Ajker Patrika

তিন মাস আগে ভালোবেসে বিয়ে: লাশ হয়ে ফিরলেন সুমী খাতুন

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
নিহত সুমী খাতুন। ছবি: সংগৃহীত
নিহত সুমী খাতুন। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চকমির্জাপুর গ্রামের রেজাউল করিমের মেয়ে ও সিরাজগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোছা. সুমী খাতুন (২২) তিন মাস আগে ভালোবেসে বিয়ে করেন পার্শ্ববর্তী রোকনপুর দামরা গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে ও সিরাজগঞ্জ বিএ কলেজের শিক্ষার্থী সজীব হাসানকে।

পরিবারের অমতে বিয়ে করায় মেনে নিতে আপত্তি করে সজীবের পরিবার। এরই মাঝে আত্মীয়স্বজনের মধ্যস্থতায় উভয় পরিবার তাঁদের মেনে নেয়।

রোববার (১৯ অক্টোবর) বেলা আনুমানিক ৩টার দিকে সুমী খাতুন তাঁর স্বামীর সঙ্গে শ্বশুরবাড়ি যান। বিকেল ৪টার দিকে সজীবের পরিবারের পক্ষ থেকে মোবাইল ফোনে সুমীর পরিবারকে জানায়, সুমী খাতুন ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন, অবস্থা ভীষণ খারাপ। পরে রাত ৮টার দিকে খবর আসে সুমী বগুড়ার শেরপুর হাসপাতালে মারা গেছেন।

এ নিয়ে সুমী খাতুনের পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে, তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা বলে প্রচার করা হচ্ছে।

এ প্রসঙ্গে সুমীর বাবা রেজাউল করিম বলেন, ‘আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না, তাকে হত্যা করা হয়েছে। এ বিষয়ে আমি হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছি।’

বগুড়ার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম সাজিদ হাসান সিদ্দিকী বলেন, সন্ধ্যায় সুমী খাতুন নামের এক রোগীকে কয়েকজন লোক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে, তাঁকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এর কিছুক্ষণ পর শেরপুর থানার পুলিশ এসে লাশ তাদের হেফাজতে নিয়েছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন মাসুদ বলেন, অভিযোগ পেয়ে সুমী খাতুনের লাশ থানা হেফাজতে নেওয়া হয়েছে। আজ সোমবার (২০ অক্টোবর) ময়নাতদন্তের জন্য লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। তবে লাশ নিয়ে আসার সময় লাশের সঙ্গে থাকা লোকজন পালিয়ে গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পর্নোগ্রাফিতে জড়িত সেই বাংলাদেশি যুগল গ্রেপ্তার

ভারত বলছে, ফোনালাপ হয়নি, জবাবে ট্রাম্প বললেন—তাহলে ওরা শুল্ক দিতে থাক

দনবাস রাশিয়ার দখলে চলে গেছে, সেটা মেনেই যুদ্ধ শেষ করো—জেলেনস্কিকে ট্রাম্প

দেবরের ছেলের সঙ্গে প্রেমের ইতি, থানায় বসে কবজি কাটলেন দুই সন্তানের মা

অগ্নিকাণ্ড দেখলে মুমিনের করণীয় আমল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত