Ajker Patrika

ঈদের ছুটিতে পতেঙ্গা সমুদ্রসৈকতে মানুষের ভিড়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০১ জুলাই ২০২৩, ২০: ৫৫
ঈদের ছুটিতে পতেঙ্গা সমুদ্রসৈকতে মানুষের ভিড়

চট্টগ্রামে ঈদের ছুটিতে বিনোদনপ্রেমী মানুষের ভিড় বেড়েছে পর্যটনকেন্দ্রগুলোয়। সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে নগরীর পতেঙ্গা সমুদ্রসৈকতে। আজ শনিবার বিকেলে বিনোদনপ্রেমী মানুষের ঢল নামে পতেঙ্গা সমুদ্রসৈকতে। এ ছাড়া নেভাল একাডেমি এলাকা ও পার্শ্ববর্তী আউটার রিং রোড এলাকায়ও মানুষের ভিড় দেখা গেছে। 

নগরীর আগ্রাবাদ এলাকা থেকে পতেঙ্গা সমুদ্রসৈকতে আসা শফিউল আজম কনক আজকের পত্রিকাকে বলেন, ‘কোরবানির ছুটি উপলক্ষে সৈকতে খানিকটা স্বস্তির নিশ্বাস নিতে পরিবার নিয়ে এসেছি। নগরজীবনের কঠিন বাস্তবতা থেকে খানিকটা বেরিয়ে এসেছি কিছুটা শান্তির আশায়।’ 

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়ন থেকে আজ দুপুরে পতেঙ্গা সৈকতে আসা বিনোদনপ্রেমী যুবক মোহাম্মদ তাহজিব বলেন, ‘গ্রামের বিনোদনের সুযোগ কম থাকায় পতেঙ্গা সৈকতে এসেছি বন্ধুবান্ধবদের নিয়ে।’ 

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেইন আজকের পত্রিকাকে বলেন, ঈদে বিনোদনপ্রেমী মানুষের নিরাপত্তার জন্য পুলিশ সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে সংশ্লিষ্ট এলাকায়। এখন অবধি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

খোঁজ নিয়ে জানা গেছে, পতেঙ্গা সমুদ্রসৈকত ছাড়াও চট্টগ্রামের প্রায় প্রতিটি পর্যটন স্পটেই আজ লোকজনের উপচে পড়া ভিড় ছিল। আজ বেলা ৩টা থেকে দলে দলে মানুষ ছুটে গেছেন বন্দরনগরীর বিভিন্ন বিনোদনকেন্দ্রে। দূর-দূরান্ত থেকেও লোকজন এসেছেন। শিশু-কিশোর, তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সী লোকজনের আনাগোনায় বিনোদনকেন্দ্রগুলো যেন উৎসবের আমেজ। 

চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকতে বিনোদনপ্রেমীদের ভিড়বরাবরের মতো এবারও বিনোদনপ্রেমীদের আগ্রহের শীর্ষে চট্টগ্রামের ফয়’স লেক কনকর্ড অ্যামিউজমেন্ট পার্ক। লেকের শেষ প্রান্তে আছে পানির রাজ্যে বিচরণের রোমাঞ্চকর স্থান ‘সি ওয়ার্ল্ড’ বিকেলে হাজারো মানুষের পদচারণে মুখর হয়ে উঠেছে। আগের যেকোনো বছরের তুলনায় এবার ঈদে পর্যটক বেশি বলে জানান ফয়’স লেক কর্তৃপক্ষ। 

এবারে বিশেষ আকর্ষণ সার্কাস সুইং, বাম্পার কার, বাম্পার বোট, ফ্যামিলি রোলার কোস্টার, জায়ান্ট ফেরিস হুইল, ড্রাই স্লাইড, ফ্যামিলি ট্রেন, প্যাডেল বোট, ফ্লোটিং ওয়াটার প্লে, পাইরেট শিপের মতো মজাদার সব রাইড। এবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দর্শনার্থীদের ‘সাধ ও সাধ্যের সমন্বয়’ ঘটাতে বিশেষ প্যাকেজ ঘোষণা দিয়েছে আগেভাগেই। 

কনকর্ডের উপব্যবস্থাপক বিশ্বজিৎ ঘোষ বলেন, আগের বছরের তুলনায় এবার মানুষের ভিড় বেশি। গত কয়েক বছর করোনায় মানুষ বেড়াতে পারেনি। তাই এবার পরিবার নিয়ে ঘুরতে আসছেন মানুষ। 

বিশ্বজিৎ বলেন, জানুয়ারিতে ফয়’স লেকে চালু হয়েছে বিনোদনের নতুন অনুষঙ্গ বেসক্যাম্প। এতে আছে কায়াকিং, আর্চারি, ক্রাইম্বিং ওয়াল, উড কেবিন, ট্রি টপ অ্যাক্টিভিটি, অন গ্রাউন্ড অ্যাক্টিভিটি, টিম বিল্ডিং গেম এবং হিউম্যান ফুসবলের সুবিধা। এখানকার চমকপ্রদ আকর্ষণ হচ্ছে ওয়াটার জিপ লাইন। এ ছাড়া আছে জায়েন্ট সুইং, স্মল সুইং, জায়ান্ট হ্যামক। বাংলাদেশের একমাত্র আউটডোর অ্যাডভেঞ্চার ক্যাম্প ‘বেসক্যাম্পে অ্যাডভেঞ্চার লিমিটেড’ ও কনকর্ড লিমিটেড সম্মিলিতভাবে এই বেসক্যাম্পে চালু করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত