Ajker Patrika

বিএসএফের বাধার মুখে আখাউড়া ইমিগ্রেশনের সংস্কারকাজ বন্ধ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
বিএসএফের বাধার মুখে আখাউড়া ইমিগ্রেশনের সংস্কারকাজ বন্ধ

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বাধার মুখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশনের মেরামত কাজ বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার সকালে স্থলবন্দরের ইমিগ্রেশনের ভবন, রাস্তা ও যাত্রীদের টয়লেট মেরামত কাজে বাধা দেয় বিএসএফ। এরপর বিজিবির পরামর্শে মেরামত কাজ বন্ধ রাখে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

স্থলবন্দর ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে আখাউড়া স্থলবন্দরে ইমিগ্রেশনের ভবন, প্রধান রাস্তা ও যাত্রীদের ব্যবহারের জন্য টয়লেটের মেরামত কাজ করছিল গণপূর্ত অধিদপ্তরের তালিকাভুক্ত ঠিকাদার মেসার্স বিজনেস সিন্ডিকেট ইন্টারন্যাশনাল। মঙ্গলবার দুপুরে ইমিগ্রেশনের মেরামত কাজ বন্ধ রাখার জন্য বিজিবিকে জানায় বিএসএফ। পরে বিজিবির পক্ষ থেকে ইমিগ্রেশনে এসে মৌখিকভাবে মেরামত কাজ বন্ধ রাখার জন্য বলে যায়। এরপর থেকে ওই মেরামত বন্ধ রয়েছে। 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিএসএফের বাধার মুখে ইমিগ্রেশনের মে। ছবি: আজকের পত্রিকাএ বিষয়ে ইমিগ্রেশন কর্মকর্তা স্বপন চন্দ্র দাস বলেন, ‘জরাজীর্ণ ইমিগ্রেশন ভবন, রাস্তা ও টয়লেটের মেরামত কাজ করা হচ্ছিল। সকালে বিএসএফ বাধা দিয়েছে বলে বিজিবি এসে আমাদের বলে গেছে। যেন আমরা কাজ বন্ধ রাখি। বর্তমানে কাজ বন্ধ রাখা হয়েছে। বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।’ 

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল মারুফুল আবেদীন বলেন, ‘সীমান্তে ১৫০ গজের ভেতরে কোনো কাজ করতে গেলে দু–দেশের সীমান্তবাহিনীর সমন্বয়ে করতে হয়। বিষয়টি আগে থেকে আমাদের জানায়নি ইমিগ্রেশন কর্তৃপক্ষ। যেহেতু দুই দেশের যাত্রীদের সুবিধার্থে এই মেরামত কাজ করা হচ্ছে তাই ২–১ দিনের মধ্যে বিএসএফের সঙ্গে আলোচনা করে আবার ইমিগ্রেশনের মেরামত কাজ শুরু করা হবে বলে আশা করছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত