নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সোনাইমুড়ীতে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার ‘চুরি’ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কামাল হোসেন (৩৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে একটি ট্রান্সফরমার চুরি ও একটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কালুয়াই গ্রামসংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত কামাল হোসেন জেলার সদর উপজেলার চন্দ্রপুর এলাকার ভুলুয়া কলোনির এমাম হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, গতকাল বুধবার রাত আড়াইটা থেকে ৩টার দিকে একদল চোর কালুয়াই গ্রামের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সসংলগ্ন বিদ্যুতের খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি করতে আসে। ধারণা করা হচ্ছে, তাঁদের মধ্যে একজন খুঁটিতে উঠে এবং একটি ট্রান্সফরমার খুলে নেয়। এ সময় আরও দুটি ট্রান্সফরমার খুলতে গেলে বিদ্যুতায়িত হয়ে খুঁটি থেকে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যায় কামাল।
পরে আজ ভোরে স্থানীয়রা সড়কের ওপর কামাল হোসেনের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, কামালের মৃত্যুর পর চোর দলের অন্য সদস্যরা পালিয়ে যায়।
পল্লী বিদ্যুৎ সোনাইমুড়ী আঞ্চলিক কার্যালয়ের এজিএম (কম.) আবু সালেহ বলেন, ‘চোর দল কালুয়াই গ্রামের বিদ্যুতের খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি করতে আসে। তারা ওই খুঁটি থেকে একটি ট্রান্সফরমার নিয়ে গেছে এবং একটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত করেছে। এ ঘটনায় আমরা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।’
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে চোরদের ব্যবহৃত কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নোয়াখালীর সোনাইমুড়ীতে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার ‘চুরি’ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কামাল হোসেন (৩৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে একটি ট্রান্সফরমার চুরি ও একটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কালুয়াই গ্রামসংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত কামাল হোসেন জেলার সদর উপজেলার চন্দ্রপুর এলাকার ভুলুয়া কলোনির এমাম হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, গতকাল বুধবার রাত আড়াইটা থেকে ৩টার দিকে একদল চোর কালুয়াই গ্রামের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সসংলগ্ন বিদ্যুতের খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি করতে আসে। ধারণা করা হচ্ছে, তাঁদের মধ্যে একজন খুঁটিতে উঠে এবং একটি ট্রান্সফরমার খুলে নেয়। এ সময় আরও দুটি ট্রান্সফরমার খুলতে গেলে বিদ্যুতায়িত হয়ে খুঁটি থেকে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যায় কামাল।
পরে আজ ভোরে স্থানীয়রা সড়কের ওপর কামাল হোসেনের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, কামালের মৃত্যুর পর চোর দলের অন্য সদস্যরা পালিয়ে যায়।
পল্লী বিদ্যুৎ সোনাইমুড়ী আঞ্চলিক কার্যালয়ের এজিএম (কম.) আবু সালেহ বলেন, ‘চোর দল কালুয়াই গ্রামের বিদ্যুতের খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি করতে আসে। তারা ওই খুঁটি থেকে একটি ট্রান্সফরমার নিয়ে গেছে এবং একটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত করেছে। এ ঘটনায় আমরা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।’
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে চোরদের ব্যবহৃত কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মাঝনদীতে আটকা পড়া এসব ফেরিতে ১৫টির মতো যাত্রীবাহী বাস আছে। এসব বাসের যাত্রীরা কনকনে শীতে চরম ভোগান্তিতে পড়েছেন। এদিকে পাটুরিয়া ঘাটে ৩০টির মতো যাত্রীবাহী বাস এবং শতাধিক পণ্যবাহী যানবাহন আটকা পড়েছে।
৪১ মিনিট আগেটঙ্গীতে প্রথম ধাপের বিশ্ব ইজতেমায় ইয়াকুব আলী (৬০) নামের আরেক মুসল্লির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ইজতেমা ময়দানে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে গভীর রাতে তাঁর মৃত্যু হয়। ইয়াকুব আলী হবিগঞ্জের বাহুবল উপজেলার রাধবপুর গ্রামের নওয়াব উল্লাহ ছেলে।
৪৩ মিনিট আগেরাজধানীর আদাবরে গত বৃহস্পতিবার দিনদুপুরে ছিনতাইকারীদের চাপাতির কোপে সুমন শেখ (২৬) নামে এক যুবকের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। তাঁর কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। ভুক্তভোগী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
৪৪ মিনিট আগেঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার রাত ১২টা থেকে এই পথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আজ শনিবার সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।
২ ঘণ্টা আগে