Ajker Patrika

চন্দনাইশে পাহাড়ের মাটি কাটায় ১ জনের কারাদণ্ড, মাটিভর্তি ট্রাক জব্দ

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২২ মে ২০২৩, ১৩: ১১
চন্দনাইশে পাহাড়ের মাটি কাটায় ১ জনের কারাদণ্ড, মাটিভর্তি ট্রাক জব্দ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় রাতের আঁধারে অবৈধভাবে পাহাড়ের মাটি কাটায় বোরহান (৩১) নামের এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জিমরান মুহাম্মদ সায়েক। এ সময় একটি মাটিভর্তি ট্রাক জব্দ করা হয়। 

গত রোববার রাতে উপজেলার পূর্ব এলাহাবাদ, কাঞ্চননগর এলাকায় (পটিয়া-চন্দনাইশ সীমান্তে) এ অভিযান চালানো হয়। 

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে উপজেলার বিভিন্ন পাহাড়ি এলাকায় অবৈধভাবে মাটি কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে কিছু মানুষ। বারবার জরিমানা করে এবং পাহাড় ও কৃষি জমির মাটি কাটা, বালু উত্তোলন বন্ধ করা যাচ্ছে না। এরা রাতের আঁধারে এসব অবৈধ কাজ করে। গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার রাতে পূর্ব এলাহাবাদ, কাঞ্চননগর এলাকায় (পটিয়া-চন্দনাইশ সীমান্তে) অভিযান চালিয়ে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ সময় মাটিভর্তি একটি ট্রাক জব্দ করা হয়। 

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক বলেছেন, অবৈধভাবে পাহাড়ি টিলা শ্রেণির মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও মাটিভর্তি একটি ট্রাক জব্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত