নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মতিন তোতা হত্যা মামলার প্রধান আসামি আব্দুর রাজ্জাককে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজ্জাক ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি ৩ নম্বর ওয়ার্ডের মৃত জয়নাল আবেদীনের ছেলে।
আজ সোমবার (২৫ নভেম্বর) সকালে ঢাকার ভাটারা থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে কোম্পানীগঞ্জ থানায় নিয়ে আসে পুলিশ। এর আগে রোববার সন্ধ্যা ৭টার দিকে ঢাকার ভাটারা থানা পুলিশসহ স্থানীয় জনতা তাঁকে আটক করে। বিএনপি নেতা আবদুল মতিন তোতা হত্যার ঘটনায় এখন পর্যন্ত ১৪ জন কারাগারে গ্রেপ্তার রয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করে বলেন, সোমবার বিকেলে তাকে নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান আবদুল মতিন তোতা হত্যা মামলায় রাজ্জাকের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হবে।
তিনি আরও জানান, আবদুর রাজ্জাকের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ, কবিরহাট ও চট্টগ্রামের সন্দ্বীপ থানায় হত্যা, বিস্ফোরক দ্রব্য আইন, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ১৬টি মামলা রয়েছে।
গত ২৭ আগস্ট রাতে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মতিন তোতাকে একদল দুর্বৃত্ত কুপিয়ে জখম করে। পরে বিএনপি নেতা আবদুল মতিন তোতাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় পপুলার হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থান ৩০ আগস্ট দুপুরে তিনি মারা যান। এ ঘটনায় তাঁর ছেলে ইসমাইল বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় ৩১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামাদের বিরুদ্ধে এই মামলা করেন।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মতিন তোতা হত্যা মামলার প্রধান আসামি আব্দুর রাজ্জাককে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজ্জাক ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি ৩ নম্বর ওয়ার্ডের মৃত জয়নাল আবেদীনের ছেলে।
আজ সোমবার (২৫ নভেম্বর) সকালে ঢাকার ভাটারা থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে কোম্পানীগঞ্জ থানায় নিয়ে আসে পুলিশ। এর আগে রোববার সন্ধ্যা ৭টার দিকে ঢাকার ভাটারা থানা পুলিশসহ স্থানীয় জনতা তাঁকে আটক করে। বিএনপি নেতা আবদুল মতিন তোতা হত্যার ঘটনায় এখন পর্যন্ত ১৪ জন কারাগারে গ্রেপ্তার রয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করে বলেন, সোমবার বিকেলে তাকে নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান আবদুল মতিন তোতা হত্যা মামলায় রাজ্জাকের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হবে।
তিনি আরও জানান, আবদুর রাজ্জাকের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ, কবিরহাট ও চট্টগ্রামের সন্দ্বীপ থানায় হত্যা, বিস্ফোরক দ্রব্য আইন, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ১৬টি মামলা রয়েছে।
গত ২৭ আগস্ট রাতে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মতিন তোতাকে একদল দুর্বৃত্ত কুপিয়ে জখম করে। পরে বিএনপি নেতা আবদুল মতিন তোতাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় পপুলার হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থান ৩০ আগস্ট দুপুরে তিনি মারা যান। এ ঘটনায় তাঁর ছেলে ইসমাইল বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় ৩১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামাদের বিরুদ্ধে এই মামলা করেন।
বিদ্যালয়সংলগ্ন একটি পুকুরের পানি টানা বৃষ্টিতে উপচে মাঠে ঢুকে হাঁটুপানি জমেছে। মাঠটি সাহেবাবাদ ডিগ্রি কলেজের হলেও ব্যবহার করে থাকে লতিফা ইসমাইল উচ্চ বিদ্যালয়। সরেজমিনে দেখা যায়, মাঠে পুকুরের মাছ ভেসে বেড়াচ্ছে, চারা ও ছোট গাছ ডুবে আছে। এ অবস্থায় দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না করলে বিদ্যালয়ের...
৭ মিনিট আগেনিহত সিয়ামের বাড়ি মাদারীপুর জেলার হাটুপাড়া গ্রামে। তার বাবার নাম মো. আলী আকবর। সিয়াম ঢাকার বংশাল এলাকায় একটি গ্যারেজে মেকানিক হিসেবে কাজ করতেন। বৃহস্পতিবার রাতে বন্ধুদের সঙ্গে মাওয়া ঘুরতে গিয়ে শুক্রবার সকালে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।
২৩ মিনিট আগেপ্রতিষ্ঠানের মালিক মো. জামিনুর রহমান বলেন, ডিও অনুযায়ী গত ৩ আগস্ট সরকার টাঙ্গাইল জেলা আনসার ও গ্রাম পুলিশকে চালগুলো বরাদ্দ দেয়। বরাদ্দের নিয়ম অনুযায়ী টাঙ্গাইলের মেসার্স নিলয় ট্রেডার্স তা ক্রয় করে আমার কাছে বিক্রি করে। তিনি দাবি করেন, রসিদের ভিত্তিতে চালগুলো ক্রয় করেছেন।
১ ঘণ্টা আগেহাটের নির্দিষ্ট কোনো দিন নেই। মূলত চাষাবাদের মৌসুম শেষে কিংবা জমি প্রস্তুতির সময় এখানে ভিড় বাড়ে। ঈশ্বরগঞ্জ ও নান্দাইল ছাড়াও পাশের ত্রিশাল, গফরগাঁও, হোসেনপুর, তাড়াইল ও গৌরীপুরের কৃষকেরাও কম দামে কৃষিযন্ত্র কিনতে আসেন।
১ ঘণ্টা আগে