Ajker Patrika

লক্ষ্মীপুরে উপজেলা চেয়ারম্যান-মেয়রসহ ৭১৯ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ১৩: ৫৯
লক্ষ্মীপুরে উপজেলা চেয়ারম্যান-মেয়রসহ ৭১৯ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়রসহ ৭১৯ জনের নামে মামলা করেছে পুলিশ। আজ বুধবার সদর থানার পুলিশের উপপরিদর্শক অনবিক চাকমা বাদী হয়ে এই মামলা দায়ের করেন। 

মামলায় ১৯ জনের নামে ও ৭০০ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। অন্যতম আসামিরা হলেন লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু, পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটওয়ারী, সাধারণ সম্পাদক সাইফুল হাসান পলাশ প্রমুখ। 

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার মামলার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন। তিনি বলেন, ‘৪ আগস্ট লক্ষ্মীপুরের মাদাম ব্রিজ ও ঝুমুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয় ছাত্র-জনতা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ লক্ষ্মীপুর আদালতের সামনে দায়িত্বরত ছিল। মামলার অভিযুক্তরা মিছিল নিয়ে পুলিশের কাজে বাধা সৃষ্টি করে। একপর্যায়ে হামলা চালিয়ে আটজন পুলিশ সদস্যকে আহত করে। ঘটনার সময় তাদের হামলায় ছাত্র-জনতাও আহত হয়েছে। শহরের বিভিন্ন এলাকায় তারা দফায় দফায় হামলা চালায়।’ 

ওসি ইয়াছিন ফারুক আরও বলেন, ‘দায়িত্বরত পুলিশের কাজে বাধা ও হামলা চালিয়ে আট পুলিশকে আহত করার ঘটনায় ৭১৯ জনের নামে মামলা হয়েছে। আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত