সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডে অস্থায়ী পশুর হাটে বিদ্যুতায়িত হয়ে দুটি গরুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক শিশুসহ গরুর মালিক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৪ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মাদানবিবিরহাট শাহজাহানিয়া উচ্চ বিদ্যালয় মাঠের অস্থায়ী পশুর হাটে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুটি গরু নিয়ে দুপুরের পর অস্থায়ী হাটে আসেন ভাটিয়ারি কলেজ পাড়া এলাকার খামারি রাসেল। সন্ধ্যা নামার আগেই বাজারের ইজারাদার বিদ্যুৎ সংযোগ চালু করে দেন। এতে মুহূর্তেই বাজারের খুঁটির সঙ্গে দুটি গরু বিদ্যুতায়িত হয়। গরু দুটিকে বাঁচাতে গিয়ে খামারি রাসেল ও তাঁর সঙ্গে থাকা একটি শিশু বিদ্যুতায়িত হয়। উপস্থিত লোকজন শুকনো লাঠি দিয়ে ধাক্কা দিয়ে রাসেল ও শিশুটিকে সরিয়ে দিলে তাঁরা দূরে ছিটকে পড়েন। পরে তাঁদের হাসপাতালে পাঠানো হয়। কিন্তু গরু দুটি মারা যায়।
আহত খামারি রাসেল কান্নাজড়িত কণ্ঠে জানান, তাঁর গরু দুটি যে খুঁটির সঙ্গে বেঁধেছিলেন, বিদ্যুতের লাইন সে খুঁটির সঙ্গে জড়িয়ে ছিল। ইজারাদারের গাফিলতি ও বিদ্যুৎ লাইনের তারে সমস্যা থাকার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। মারা যাওয়া দুটি গরুর আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা হবে।
এ বিষয়ে অস্থায়ী হাটের ইজারাদার মো. আলাউদ্দিন বলেন, বিদ্যুতায়িত হয়ে দুটি গরু মারা যাওয়ার ঘটনাটি একেবারেই অনাকাঙ্ক্ষিত। তাঁরা ক্ষতিগ্রস্ত মালিকের সঙ্গে কথা বলবেন এবং সাধ্যমতো সহায়তা করবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম রফিকুল ইসলাম জানান, তিনি বিষয়টি জানার পর স্থানীয় ইউপি চেয়ারম্যানকে ফোন কল করেছেন। বাজার ইজারাদার ও ক্ষতিগ্রস্ত গরু মালিককে ডেকে বিষয়টি সমাধানের নির্দেশ দিয়েছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে অস্থায়ী পশুর হাটে বিদ্যুতায়িত হয়ে দুটি গরুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক শিশুসহ গরুর মালিক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৪ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মাদানবিবিরহাট শাহজাহানিয়া উচ্চ বিদ্যালয় মাঠের অস্থায়ী পশুর হাটে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুটি গরু নিয়ে দুপুরের পর অস্থায়ী হাটে আসেন ভাটিয়ারি কলেজ পাড়া এলাকার খামারি রাসেল। সন্ধ্যা নামার আগেই বাজারের ইজারাদার বিদ্যুৎ সংযোগ চালু করে দেন। এতে মুহূর্তেই বাজারের খুঁটির সঙ্গে দুটি গরু বিদ্যুতায়িত হয়। গরু দুটিকে বাঁচাতে গিয়ে খামারি রাসেল ও তাঁর সঙ্গে থাকা একটি শিশু বিদ্যুতায়িত হয়। উপস্থিত লোকজন শুকনো লাঠি দিয়ে ধাক্কা দিয়ে রাসেল ও শিশুটিকে সরিয়ে দিলে তাঁরা দূরে ছিটকে পড়েন। পরে তাঁদের হাসপাতালে পাঠানো হয়। কিন্তু গরু দুটি মারা যায়।
আহত খামারি রাসেল কান্নাজড়িত কণ্ঠে জানান, তাঁর গরু দুটি যে খুঁটির সঙ্গে বেঁধেছিলেন, বিদ্যুতের লাইন সে খুঁটির সঙ্গে জড়িয়ে ছিল। ইজারাদারের গাফিলতি ও বিদ্যুৎ লাইনের তারে সমস্যা থাকার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। মারা যাওয়া দুটি গরুর আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা হবে।
এ বিষয়ে অস্থায়ী হাটের ইজারাদার মো. আলাউদ্দিন বলেন, বিদ্যুতায়িত হয়ে দুটি গরু মারা যাওয়ার ঘটনাটি একেবারেই অনাকাঙ্ক্ষিত। তাঁরা ক্ষতিগ্রস্ত মালিকের সঙ্গে কথা বলবেন এবং সাধ্যমতো সহায়তা করবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম রফিকুল ইসলাম জানান, তিনি বিষয়টি জানার পর স্থানীয় ইউপি চেয়ারম্যানকে ফোন কল করেছেন। বাজার ইজারাদার ও ক্ষতিগ্রস্ত গরু মালিককে ডেকে বিষয়টি সমাধানের নির্দেশ দিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী জিসান ও ফাহাদের সঙ্গে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তানভিন সিফাতের কথা-কাটাকাটিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে সিফাত তাঁর বহিরাগত বন্ধুদের ডেকে আনেন। তাঁরা ধারালো দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালান।
৩১ মিনিট আগেসিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চকমির্জাপুর গ্রামের রেজাউল করিমের মেয়ে ও সিরাজগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোছা. সুমী খাতুন (২২) তিন মাস আগে ভালোবেসে বিয়ে করেন পার্শ্ববর্তী রোকনপুর দামরা গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে ও সিরাজগঞ্জ বিএ কলেজের শিক্ষার্থী সজীব হাসানকে।
৪৪ মিনিট আগেচাঁদপুর সদরের বাগাদিতে খাবার হোটেলের গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন লেগে সাতটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে চাঁদপুর-রায়পুর সড়কের বাগাদি চৌরাস্তা মোড় ব্রিজসংলগ্ন এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেবিভাগ সূত্রে জানা গেছে, অনলাইনে গুগল ফরমের মাধ্যমে ইতিমধ্যে সাবেক ২৬০ জন এবং বর্তমানে অধ্যয়নরত প্রায় ৩০০ জন শিক্ষার্থী পুনর্মিলনীতে অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছেন। দুই দিনব্যাপী এই আয়োজনে চলমান পাঁচটি ব্যাচসহ মোট ২০টি ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেবেন।
১ ঘণ্টা আগে