সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত একটি অটোরিকশার পেছনে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী মো. তাওসিফ হোসেন রাহি (১৫) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেলে চরবাটা ইউনিয়নের চরবাটা বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। রাতে নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাহির মৃত্যু হয়। এ ঘটনায় জামসেদ ও ইমন নামের অপর দুজন আহত হয়। চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেন।
তাওসিফ হোসেন রাহি চরবাটা ইউনিয়নের চরবাটা আইডিয়াল মডেল দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র ছিল। সে চরবাটা গ্রামের তালতলী এলাকার হাফেজ দিদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে বাবার মোটরসাইকেল নিয়ে দুই বন্ধুসহ তালতলী থেকে স্থানীয় চরবাটা বাজারের পাশে এক বন্ধুর বাড়িতে যাচ্ছিল তাওসিফ। চরবাটা বাজারের কাছে এলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত একটি অটোরিকশার পেছনে ধাক্কা দিয়ে সড়কের বাইরে ছিটকে পড়ে। স্থানীয় লোকজন মোটরসাইকেল আরোহী তিনজনকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে রাহি মারা যায়। অপর দুজন সেখানে চিকিৎসাধীন রয়েছে।
নোয়াখালী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. আনোয়ারুল আজিম বলেন, সড়ক দুর্ঘটনায় রাহির মাথাসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়। হাসপাতালের বেডে আনার পরে সে মারা যায়।
চরজব্বার থানার ওসি মো. হুমায়ুন কবির বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত একটি অটোরিকশার পেছনে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী মো. তাওসিফ হোসেন রাহি (১৫) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেলে চরবাটা ইউনিয়নের চরবাটা বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। রাতে নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাহির মৃত্যু হয়। এ ঘটনায় জামসেদ ও ইমন নামের অপর দুজন আহত হয়। চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেন।
তাওসিফ হোসেন রাহি চরবাটা ইউনিয়নের চরবাটা আইডিয়াল মডেল দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র ছিল। সে চরবাটা গ্রামের তালতলী এলাকার হাফেজ দিদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে বাবার মোটরসাইকেল নিয়ে দুই বন্ধুসহ তালতলী থেকে স্থানীয় চরবাটা বাজারের পাশে এক বন্ধুর বাড়িতে যাচ্ছিল তাওসিফ। চরবাটা বাজারের কাছে এলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত একটি অটোরিকশার পেছনে ধাক্কা দিয়ে সড়কের বাইরে ছিটকে পড়ে। স্থানীয় লোকজন মোটরসাইকেল আরোহী তিনজনকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে রাহি মারা যায়। অপর দুজন সেখানে চিকিৎসাধীন রয়েছে।
নোয়াখালী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. আনোয়ারুল আজিম বলেন, সড়ক দুর্ঘটনায় রাহির মাথাসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়। হাসপাতালের বেডে আনার পরে সে মারা যায়।
চরজব্বার থানার ওসি মো. হুমায়ুন কবির বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি।
খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের ১ দফা দাবিতে অব্যাহত আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। এ ছাড়া বুয়েটের শিক্ষার্থীদের অনেকে #BUETiansStandWithKUETians হ্যাশট্যাগ লিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিচ্ছেন।
৪ মিনিট আগেখুলনার ফুলতলায় প্রকাশ্যে দুর্বৃত্তদের গুলিতে সুমন মোল্লা (৪২) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার উপজেলার জামিরা বাজারসংলগ্ন পিপরাইল এলাকায় এ ঘটনা ঘটে।
৮ মিনিট আগেকুমিল্লা নগরীতে বড় ভাইয়ের মোটরবাইক থেকে ছিটকে পড়া এক যুবক কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর টমছম ব্রিজ রামমালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মু. রকিবুল ইসলাম।
২০ মিনিট আগেদুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, ‘দুদকের বিরুদ্ধেও অভিযোগ আসে এবং প্রতিষ্ঠানটিরও বদনাম রয়েছে। এই বদনাম বা দুদকের কোনো কর্মকর্তার দুর্নীতি ধরিয়ে দিলে ব্যবস্থা নেওয়া হবে।’
২২ মিনিট আগে