ফেনী প্রতিনিধি
ফেনীতে উভয় লিঙ্গের এক শিশুর জন্ম হয়েছে। আজ শুক্রবার সকালে সদর হাসপাতালে শিশুটির জন্ম হয়। মা ও সন্তান দুজনই সুস্থ আছে।
ফেনী সদর জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স ফাতেমা বেগম বলেন, ‘প্রসব যন্ত্রণা নিয়ে ছাগলনাইয়া উপজেলার এক প্রসূতি হাসপাতালে ভর্তি হলে নরমাল ডেলিভারির প্রস্তুতি নেওয়া হয়। সন্তান ভূমিষ্ঠ হলে ওই নবজাতকের মধ্যে পুরুষ-স্ত্রী উভয় লিঙ্গের অর্গান দেখা যায়। উভয় লিঙ্গের শিশুর জন্মের পর সবার মধ্যে কৌতূহল সৃষ্টি হয়। এটি প্রথম অভিজ্ঞতা।’
ফেনী সদর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আসিফ ইকবাল আজকের পত্রিকাকে বলেন, ‘দুই লিঙ্গ নিয়ে জন্ম নেওয়া নবজাতক ও মা সুস্থ আছেন।’ তবে বিষয়টি নিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা অথবা চট্টগ্রামে যাওয়ার পরামর্শ দেন তিনি।
শিশুর বাবা মহিউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল প্রসব বেদনা উঠলে স্ত্রীকে হাসপাতালে ভর্তি করি। এখন এ অবস্থায় কী করব বুঝতে পারছি না। এই শিশুর চিকিৎসা করানো আমার পক্ষে অসম্ভব।’
এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অবস্টেট্রিকস অ্যান্ড গাইনোকলজি বিভাগের চিকিৎসক অধ্যাপক রেজাউল করিম বলেন, ‘এটি সাধারণ জিনগত ত্রুটিজনিত সমস্যা। আমাদের সমাজে এ ধরনের মানুষ রয়েছে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে “ট্রু হারমাফ্রোডিটিজম” বলা হয়।’
ডা. রেজাউল করিম বলেন, ‘জন্মের পরই এ ধরনের শিশুর চিকিৎসা করা সম্ভব। শিশু হরমন বিভাগ এবং শিশু সার্জারি বিভাগ যৌথভাবে এসব শিশুর চিকিৎসা করে থাকে। এ ক্ষেত্রে নারী বা পুরুষ যে হরমনের প্রভাব বেশি থাকে, শিশুটিকে চিকিৎসার মাধ্যমে সেই দিকে পরিবর্তন করা যায়।’
রেজাউল করিম আরও বলেন, ‘এদের প্রজনন ক্ষমতা খুবই কম থাকে, বা ক্ষেত্রবিশেষ থাকে না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানসিক বিকাশজিনত ত্রুটি দেখা যায়। ক্ষেত্রবিশেষ বুদ্ধিপ্রতিবন্ধীও হয়ে থাকে। যত কম বয়সে চিকিৎসা করা যায় এসব শিশুর স্বাভাবিকভাবে বেড়ে ওঠার সম্ভাবনা ততই বেশি।’
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ দেশের সব বড় মেডিকেল কলেজে এসব শিশুর চিকিৎসা করা হয় বলে জানান এই চিকিৎসক।
ফেনীতে উভয় লিঙ্গের এক শিশুর জন্ম হয়েছে। আজ শুক্রবার সকালে সদর হাসপাতালে শিশুটির জন্ম হয়। মা ও সন্তান দুজনই সুস্থ আছে।
ফেনী সদর জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স ফাতেমা বেগম বলেন, ‘প্রসব যন্ত্রণা নিয়ে ছাগলনাইয়া উপজেলার এক প্রসূতি হাসপাতালে ভর্তি হলে নরমাল ডেলিভারির প্রস্তুতি নেওয়া হয়। সন্তান ভূমিষ্ঠ হলে ওই নবজাতকের মধ্যে পুরুষ-স্ত্রী উভয় লিঙ্গের অর্গান দেখা যায়। উভয় লিঙ্গের শিশুর জন্মের পর সবার মধ্যে কৌতূহল সৃষ্টি হয়। এটি প্রথম অভিজ্ঞতা।’
ফেনী সদর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আসিফ ইকবাল আজকের পত্রিকাকে বলেন, ‘দুই লিঙ্গ নিয়ে জন্ম নেওয়া নবজাতক ও মা সুস্থ আছেন।’ তবে বিষয়টি নিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা অথবা চট্টগ্রামে যাওয়ার পরামর্শ দেন তিনি।
শিশুর বাবা মহিউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল প্রসব বেদনা উঠলে স্ত্রীকে হাসপাতালে ভর্তি করি। এখন এ অবস্থায় কী করব বুঝতে পারছি না। এই শিশুর চিকিৎসা করানো আমার পক্ষে অসম্ভব।’
এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অবস্টেট্রিকস অ্যান্ড গাইনোকলজি বিভাগের চিকিৎসক অধ্যাপক রেজাউল করিম বলেন, ‘এটি সাধারণ জিনগত ত্রুটিজনিত সমস্যা। আমাদের সমাজে এ ধরনের মানুষ রয়েছে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে “ট্রু হারমাফ্রোডিটিজম” বলা হয়।’
ডা. রেজাউল করিম বলেন, ‘জন্মের পরই এ ধরনের শিশুর চিকিৎসা করা সম্ভব। শিশু হরমন বিভাগ এবং শিশু সার্জারি বিভাগ যৌথভাবে এসব শিশুর চিকিৎসা করে থাকে। এ ক্ষেত্রে নারী বা পুরুষ যে হরমনের প্রভাব বেশি থাকে, শিশুটিকে চিকিৎসার মাধ্যমে সেই দিকে পরিবর্তন করা যায়।’
রেজাউল করিম আরও বলেন, ‘এদের প্রজনন ক্ষমতা খুবই কম থাকে, বা ক্ষেত্রবিশেষ থাকে না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানসিক বিকাশজিনত ত্রুটি দেখা যায়। ক্ষেত্রবিশেষ বুদ্ধিপ্রতিবন্ধীও হয়ে থাকে। যত কম বয়সে চিকিৎসা করা যায় এসব শিশুর স্বাভাবিকভাবে বেড়ে ওঠার সম্ভাবনা ততই বেশি।’
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ দেশের সব বড় মেডিকেল কলেজে এসব শিশুর চিকিৎসা করা হয় বলে জানান এই চিকিৎসক।
জয়পুরহাটের আক্কেলপুরে তিন কৃষকের খরের গাদা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাতে উপজেলার চেঁচুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, প্রান্তিক কৃষক শাজাহান আলী, আব্দুস সোবহান ও রোজাউল করিম ধান মাড়াই করে গরুর খাদ্য হিসেবে তাঁদের বাড়ির পাশে খলায় খরের গাদা তৈরি করেন।
৪ মিনিট আগেনরসিংদীর রায়পুরার দুর্গম চরাঞ্চলে অভিযান চালিয়ে ২০ জনকে আটক করেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার (৩ মার্চ) ভোর থেকে দিনব্যাপী উপজেলার মির্জাচর ইউনিয়নের একটি দুর্গম চরে এ অভিযান চালানো হয়।
২৩ মিনিট আগেনাটোরের লালপুরে বাবার ট্রলির নিচে চাপা পড়ে নিহত হয়েছে শিশুসন্তান। আজ সোমবার রাত ৮টার দিকে উপজেলার ২ নম্বর ঈশ্বরদী ইউনিয়নের কাজীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মো. মুরসালিন (৩)। সে ওই গ্রামের মো. পিন্টুর ছেলে।
২৯ মিনিট আগেচাঁদপুরে কাভার্ডভ্যান-মোটরসাইকেলের সংঘর্ষে মো. অভি (১৭) ও মো. নিলয় (২০) নামের দুজন নিহত হয়েছে। গতকাল সোমবার (৩ মার্চ) রাত ১০টার দিকে শহরের পুরান বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগে