কুমিল্লা প্রতিনিধি
আসন্ন নির্বাচনের আগে যেকোনো ইস্যুতে রাস্তায় নামা যাবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আজ বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলার বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘চাইলেই দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করার মতো এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া যাবে না। প্রথমেই জাতীয়করণকৃত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মান যাচাই করতে হবে। সেখানে জাতীয়করণ হওয়ার পরে শিক্ষার মান কী কমেছে না বেড়েছে? আমাদের মূল লক্ষ্যই হচ্ছে শিক্ষার মান বৃদ্ধি করা। দ্বিতীয়ত হলো-সারা দেশের এত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করবার সক্ষমতা সরকারের থাকতে হবে।’
মাধ্যমিক শিক্ষকদের জাতীয়করণ করার পক্ষে একমত প্রকাশ করে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ‘সামনে নির্বাচন, এ সময় যেকোনো ইস্যুতে রাস্তায় নেমে পড়া চলবে না।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘ডেমোগ্রাফি ডিভিডেন্ড বাড়াতে হলে শিক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই কাজটিই করছেন। তিনি শিক্ষায় বিনিয়োগ করছেন।’
শিক্ষামন্ত্রী আরও বলেন ‘দেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছেন বঙ্গবন্ধু আর তা বাস্তবায়ন করছেন তাঁর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। বিএনপি সরকারের আমলে সারা দেশের বাজেট যা হতো, আজ সরকার তার দেড় গুণ বাজেট দেয় শুধু শিক্ষাব্যবস্থায়। বছরের শুরুতেই চিহ্নিত একটি মহল বইয়ে যা নেই, তা ফটোশপ করে, এডিট করে, ভিন্ন দেশের বইয়ের ছবি দিয়ে, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার করে অপপ্রচার চালাচ্ছে যে-আমরা নাকি ইসলাম ধ্বংস করে দিচ্ছি। বইয়ে ইসলাম বিরোধী কিছুই নেই।
মহামান্য রাষ্ট্রপতির প্রেসসচিব ও সুবর্ণজয়ন্তী উদ্যাপন কমিটির আহ্বায়ক মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন—কুমিল্লা ৩ আসনের সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মো. রুহুল আমিন, উপজেলা চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর।
এ সময় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুর রাজ্জাক, কুমিল্লার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মো. জামাল নাছের, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মান্নানসহ শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ এবং বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
আসন্ন নির্বাচনের আগে যেকোনো ইস্যুতে রাস্তায় নামা যাবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আজ বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলার বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘চাইলেই দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করার মতো এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া যাবে না। প্রথমেই জাতীয়করণকৃত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মান যাচাই করতে হবে। সেখানে জাতীয়করণ হওয়ার পরে শিক্ষার মান কী কমেছে না বেড়েছে? আমাদের মূল লক্ষ্যই হচ্ছে শিক্ষার মান বৃদ্ধি করা। দ্বিতীয়ত হলো-সারা দেশের এত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করবার সক্ষমতা সরকারের থাকতে হবে।’
মাধ্যমিক শিক্ষকদের জাতীয়করণ করার পক্ষে একমত প্রকাশ করে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ‘সামনে নির্বাচন, এ সময় যেকোনো ইস্যুতে রাস্তায় নেমে পড়া চলবে না।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘ডেমোগ্রাফি ডিভিডেন্ড বাড়াতে হলে শিক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই কাজটিই করছেন। তিনি শিক্ষায় বিনিয়োগ করছেন।’
শিক্ষামন্ত্রী আরও বলেন ‘দেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছেন বঙ্গবন্ধু আর তা বাস্তবায়ন করছেন তাঁর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। বিএনপি সরকারের আমলে সারা দেশের বাজেট যা হতো, আজ সরকার তার দেড় গুণ বাজেট দেয় শুধু শিক্ষাব্যবস্থায়। বছরের শুরুতেই চিহ্নিত একটি মহল বইয়ে যা নেই, তা ফটোশপ করে, এডিট করে, ভিন্ন দেশের বইয়ের ছবি দিয়ে, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার করে অপপ্রচার চালাচ্ছে যে-আমরা নাকি ইসলাম ধ্বংস করে দিচ্ছি। বইয়ে ইসলাম বিরোধী কিছুই নেই।
মহামান্য রাষ্ট্রপতির প্রেসসচিব ও সুবর্ণজয়ন্তী উদ্যাপন কমিটির আহ্বায়ক মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন—কুমিল্লা ৩ আসনের সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মো. রুহুল আমিন, উপজেলা চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর।
এ সময় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুর রাজ্জাক, কুমিল্লার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মো. জামাল নাছের, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মান্নানসহ শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ এবং বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
বরিশালের হিজলায় প্রায় দেড় কোটি টাকার হাট-বাজার ইজারা কার্যক্রম প্রস্তুত করতে গিয়ে শিডিউল জমাই দিতে পারেনি ঠিকাদারেরা। স্থানীয় বিএনপির একটি পক্ষ উপজেলার ২০টি হাট-বাজারের শিডিউল প্রস্তুত প্রক্রিয়ায় নামে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে পারেনি তারা।
৫ ঘণ্টা আগেবিভাগীয় শহর রংপুরে গত দেড় দশকে মানুষের পাশাপাশি বেড়েছে যানবাহনের চাপ। কিন্তু ট্রাফিক ব্যবস্থার তেমন উন্নতি হয়নি। এতে তীব্র যানজটে দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকে। এ অবস্থা থেকে উত্তরণে তিন বছর আগে ৩৪ লাখ টাকা ব্যয়ে নগরীতে ডিজিটাল ট্রাফিক সিগন্যাল স্থাপন করা হলেও তা কাজে আসছে না।
৬ ঘণ্টা আগেএককালে ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি। বিএনপির সমর্থন নিয়ে হয়েছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানও। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ভিড়তে শুরু করেন শামীম ওসমানের সঙ্গে। ২০১৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় তাঁকে দল থেকে বহিষ্কার করে বিএনপি।
৬ ঘণ্টা আগেবিশাল সমুদ্রসৈকত। তারই এক পাশের মাটি কেটে বানানো হচ্ছে বাড়ি। কেউ আবার বাড়ির আদলে পুকুর কেটে রেখেছে। অনেকে মাটি কেটে নিজেদের সীমানা তৈরি করেছে। গত ৫ আগস্ট রাজনীতির পটপরিবর্তনের পর পর্যটন সম্ভাবনাময় এলাকা নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ সৈকতের চিত্র এটি। সেখানে চলছে সৈকতের জায়গা দখলের
৬ ঘণ্টা আগে