কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় স্বামী-স্ত্রীসহ ভূয়া ডিবি পুলিশের পরিচয়দানকারী সাতজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের মধ্যে দুজন নারী ও পাঁচজন পুরুষ। এ সময় ভুয়া ডিবি চক্র থেকে পোষাক হ্যান্ডকাপ ও গুলি জব্দ করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে কুমিল্লা পুলিশের ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. আবদুল মান্নান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তার চক্রটি গত ১৩ অক্টোবর সকালে কুমিল্লা নগরীর চকবাজারে সাইফুল ইসলাম নামের এক ব্যক্তির কাছ থেকে সুকৌশলে মোবাইল সেট হাতে নেয়। পরে সেই মোবাইল সেট থেকে কৌশলে সব নাম্বার কপি করে নিজেদের মোবাইলে নিয়ে নেয়। পরে বিভিন্ন নাম্বারে কল করে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে সাইফুল ইসলাম ইয়াবাসহ ধরা পড়েছে বলে জানায়। তাকে ছাড়িয়ে নিতে ৩ লাখ টাকাও দাবী করা হয়। বিষয়টি তার স্বজনরা ৯৯৯ নাম্বারে জানিয়ে পুলিশের সহযোগিতা চায়। কুমিল্লা জেলা পুলিশের ডিবি একটি টিম বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করে।
এদিকে সাইফুল ইসলাম এ নিয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলা করলে আসামিদের ধরতে মাঠে নামে ডিবি পুলিশ। সোমবার রাতে কুমিল্লা ও চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে দুই নারীসহ এ চক্রের সাতজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন—ব্রাহ্মনবাড়ীয়া জেলার কালিউতা গ্রামের সবুজ মিয়া (২৭) তার স্ত্রী আখিনুর আক্তার, একই গ্রামের মো. রতন মিয়া (২৮), কুমিল্লা মুরাদনগর উপজেলার দারোরা গ্রামের মো. ওসমান গনি (৩৫), তার স্ত্রী মোসা. সোনিয়া বেগম (২৯), কুমিল্লা দেবিদ্বার উপজেলা বড় আলমপুর গ্রামের মো. মাঈন উদ্দিন ও বান্দরবান জেলার আমতলীপাড়া গ্রামের মো. আরিফুল ইসলাম (২০)।
গ্রেপ্তারদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে। পুলিশ সুপার জানান, ডিবি পুলিশের পরিচয়ে তারা বিভিন্নস্থানে অপকর্ম করে আসছিল। এছাড়াও করোনাকালীন ভুয়া ডাক্তার সেজে করোনা সার্টিফিকেট জালিয়াতিও করেছে চক্রটি।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) কাজী আবদুর রহীম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আশফাকুজ্জান, গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়াসহ অন্যান্য পুলিশের কর্মকতারা উপস্থিত ছিলেন।
কুমিল্লায় স্বামী-স্ত্রীসহ ভূয়া ডিবি পুলিশের পরিচয়দানকারী সাতজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের মধ্যে দুজন নারী ও পাঁচজন পুরুষ। এ সময় ভুয়া ডিবি চক্র থেকে পোষাক হ্যান্ডকাপ ও গুলি জব্দ করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে কুমিল্লা পুলিশের ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. আবদুল মান্নান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তার চক্রটি গত ১৩ অক্টোবর সকালে কুমিল্লা নগরীর চকবাজারে সাইফুল ইসলাম নামের এক ব্যক্তির কাছ থেকে সুকৌশলে মোবাইল সেট হাতে নেয়। পরে সেই মোবাইল সেট থেকে কৌশলে সব নাম্বার কপি করে নিজেদের মোবাইলে নিয়ে নেয়। পরে বিভিন্ন নাম্বারে কল করে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে সাইফুল ইসলাম ইয়াবাসহ ধরা পড়েছে বলে জানায়। তাকে ছাড়িয়ে নিতে ৩ লাখ টাকাও দাবী করা হয়। বিষয়টি তার স্বজনরা ৯৯৯ নাম্বারে জানিয়ে পুলিশের সহযোগিতা চায়। কুমিল্লা জেলা পুলিশের ডিবি একটি টিম বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করে।
এদিকে সাইফুল ইসলাম এ নিয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলা করলে আসামিদের ধরতে মাঠে নামে ডিবি পুলিশ। সোমবার রাতে কুমিল্লা ও চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে দুই নারীসহ এ চক্রের সাতজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন—ব্রাহ্মনবাড়ীয়া জেলার কালিউতা গ্রামের সবুজ মিয়া (২৭) তার স্ত্রী আখিনুর আক্তার, একই গ্রামের মো. রতন মিয়া (২৮), কুমিল্লা মুরাদনগর উপজেলার দারোরা গ্রামের মো. ওসমান গনি (৩৫), তার স্ত্রী মোসা. সোনিয়া বেগম (২৯), কুমিল্লা দেবিদ্বার উপজেলা বড় আলমপুর গ্রামের মো. মাঈন উদ্দিন ও বান্দরবান জেলার আমতলীপাড়া গ্রামের মো. আরিফুল ইসলাম (২০)।
গ্রেপ্তারদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে। পুলিশ সুপার জানান, ডিবি পুলিশের পরিচয়ে তারা বিভিন্নস্থানে অপকর্ম করে আসছিল। এছাড়াও করোনাকালীন ভুয়া ডাক্তার সেজে করোনা সার্টিফিকেট জালিয়াতিও করেছে চক্রটি।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) কাজী আবদুর রহীম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আশফাকুজ্জান, গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়াসহ অন্যান্য পুলিশের কর্মকতারা উপস্থিত ছিলেন।
বগুড়ায় আত্মীয়ের লাশ দাফন করে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় রেহেনা বেগম (৩০) নামের মোটরসাইকেল আরোহী এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় তাঁর স্বামী সবুজ সরকার আহত হয়েছেন। গতকাল সোমবার রাত ১০টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে বগুড়া সদরের নওয়াপাড়ায় টিএমএস সিএনজি পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।
৪৩ মিনিট আগেমীর মশাররফ হোসেন হলের কয়েকজন শিক্ষার্থী বলেন, রাত ১০টার দিকে প্রীতমসহ চারজন কর্মচারী ইন্টারনেটের লাইন ঠিক করার কাজ করছিলেন। প্রীতম হলের ‘এ’ ব্লকের চারতলা ভবনের ছাদে কাজ করছিলেন। অন্যরা হলের অন্যদিকে ছিলেন। পরে প্রীতমের খোঁজ না পেয়ে সবাই খোঁজাখুঁজি করেন।
১ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে নিখোঁজের চার দিন পর ধানখেত থেকে মো. পারভেজ নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের একটি ধানখেত থেকে মুখবাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ। ৩১ জানুয়ারি রাত থেকে নিখোঁজ ছিলেন পারভেজ।
১ ঘণ্টা আগেআমের জন্য বিখ্যাত রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জে গাছে গাছে মুকুল ফুটতে শুরু করেছে। এই জেলার চাষিরা বলছেন, এবার আবহাওয়া আম উপযোগী। তবে শঙ্কায় রয়েছেন নওগাঁর কৃষকেরা। আবহাওয়ার কারণে একই গাছে দু-তিনবার মুকুল ফুটছে। যদিও কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, এবার আম ভালো হবে।
৮ ঘণ্টা আগে