Ajker Patrika

পশুর হাটে বিদ্যুতায়িত হয়ে মারা গেল দুটি গরু, শিশুসহ আহত খামারি

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
পশুর হাটে বিদ্যুতায়িত হয়ে মারা গেল দুটি গরু, শিশুসহ আহত খামারি

চট্টগ্রামের সীতাকুণ্ডে অস্থায়ী পশুর হাটে বিদ্যুতায়িত হয়ে দুটি গরুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক শিশুসহ গরুর মালিক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৪ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মাদানবিবিরহাট শাহজাহানিয়া উচ্চ বিদ্যালয় মাঠের অস্থায়ী পশুর হাটে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুটি গরু নিয়ে দুপুরের পর অস্থায়ী হাটে আসেন ভাটিয়ারি কলেজ পাড়া এলাকার খামারি রাসেল। সন্ধ্যা নামার আগেই বাজারের ইজারাদার বিদ্যুৎ সংযোগ চালু করে দেন। এতে মুহূর্তেই বাজারের খুঁটির সঙ্গে দুটি গরু বিদ্যুতায়িত হয়। গরু দুটিকে বাঁচাতে গিয়ে খামারি রাসেল ও তাঁর সঙ্গে থাকা একটি শিশু বিদ্যুতায়িত হয়। উপস্থিত লোকজন শুকনো লাঠি দিয়ে ধাক্কা দিয়ে রাসেল ও শিশুটিকে সরিয়ে দিলে তাঁরা দূরে ছিটকে পড়েন। পরে তাঁদের হাসপাতালে পাঠানো হয়। কিন্তু গরু দুটি মারা যায়। 

আহত খামারি রাসেল কান্নাজড়িত কণ্ঠে জানান, তাঁর গরু দুটি যে খুঁটির সঙ্গে বেঁধেছিলেন, বিদ্যুতের লাইন সে খুঁটির সঙ্গে জড়িয়ে ছিল। ইজারাদারের গাফিলতি ও বিদ্যুৎ লাইনের তারে সমস্যা থাকার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। মারা যাওয়া দুটি গরুর আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা হবে। 

এ বিষয়ে অস্থায়ী হাটের ইজারাদার মো. আলাউদ্দিন বলেন, বিদ্যুতায়িত হয়ে দুটি গরু মারা যাওয়ার ঘটনাটি একেবারেই অনাকাঙ্ক্ষিত। তাঁরা ক্ষতিগ্রস্ত মালিকের সঙ্গে কথা বলবেন এবং সাধ্যমতো সহায়তা করবেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম রফিকুল ইসলাম জানান, তিনি বিষয়টি জানার পর স্থানীয় ইউপি চেয়ারম্যানকে ফোন কল করেছেন। বাজার ইজারাদার ও ক্ষতিগ্রস্ত গরু মালিককে ডেকে বিষয়টি সমাধানের নির্দেশ দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত