Ajker Patrika

মানিকছড়িতে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
আপডেট : ২৯ জুন ২০২২, ১৫: ৫০
মানিকছড়িতে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ

কৃষি মন্ত্রণালয়ের ২০২১-২২ অর্থবছরের প্রণোদনার আওতায় খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ১৫০ জন প্রান্তিক কৃষকের মধ্যে বিনা মূল্যে আমন উফশী জাতের বীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ বুধবার সাড়ে ১১টার দিকে উপজেলা কৃষি অফিসের মিলনায়তনে কৃষি কর্মকর্তা মো. হাসিনুর রহমানের সভাপতিত্বে সার ও বীজ বিতরণ অনুষ্ঠান হয়।

এতে অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রক্তিম চৌধুরী, সহকারী পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান।

অনুষ্ঠানে উপজেলার ১৫০ জন প্রান্তিক কৃষকের মধ্যে জনপ্রতি ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং ৫ কেজি বীজ (আমন উফশী জাতের ব্রি-ধান-৮৭) বিতরণ করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত