, ‘এক সপ্তাহ ধরে বাড়িঘরে পানি ঢুকেছে। ঘরের সবকিছু ভিজে গেছে। আমার দশ মাসের ছেলেকে নিয়ে দুশ্চিন্তায় রয়েছি। সে শুধু পানিতে নেমে যাচ্ছে।’
এর মধ্যে কর্ণফুলী উপজেলা প্রশাসন উপজেলার ৫ ইউনিয়নে ১৯টি আশ্রয়কেন্দ্র খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশীদ চৌধুরী।
ইউএনও বলেন, ভারী বর্ষণে কর্ণফুলীতে প্রায় দুই হাজার পরিবার পানিবন্দী। আমরা আশ্রয়কেন্দ্রগুলো খুলে দিয়েছি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোতে শুকনো খাবার ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দেওয়া হবে। জরুরি মুহূর্তে যোগাযোগের জন্য কন্ট্রোল রুমও খুলেছে প্রশাসন।
চট্টগ্রামের কর্ণফুলীতে গত কয়েক দিনের ভারী বর্ষণ ও জোয়ারের পানির অতিরিক্ত চাপে ৫ ইউনিয়নের প্রায় ২ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এর মধ্যে উপজেলার শিকলবাহা, চরপাথরঘাটা, জুলধা ও চরলক্ষ্যা ইউনিয়নের অধিকাংশ এলাকা সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে।
প্লাবিত এসব এলাকা ঘুরে দেখা গেছে, উপজেলার শিকলবাহা ইউনিয়ন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই ইউনিয়নের অধিকাংশ এলাকা নিচু হওয়ায় জোয়ারের পানিও বেশি ঢুকেছে। এর মধ্যে ভারী বর্ষণের ফলে পানি বেড়ে লোকালয় প্লাবিত করেছে।
শিকলবাহা ইউনিয়নের আমেনা রহমান প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, বিদ্যালয়ের মাঠে ৩ ফুটেরও ওপরে পানি। পানি মাড়িয়ে শিক্ষার্থীরা ক্লাসে অংশ নিচ্ছে।
শিকলবাহার তাতিয়াপুকুর এলাকায় গিয়ে দেখা যায়, ওই এলাকার কয়েক হাজার হাজার বাড়িতে পানি ঢুকেছে। কারও কারও ঘরের আসবাব, ইলেকট্রনিক পণ্যসহ বিভিন্ন জিনিস ক্ষতিগ্রস্ত হয়েছে।
শিকলবাহা ইউনিয়নের বাসিন্দারা জানান, এই ইউনিয়ন নদী তীরবর্তী হওয়ায় সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে। গতকাল রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন। সড়ক যোগাযোগ বন্ধ থাকায় ডিঙি নৌকায় যাতায়াত করতে হচ্ছে।
শিকলবাহা ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আজাদ বলেন, ‘শিকলবাহার খালগুলো দখল হয়ে যাওয়ায় বৃষ্টির পানি ও জোয়ারের পানি নামছে না। এখানে হাজার হাজার বাড়িঘরে পানি ঢুকেছে। আমার নিজের ঘরও পানিতে ভাসছে। এই মুহূর্তে আমরা অসহায় বোধ করছি।’
ওই এলাকার বাসিন্দা রাজিয়া আকতার বলেন, ‘এক সপ্তাহ ধরে বাড়িঘরে পানি ঢুকেছে। ঘরের সবকিছু ভিজে গেছে। আমার দশ মাসের ছেলেকে নিয়ে দুশ্চিন্তায় রয়েছি। সে শুধু পানিতে নেমে যাচ্ছে।’
এর মধ্যে কর্ণফুলী উপজেলা প্রশাসন উপজেলার ৫ ইউনিয়নে ১৯টি আশ্রয়কেন্দ্র খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশীদ চৌধুরী।
ইউএনও বলেন, ভারী বর্ষণে কর্ণফুলীতে প্রায় দুই হাজার পরিবার পানিবন্দী। আমরা আশ্রয়কেন্দ্রগুলো খুলে দিয়েছি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোতে শুকনো খাবার ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দেওয়া হবে। জরুরি মুহূর্তে যোগাযোগের জন্য কন্ট্রোল রুমও খুলেছে প্রশাসন।
জনস্বার্থবিরোধী ও হয়রানিমূলক উল্লেখ করে প্রিপেইড মিটার ব্যবস্থা বাতিলের দাবিতে ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎ অফিস অভিমুখে পদযাত্রা করেছে বিদ্যুৎ গ্রাহক ফোরাম। আজ সোমবার দুপুরে নেসকো পিএলসি, ঠাকুরগাঁও কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেওয়া হয়।
৭ মিনিট আগে‘নোয়াখালীর উপকূলীয় অঞ্চল সুবর্ণচরে ছিল সুপেয় পানির ভান্ডার। খাল-বিল-ডোবায় ভরপুর ছিল এই জনপদ। কৃষির আঁতুড়ঘর বলা হয় সুবর্ণচরকে। কখনো ভাবিনি যে এখানে একদিন সুপেয় পানির জন্য হাহাকার হবে। সাতসকালে উঠেই পরিবারের সদস্যদের পানির তৃষ্ণা মেটাতে যুদ্ধ করতে হয়।
১০ মিনিট আগেতিন দফা দাবিতে রাজধানীর মৎস্য অধিদপ্তরের সামনে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাৎস্যবিজ্ঞান বিভাগের একদল শিক্ষার্থী। আজ সোমবার (১২ মে) বেলা সাড়ে ১১টার দিকে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
১৪ মিনিট আগেবিগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশায় যাত্রী ওঠানো নিয়ে দুই এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
১৮ মিনিট আগে