Ajker Patrika

লক্ষ্মীপুরে সুপারি বাগান থেকে গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে সুপারি বাগান থেকে গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার

লক্ষ্মীপুরে মিনু বেগম নামের এক গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গঙ্গাপুর গ্রামের মৃধাবাড়ির সুপারি বাগান থেকে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ। মিনু দক্ষিণ হামছাদী ইউনিয়নের পাশের নন্দনপুর গ্রামের বটতলি এলাকার রহিম উদ্দিন মিঝিবাড়ির গাড়িচালক মমিন উল্যার স্ত্রী। গতকাল দুপুর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, গতকাল বেলা ১টার দিকে মিনু বেগম জ্বালানির জন্য বাগানে সুপারির খোল পাতা খুঁজতে যান। প্রায়ই তিনি খোল পাতা খুঁজতে যেতেন। আবার বিকেলের মধ্যে চলে আসতেন। কিন্তু বিকেল পর্যন্ত না আসায় স্বজনেরা তাঁকে খুঁজতে বের হয়। কিন্তু কোথাও তাঁর হদিস মেলেনি। পরে রাতে নিজ বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে মৃধাবাড়ির নির্জন সুপারি বাগানে রক্তাক্ত অবস্থায় তাঁর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। তাঁর গলা কাটা ছাড়াও হাতের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

নিহতের বোন পারভীন আক্তার বলেন, গতকাল বৃহস্পতিবার দুপুরের পর ঘর থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন মিনু বেগম। রাতে বাগানে তাঁর গলা কাটা রক্তাক্ত দেহ পাওয়া যায়। তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হাসান মোস্তফা স্বপন আজকের পত্রিকাকে বলেন, হত্যাকাণ্ডের শিকার নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। কী কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়ায় যায়নি। তবে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত