Ajker Patrika

হালদায় মরা দুই মা কাতল মাছ, এবার ডিমের পরিমাণ কমার শঙ্কা

হাটহাজারী ( চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৮ জুন ২০২৪, ২৩: ২৬
Thumbnail image

প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে ভাসতে থাকা দুটি মৃত মা কাতল মাছ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে স্থানীয়রা উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়ন হালদা নদীর কুমারখালী ঘাট এলাকা থেকে কাতল দুটি উদ্ধার করেন।

উদ্ধার করা একটি মাছের ওজন ১০ কেজি, অপরটি ১২ কেজি ৫০০ গ্রাম। 

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালের দিকে হালদা নদীতে কাতল মাছ দুটি ভাসতে দেখে আশপাশের লোকজন তীরে তুলে আনেন। 

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম মশিউজ্জামান বলেন, ‘হালদা নদী থেকে উদ্ধার করা মা কাতল মাছ দুটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরিতে সংরক্ষণের জন্য পাঠানো হয়েছে।’ 

উদ্ধার করা মৃত কাতল মাছ। ছবি: আজকের পত্রিকাহালদা গবেষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বলেন, প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে ভাসতে থাকা মৃত মা কাতল মাছ দুটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরিতে সংরক্ষণ করা হয়। হালদা নদীতে প্রায় দুই বছর পরে কয়েক দিনের মধ্যে চারটি ব্রুড মাছ এবং একটি ডলফিনের মৃত্যু অবশ্যই অস্বাভাবিক ঘটনা। আরও হতাশাজনক বিষয়, বিগত ২০১৬ সালের পর হালদা নদীতে এ বছর সবচেয়ে কম পরিমাণ ডিম দিয়েছে।

তিনি আরও বলেন, ‘নদীর শাখা খালগুলোর দূষণের কারণে পরিবেশগত বিপর্যয় এবং বিষ প্রয়োগে মাছ মারার প্রবণতা বাড়া প্রাথমিকভাবে অন্যতম কারণ বলে মনে করি। তবে হালদা নদী রক্ষার জন্য বিষয়টি হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। এই বিপর্যয় রোধে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে দ্রুত একটি তদন্ত কমিটি গঠন করে কারণ উদ্‌ঘাটনের দাবি জানাচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

রাজধানীর প্রেসক্লাব এলাকায় লিফলেট বিতরণ করল আ.লীগ

‘মধ্যমপন্থী’ দল গড়ছেন অভ্যুত্থানের নেতারা, আলোচনায় ইলিশ প্রতীক

লিবিয়ার সৈকতে ২০ জনের গলিত লাশ, সবাই বাংলাদেশি বলে ধারণা

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যু, বিচার চাইল বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত