Ajker Patrika

দোকান খোলার সময় ব্যবসায়ীর সাড়ে ৯ লাখ টাকা নিয়ে পালাল চোর

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ১৩: ৩৫
দোকান খোলার সময় ব্যবসায়ীর সাড়ে ৯ লাখ টাকা নিয়ে পালাল চোর

চট্টগ্রামের আনোয়ারায় দোকান খোলার সময় কৌশলে এক ব্যবসায়ীর সাড়ে ৯ লাখ টাকাসহ দামি সাতটি মোবাইল ফোন নিয়ে গেছে চোরচক্রের সদস্যরা। গতকাল বৃহস্পতিবার সকালে রায়পুর ইউনিয়নের ওয়াহেদ আলী চৌধুরী বাজারের এই ঘটনায় আজ শুক্রবার দুপুরে আনোয়ারা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

ভুক্তভোগী মোহাম্মদ জাহেদ বলেন, ‘সকাল ১০টার দিকে দোকান খুলতে আসি। এ সময় ২০-২২ বছর বয়সী এক যুবক বিদ্যুৎ বিল পরিশোধ করার কথা বলে দোকানে আসেন। আমার হাতে থাকা ব্যাগটি পাশের চেয়ারে রাখি দোকান খোলার জন্য। এ সুযোগে তিনি টাকা ভর্তি ব্যাগসহ সাতটি দামি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যান।’

মোহাম্মদ জাহেদ আরও বলেন, ‘ওই ব্যাগে সাতটি দামি মোবাইলে বিকাশ, নগদ ও রকেটের ২ লাখসহ নগদ সাড়ে ৭ লাখ টাকা ছিল। পরে আশপাশের একাধিক সিসি ক্যামেরার ভিডিও দেখে বরুমচড়া ছমদিয়া এলাকায় চোরচক্রের সদস্যদের শনাক্ত করা হয়। তারা কয়েকজন মিলে কাজটি করে। একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে নেমে তাদের চলে যেতে দেখা যায়। এ ঘটনায় আমি নিঃস্ব হয়ে গেলাম।’

এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় ভুক্তভোগী থানায় অভিযোগ জানিয়েছেন। সিসিটিভি ফুটেজ দেখে চোরচক্রের সদস্যদের শনাক্ত করার চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

সেনানিবাস ঘিরে ‘নাশকতার পরিকল্পনা’, বরখাস্ত সৈনিকসহ গ্রেপ্তার ৩

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

থাইল্যান্ডে পর্যটন ভিসা পেতে আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে

ফেসবুকে লাইক-কমেন্ট, পাঁচ কর্মকর্তাকে নোটিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত