Ajker Patrika

হাজীগঞ্জে ৯টি ড্রেজার জব্দ, ৬ লাখ টাকা জরিমানা

প্রতিনিধি, হাজীগঞ্জ (চাঁদপুর)
হাজীগঞ্জে ৯টি ড্রেজার জব্দ, ৬ লাখ টাকা জরিমানা

অবৈধ ড্রেজারের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের চলমান ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গত এক মাসে উপজেলার বিভিন্ন স্থান থেকে ৯টি ড্রেজার মেশিন জব্দ এবং জব্দকৃত ড্রেজারের পাইপ ধ্বংস ও ড্রেজার ব্যবসায়ীদের পৃথক পৃথকভাবে মোট ৬ লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। 

এর আগে গত শনিবার সকালে উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের দেশগাঁও গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ড্রেজার ব্যবসায়ীকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন আদালন। জরিমানাপ্রাপ্ত ড্রেজার ব্যবসায়ী হলেন, ওই গ্রামের মৃত আব্দুল মজিদ মাস্টারের ছেলে মো. আব্দুল আজিজ (৩৬)। তিনি দীর্ঘদিন ধরে ওই ইউনিয়নসহ আশপাশের ইউনিয়নে অবৈধ ড্রেজার ব্যবসার মাধ্যমে বালু উত্তোলন করে কৃষি জমি ধ্বংস করে আসছেন বলে স্থানীয় ও এলাকাবাসীর অভিযোগ। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে কৃষি জমি ধ্বংস করার অপরাধে ওই দিন সকালে দেশগাঁও গ্রামের ড্রেজার ব্যবসায়ী মো. আব্দুল আজিজকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ৫ (১) ও ১৫ (১) ধারা অনুযায়ী নগদ ১ লাখ টাকা জরিমানা ও ড্রেজার মেশিনটি জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় ড্রেজারের পাইপগুলো ধ্বংস করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে জনসচেতনতার লক্ষ্যে উপস্থিত লোকজন ও এলাকাবাসীকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের গুরুত্বপূর্ণ কয়েকটি ধারা (বিধিমালা) এবং ড্রেজারের ক্ষতিকর দিকগুলো উল্লেখপূর্বক বিভিন্ন দিক-নির্দেশনামূলক পরামর্শ ও নির্দেশনা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের এই রকম অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

গত ৩০ জুলাই (শুক্রবার) বিকেলে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের দিঘচাইল গ্রামের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই গ্রামের আব্দুল মালেকের ছেলে আলমগীর হোসেনেকে নগদ ১ লাখ টাকা জরিমানা ও তাঁর অবৈধ ড্রেজার মেশিনটি জব্দ করা হয়। 

গত ১৯ জুলাই বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের বেলঘর গ্রামের ১টি অবৈধ ড্রেজার মেশিন জব্দ করা হয়। ড্রেজার ব্যবসায়ী ওই গ্রামের মৃত আবুল কালামের ছেলে এমরান মৃধা। তাঁকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। 

গত ১৮ জুলাই বিকেলে উপজেলার কালচো উত্তর ইউনিয়নের খোদাই বিলে ২টি অবৈধ ড্রেজার মেশিন জব্দ এবং ড্রেজার ব্যবসায়ী নুমান মিজি ও স্বপন মজুমদারকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। ১৫ জুলাই বৃহস্পতিবার বিকেলে সদর ইউনিয়নের মৈশাইদ গ্রামে ১টি অবৈধ ড্রেজার মেশিন জব্দ ও ড্রেজার ব্যবসায়ী মো. ফরহাদ হোসেন মজুমদার ও কৃষি জমির মালিক মর্জিনা আক্তারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। 

গত ১৪ জুলাই দুপুরে গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের কাকৈরতলা গ্রামে ১টি অবৈধ ড্রেজার মেশিন জব্দ ও ড্রেজার ব্যবসায়ী মো. আব্দুল্লাহ্ আল নোমানকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা, ১৩ জুলাই মঙ্গলবার বিকেলে পৌরসভার বদরপুর গ্রামে ১টি অবৈধ ড্রেজার মেশিন জব্দ ও ড্রেজার ব্যবসায়ীকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

এ ছাড়া গত ৭ জুলাই বিকেলে হাটিলা পূর্ব ইউনিয়নের বলিয়া গ্রামে ১টি অবৈধ ড্রেজার মেশিন জব্দ ও ড্রেজার ব্যবসায়ী শরিফুল ইসলাম এবং কৃষি জমির মালিক মো. সেলিমকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে কৃষি জমি ধ্বংস করার অপরাধে হাজীগঞ্জ থানা-পুলিশের সহযোগিতায় এসব অবৈধ ড্রেজার মেশিন জব্দ ও নগদ জরিমানা করা হয়। 

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার আজকের পত্রিকাকে জানান, কৃষি জমির মাটি রক্ষণাবেক্ষণের লক্ষ্যে অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত