Ajker Patrika

কক্সবাজারে হ্যাচারি থেকে জেলের লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ১১ আগস্ট ২০২৩, ১৬: ০৮
কক্সবাজারে হ্যাচারি থেকে জেলের লাশ উদ্ধার

কক্সবাজারে একটি পরিত্যক্ত হ্যাচারি থেকে বশির আহমদ (৪২) নামের এক জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে জেলা শহরের মধ্যম কলাতলী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

বশির আহমদ মধ্যম কলাতলী এলাকার আবু তাহেরের ছেলে। কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) নাজমূল হুদা লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বশিরের স্ত্রী রাশেদা বেগম বলেন, গতকাল রাত সাড়ে ৯টার দিকে তাঁর স্বামী বাড়ি থেকে বের হন। পরে মধ্যরাতে এলাকাবাসীর মাধ্যমে হ্যাচারিতে স্বামীর লাশ পড়ে থাকার খবর পান। কে বা কারা তাঁকে হত্যা করেছে এ ব্যাপারে তাঁরা কিছুই বলতে পারছেন না।

পরিদর্শক নাজমূল হুদা বলেন, লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত