Ajker Patrika

লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতাকে গণধোলাই দিয়ে পুলিশে দিল ছাত্র-জনতা

লক্ষ্মীপুর প্রতিনিধি
ছাত্রলীগ নেতা সাবিক হোসেন। ছবি: আজকের পত্রিকা
ছাত্রলীগ নেতা সাবিক হোসেন। ছবি: আজকের পত্রিকা

লক্ষ্মীপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে ছাত্র-জনতা। আজ শুক্রবার দুপুরে রামগঞ্জ বাসটার্মিনাল এলাকায় জনতা তাঁকে আটক করে গণধোলাই দেয়।

আটক সাবিক হোসেন থানা ছাত্রলীগের সদস্য ও সদর উপজেলা আটিয়াতলী এলাকার সেলিম ভূঁইয়ার ছেলে। ৪ আগস্ট চার শিক্ষার্থী হত্যা মামলার আসামি সাবিক হোসেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাকিব হোসেনের নেতৃত্বে জকসিন বাজার, জুগিরহাট ও ঝুমুর সিনেমা হল এলাকাসহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের ওপর হামলা ও নির্যাতন করা হয়েছিল। ৪ আগস্ট লক্ষ্মীপুর মাদাম ব্রিজ ও তমিজ মার্কেট এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলা ও এলোপাতাড়ি গুলি করে চার শিক্ষার্থী হত্যার ঘটনার সঙ্গে জড়িত ছিলেন সাকিব। এই হত্যাকাণ্ডের মামলার আসামি সাকিব। এর পর থেকে আত্মগোপনে চলে যান তিনি।

আজ দুপুরে রামগঞ্জ বাসটার্মিনাল এলাকায় ঘোরাঘুরি করার সময় স্থানীয়রা তাঁকে আটক করে গণধোলাই দেয়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ আটক করে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার জানান, সাকিব নিষিদ্ধ ছাত্রলীগ নেতা। পাশাপাশি লক্ষ্মীপুর সদরের বৈষম্যবিরোধী চার শিক্ষার্থী হত্যা মামলার পলাতক আসামি। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করে সদর থানায় পাঠানো হয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী ও বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের ওপর হামলা ও নির্যাতনের অনেক অভিযোগ রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত