কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
কাজ শেষের আগেই ভেঙে পড়েছে চট্টগ্রামের আনোয়ারায় পারকি সমুদ্রসৈকতে নির্মাণাধীন পর্যটন কমপ্লেক্সের সীমানা প্রাচীর। কয়েক দিনের টানা বৃষ্টির মধ্যে প্রাচীরটি ভেঙে যায় বলে জানিয়েছেন প্রকল্প-সংশ্লিষ্টরা।
আজ শনিবার দুপুরে সরেজমিন দেখা যায়, নির্মাণাধীন পর্যটন কমপ্লেক্সের বিভিন্ন কটেজ ও সড়ক নির্মাণের কাজ করছেন শ্রমিকেরা। কমপ্লেক্সের দক্ষিণ পাশের সীমানা প্রাচীরের মাঝখানের অংশ ভেঙে পড়েছে। ভাঙা অংশ দিয়ে বালু বের হয়ে খাদের সৃষ্টি হয়েছে। ভেঙে পড়া প্রাচীরের পাশে বালু আটকাতে গাছের গুঁড়ি দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্মাণকাজে অনিয়মের কারণে সীমানা প্রাচীর আগে একবার হেলে পড়েছিল। এবার ভেঙে পড়েছে। নিম্নমানের নির্মাণসামগ্রী, সমুদ্রের লবণাক্ত পানি এবং বালু ব্যবহারের কারণে এসব কাজ বেশি দিন টেকসই হচ্ছে না।
পারকি সমুদ্রসৈকত আধুনিকায়নের লক্ষ্যে পর্যটন করপোরেশনের উদ্যোগে ২০১৭ সালে ১৩ দশমিক ৩৬ একর জমিতে ৬২ কোটি টাকা বরাদ্দ নিয়ে অত্যাধুনিক বিশ্বমানের পর্যটন কমপ্লেক্স নির্মাণকাজ শুরু হয়। প্রকল্প বাস্তবায়নের মেয়াদ ছিল দুই বছর। আরও ১৭ কোটি টাকা বাড়িয়ে এখন ব্যয় ধরা হচ্ছে ৭৯ কোটি টাকা।
ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রাজ করপোরেশনের পরিচালক সুজন সিংহ আজকের পত্রিকাকে বলেন, ‘নির্মাণকাজে কোনো অনিয়ম হয়নি। প্রকল্পে পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় কয়েক দিনের টানা বৃষ্টিতে সীমানা প্রাচীরের কিছু অংশ ভেঙে পড়েছে।’
প্রকল্পে নিয়োজিত প্রকৌশলী অসীম শীল বলেন, এক সপ্তাহ ধরে টানা বৃষ্টির কারণে প্রকল্পে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি আর বালুর চাপে সীমানা প্রাচীর ভেঙে পড়েছে।
কাজ শেষের আগেই ভেঙে পড়েছে চট্টগ্রামের আনোয়ারায় পারকি সমুদ্রসৈকতে নির্মাণাধীন পর্যটন কমপ্লেক্সের সীমানা প্রাচীর। কয়েক দিনের টানা বৃষ্টির মধ্যে প্রাচীরটি ভেঙে যায় বলে জানিয়েছেন প্রকল্প-সংশ্লিষ্টরা।
আজ শনিবার দুপুরে সরেজমিন দেখা যায়, নির্মাণাধীন পর্যটন কমপ্লেক্সের বিভিন্ন কটেজ ও সড়ক নির্মাণের কাজ করছেন শ্রমিকেরা। কমপ্লেক্সের দক্ষিণ পাশের সীমানা প্রাচীরের মাঝখানের অংশ ভেঙে পড়েছে। ভাঙা অংশ দিয়ে বালু বের হয়ে খাদের সৃষ্টি হয়েছে। ভেঙে পড়া প্রাচীরের পাশে বালু আটকাতে গাছের গুঁড়ি দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্মাণকাজে অনিয়মের কারণে সীমানা প্রাচীর আগে একবার হেলে পড়েছিল। এবার ভেঙে পড়েছে। নিম্নমানের নির্মাণসামগ্রী, সমুদ্রের লবণাক্ত পানি এবং বালু ব্যবহারের কারণে এসব কাজ বেশি দিন টেকসই হচ্ছে না।
পারকি সমুদ্রসৈকত আধুনিকায়নের লক্ষ্যে পর্যটন করপোরেশনের উদ্যোগে ২০১৭ সালে ১৩ দশমিক ৩৬ একর জমিতে ৬২ কোটি টাকা বরাদ্দ নিয়ে অত্যাধুনিক বিশ্বমানের পর্যটন কমপ্লেক্স নির্মাণকাজ শুরু হয়। প্রকল্প বাস্তবায়নের মেয়াদ ছিল দুই বছর। আরও ১৭ কোটি টাকা বাড়িয়ে এখন ব্যয় ধরা হচ্ছে ৭৯ কোটি টাকা।
ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রাজ করপোরেশনের পরিচালক সুজন সিংহ আজকের পত্রিকাকে বলেন, ‘নির্মাণকাজে কোনো অনিয়ম হয়নি। প্রকল্পে পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় কয়েক দিনের টানা বৃষ্টিতে সীমানা প্রাচীরের কিছু অংশ ভেঙে পড়েছে।’
প্রকল্পে নিয়োজিত প্রকৌশলী অসীম শীল বলেন, এক সপ্তাহ ধরে টানা বৃষ্টির কারণে প্রকল্পে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি আর বালুর চাপে সীমানা প্রাচীর ভেঙে পড়েছে।
গত রোববার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এসে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে নিখোঁজ হন জ্যোতি। তিনি চুয়াডাঙ্গা জেলার বাগানপাড়া থানার মৃত ওলিউল্লাহ আহম্মেদের মেয়ে। জ্যোতি রাজধানীর মিরপুর এলাকায় পরিবার নিয়ে বাস করতেন।
২ মিনিট আগেনাটোরের বড়াইগ্রামে চাঁদা না পেয়ে ১০টি দোকানে তালা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ জামায়াতে ইসলামীর নেতা ও বিএনপির কর্মীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যা উপজেলার আহম্মেদপুর বাজারে এই ঘটনা ঘটে।
১৭ মিনিট আগেকুড়িগ্রামের ফুলবাড়ীতে বিলে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ষষ্ঠ শ্রেণির দুই শিক্ষার্থী মারা গেছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর কুটিচন্দ্রখানা এলাকায় ঘটনা ঘটে। সন্ধ্যায় তাদের মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন।
১ ঘণ্টা আগেসোমবার জামালপুর ও ময়মনসিংহে জুলাই পথযাত্রা করেন এনসিপি। আজ মঙ্গলবার বেলা ১১টায় টাঙ্গাইল শহরের নিরালার মোড়ে পথসভা করবে দলটি। এ জন্য সফরে থাকা দলটির নেতার গতকাল রাতেই টাঙ্গাইলে আসেন। তাঁরা পৌঁছে ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। এর মধ্য দিয়ে এনসিপির টাঙ্গাইলের পদযাত্রা শুরু করা হয়েছে বলে দলটির
২ ঘণ্টা আগে