Ajker Patrika

আশারতলী সীমান্তে মাইন বিস্ফোরণে পা উড়ে গেল কাদেরের

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  
আপডেট : ০৫ অক্টোবর ২০২২, ০০: ৫২
আশারতলী  সীমান্তে মাইন বিস্ফোরণে পা উড়ে গেল কাদেরের

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির আশারতলী সীমান্তে মিয়ানমারের কয়েক কিলোমিটার ভেতরে পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে আব্দুল কাদের (৫২) নামে এক ব্যক্তির এক পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে এই ঘটনা ঘটে। আহত আব্দু্ল কাদের ছনখোলা ছেরাকুল এলাকার মীর আহমদের ছেলে।

বিস্ফোরণের শিকার আব্দুল কাদেরে আত্মীয় মো. হোসেন জানান, সীমান্ত পেরিয়ে মিয়ানমারের ভেতরে গরু আনতে গেলে স্থলমাইন বিস্ফোরণের শিকার হন আবদুল কাদের। বিস্ফোরণে ঘটনাস্থলেই তাঁর ডান পা বিচ্ছিন্ন হয়ে উড়ে যায়। তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে রোহিঙ্গা ক্যাম্পের একটি হাসপাতালে ভর্তি করেন। 

পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সন্ধ্যার দিকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানেও তাঁর জন্য প্রয়োজনীয় চিকিৎসা না থাকায়  তাঁকে চট্টগ্রামের পাঠানো হয়।

এই বিষয়ে ঘুমধুম ইউপি চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ ও নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার জানান, সীমান্তের কাছে একজন মাইন বিস্ফোরণে আহত হয়েছেন বলে তাঁরা জেনেছেন। তবে এই বিষয়ে তাঁরা বিস্তারিত জানতে পারেননি।

এর আগে, ১৬ সেপ্টেম্বর এক তঞ্চঙ্গ্যা যুবকের পা উড়ে যায়। গত পরশু তুমব্রু জিরো লাইনে দুই রোহিঙ্গা নাগরিক আহত হন স্থলমাইনে বিস্ফোরণে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত